রাজস্বখাতে স্থানান্তরিত হবার তারিখ থেকে চাকরিকাল গণনা করে প্রাপ্যতা সাপেক্ষে ১৪/১২/২০১৫ খ্রি: তারিখের পূর্ব পর্যন্ত টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রদানের সুযোগ রয়েছে। নিচে এ সংক্রান্ত আদেশ প্রদান করা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ,
বাস্তবায়ন অনুবিভাগ, বাস্তবায়ন-১ অধিশাখা।
www.mof.gov.bd
নং-০৭.০০.০০০০.১৬১.৪৪.০১০(অংশ).১১-৩৭০ তারিখ: ২৬ ডিসেম্বর, ২০১৯
বিষয়: ভূতাপেক্ষভাবে রাজস্বখাতে স্থানান্তরের তারিখ ভিত্তি ধরে সিলেকশন গ্রেড স্কেল / টাইমস্কেল মঞ্জুরি সংক্রান্ত বিষয় মতামত প্রদান।
সূত্র: হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০০৯.৪৪.১৮৬.১৯-৪০৬, তারিখ: ২৭/১০/২০১৯ খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের বিবেচ্য ০২ (দুই) জন কর্মচারীকে ইতোমধ্যে নিয়মিত করা হয়েছে বিধায় অর্থ বিভাগের ২২/০৯/২০১১ তারিখের অম/অবি/(বাস্ত-৪) বিবিধ-২০/উ:স্কে:/২০০৭/অংশ/৭৪ নং ও ১৩/০৬/২০১০ তারিখের অম/অবি/ব্যস্ত-৩/টা:স্কেল (উন্নয়ন প্রকল্প)-১/২০০৮/১২০ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৮/১০/২০১৮ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১৭০.১৫.০২২.১৭-২৮০ নং স্মারক অনুযায়ী রাজস্বখাতে স্থানান্তরিত হবার তারিখ থেকে চাকরিকাল গণনা করে প্রাপ্যতা সাপেক্ষে ১৪/১২/২০১৫ খ্রি: তারিখের পূর্ব পর্যন্ত টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রদানের সুযোগ রয়েছে।
(হায়াত মো: ফিরোজ)
উপ সচিব
ফোন: ৯৫৫০৭৮১
- ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম ২০২৫ । এনআইডি মাইগ্রেশনের প্রয়োজনীয় কাগজপত্র কি লাগে?
- জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় ২০২৫। ১৫ দিনে জন্ম সনদ পাওয়া যায়?
- মহার্ঘ ভাতার আপডেট ২০২৫ । সুশীল সমাজ ও অযৌক্তিক মন্তব্যের পক্ষে কি সরকার অবস্থান নিচ্ছে?
- NON Govt. Teacher Pension Facilities 2025 । বেসরকারি শিক্ষক অবসরে এককালীন আর্থিক সুবিধাদির কি কি পাওয়া যায়?
- বেসরকারি শিক্ষক অবসর কল্যাণ ভাতার হিসাব ২০২৫ । বর্তমানে এবং ৫ ও ১০ বছর পরে কল্যাণ ও অবসর সুবিধা প্রাপ্তির তুলনামূলক বিবরণী
হিসাব মহানিয়ন্ত্রক
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
১৪/১২/২০১৫ খ্রি: তারিখের পূর্ব পর্যন্ত টাইমস্কেল / সিলেকশন গ্রেড প্রদানের সুযোগ রয়েছে: ডাউনলোড
জনপ্রশাসন মন্ত্রণালয় এর ০৮/১০/২০১৮ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১৫.০২২.১৭-২৮০ স্মারেকর প্রজ্ঞাপনটি আমার ইমেইলে পাঠানোর বিনীত অনুরোধ করছি
১। অব/অবি/বাস্ত-৩/টা:স্কেল:(উন্নয়ন প্রকল্প)-১/২০০৮/১২০ তারিখ: ১৩/০৬/২০১০
২। জনপ্রশাসন মন্ত্রনালয়ের ০৮/১০/২০১৮ তারিখের ০৫.০০.০০০.১৭০.১৫.০২২.১৭-২৮০
২টি প্রজ্ঞাপন নিচে প্রদত্ত মেইলে প্রেরণের জন্য অনুরোধ জানানো হইল:
uaonikli@gmail.com
দু:খিত। সংগ্রহে নেই।
আসসালামু আলাইকুম।
আমি গত 03/01/2012 খ্রিঃ তারিখ হতে ষ্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছি। ষ্টেনোগ্রাফারদের যে সিলেকশন গ্রেড পাওয়ার বিধান রয়েছে আমি তা পায়নি। উল্লেখ আমি দুইবার আবেদন করেছি। কিন্তু কর্তৃপক্ষ নতুন পে স্কেলে সুযোগ নাই মর্মে জানান।
বর্তমানে উক্ত সিলেকশন গ্রেড ভুতাপেক্ষভাবে পাওয়ার কোনো সুযোগ আছে কিনা জানালে উপকৃত হতাম।
২০১৫ সালের পূর্বে প্রাপ্য থাকলে ভূতাপেক্ষভাবে পেতেন। যেহেতুন আপনি পরে প্রাপ্য তাই ১০ বছর পূর্তিতে উচ্চর গ্রেড নিতে হবে।