জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

জিপিএফ জুন মাসে বৃদ্ধি করার নিয়ম । জুন মাসের বেতন বিল দাখিলে সতর্কতাগুলো গ্রহণ করতে হবে

জুন/২০২০ এর বেতন বিল দাখিল করতে হবে ২০ তারিখের পর। জুনের বেসিকের ৫% – ২৫% এর মধ্যে কেউ জিপিএফ কর্তন পরিবর্তন করতে চাইলে বেতন বিল Submit করার আগ মুহুর্তে তার পাশে Setting ক্লিক করে সেভ করে তারপর Submit করবেন।

জুন মাসের বিলে জুলাই মাসের বেসিকের ২৫% জিপিএফ এ কোন ভাবেই কর্তন করতে পারবেন না।

জুলাই/২০২০ এর ১ তারিখে ইনক্রিমেন্ট হবে। তাই ২-৪ তারিখের দিকে (পরে হলেও সমস্যা নাই) পে ফিক্সেশন সাইটে গিয়ে ইনক্রিমেন্ট লেগেছে কিনা তা চেক করে নিবেন। এরপর ২০ তারিখের পর আইবাসে ঢুকবেন। বেসিক, বাড়ী ভাড়া, জিপিএফ, অন্যান্য ভাতা চেক করবেন। এসব ভাতা জুনের বেসিকে দেখাবে। সুতরাং এমাউন্টগুলো আপনাকে নিজ থেকে অবশ্যই পরিবর্তন করে নিতে হবে।

এছাড়াও আপনার আয়কর কর্তনও বাড়াতে হবে জুলাইয়ের বেতন থেকেই। সেই অপশনটিও এখানেই পাবেন। তাই আগেই Submit করবেন না। Setting ক্লিক করে বর্ধিত বেসিকের হারে আপনার প্রাপ্য বাড়ীভাড়া, জিপিএফ (৫% – ২৫%) কর্তন, অন্যান্য ভাতা নির্ভুলভাবে সেভ করে আবার রিচেক করবেন। সব ঠিক থাকলে Submit ক্লিক করবেন।

জুন ও জুলাইয়ের বেতন আইবাসে সাবমিট করার আগে অবশ্যই এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যথায় নানামূখী ঝামেলার সূত্রপাত হতে পারে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *