বাংলাদেশ সার্ভিস রুলস্, দ্বিতীয় খণ্ডের বিধি-৭৩ অনুযায়ী কোন এক স্থানে অবস্থানের মেয়াদ একাধিক্রমে দশ দিনের অধিক হইলে দৈনিক ভাতা উত্তোলন করা যাইবে না।তবে-
(এ) এই মর্মে নিশ্চিত হওয়া যায় যে, উক্ত দীর্ঘ অবস্থান জনস্বার্থে প্রয়ােজন ছিল, এবং
(বি) ক্যাম্পের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য উক্ত অবস্থান প্রয়ােজন ছিল অথবা যেক্ষেত্রে ক্যাম্প যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করা হয় না, সেক্ষেত্রে দশ দিনের পরও অবস্থান করা হইলে সরকারী কর্মচারী উক্ত অবস্থানের কারণে অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য যথাযথ মর্মে বিবেচনা করিলে-
(১) বিভাগীয় প্রধান নিজের ক্ষেত্র ব্যতীত ত্রিশ দিন অবস্থানকাল পর্যন্ত; এবং
(২) সরকার অন্যান্য ক্ষেত্রে অথবা উক্ত সীমার অতিরিক্ত মেয়াদের ক্ষেত্রে এই বিধির বিধান হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন।
বিধি-৭৪(বি) অনুযায়ী অবস্থান স্থান হইতে পাঁচ মাইলের বেশী দূরত্বে কমপক্ষে তিন রাত্র সরকারী কাজে অনুপস্থিত থাকিলে তাহা একাধিক্রমে অবস্থান হিসাবে গণ্য হইবে না।
কোন কোন শর্তে একস্থানে ১০ দিনের অধিক দৈনিক ভাতা গ্রহণ প্রযােজ্য: ডাউনলোড