ফর্ম I আবেদনপত্র । নমুনা

দাপ্তরিক পরিচয়পত্র প্রাপ্তির জন্য যেভাবে আবেদন করবেন।

দাপ্তরিক পরিচয় প্রাপ্তির জন্য সাধারণত আবেদন করতে হয়।

  • দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি সংযুক্ত করে দিতে হয়।
  • যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হয়।
  • জাতীয় পরিচয় পত্রের কপি সংযুক্ত করে দিতে হয়।
  • জন্ম তারিখ, রক্তের গ্রুপ উল্লেখ করতে হয়।

নিচে আবেদনের নমুনা  দেওয়া হলো।

বরাবর,

মহাপরিচালক

বাংলাদেশ বেতার ১২১, কাজী নজরুল ইসলাম এভিনিউ শাহবাগ, ঢাকা-১০০০  

যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে  

বিষয়ঃ পরিচয় পত্র পাওয়ার জন্য আবেদন।    

মহোদয়,  

যথা বিহীত সম্মান প্রদর্শণ পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী রেডিও টেকিনিশিয়ান জনাব শান্তনু রায় কর্মকার  পদে বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকা কেন্দ্রে কর্মরত। তার দাপ্তরিক পরিচয় পত্রটি গত ০৮/১০/১৬ তারিখ হারিয়ে যায়।  উল্লেখ্য, আমার রক্তের গ্রুপ ‘বি +’ (পজেটিব), জন্ম তারিখ ০৫-১১-১৯৮৩ ইং ও জাতীয় পরিচয় পত্র নং ২৯২৪৭০৬১৫১৬৬৫ (ফটোকপি সংযুক্ত)। এতদ্বসংগে আমার ষ্ট্যাম্প সাইজ ছবি (২ কপি) সংযুক্ত।    

অতএব, আমার বর্তমান পদবী ও কর্মস্থল অনুযায়ী পরিচয় পত্র সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে একান্ত মর্জি হয়।  

নিবেদক  

আপনার অনুগত  

তারিখ:

(Your name)

রেডিও টেকনিশিয়ান

বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা।  

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *