রীট পিটিশনারগণ বা ৩৩ জন কর্মচারী প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তরিত হননি। তারা ১৯৯৪ সাল হতে দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োগকৃত ছিলেন। পক্ষান্তরে তারা রাজস্বখাতে আত্মীকৃত হন ১৪/০৬/২০১৮ খ্রি: তারিখে। কাজেই দৈনিক মজুরী ভিত্তিতে যোগদানের তারিখে স্কেল ভিত্তিক বেতন নির্ধারণ সঠিক নয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
www.cga.gov.bd
স্মারক নং-০৭.০৩.০০০০.০০৯.৩৭.১৪৪.১৫(খন্ড-১)-৯৪; তারিখ: ১৬/০৮/২০২০
প্রাপক: ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস
ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয়
রাজশাহী বিভাগ
রাজশাহী।
বিষয়: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের রাজস্বখাতে আত্মীকরণের প্রেক্ষিতে যোগদানের তারিখ হতে স্কেল ভিত্তিক বেতন প্রাপ্যতা প্রসঙ্গে।
সূত্র: ডিসিএ/রাজ/বে:নি:/২০১৭-১৮/২১৮/৯৩; তারিখ: ১৫/০৬/২০২০ খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
০২। জনাব হেমন্ত চন্দ্র বর্মন ০১/০৯/১৯৯৪ খ্রি: তারিখে দৈনিক মজুরী ভিত্তিতে “অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর” পদে যোগদান করেছেন এবং ১৪/০৬/২০১৮ খ্রি: তারিখে রাজস্বখাতে যোগদান করেছেন। মহামান্য হাইকোর্ট বিভাগের দায়েরকৃত রীট পিটিশন নং-৭৯৬৩/২০১৫ এর রায় (রায় ০১/০২/২০১৬ খ্রি:) এবং মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মামলা নং-২৮২৯/২০১৬ এর ১২/০৪/২০১৭ খ্রি: তারিখের নির্দেশনা, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর আইন ও বিচার বিভাগ, বিচার শাখা-৫ এর ২১/০৩/২০১৮ খ্রি: তারিখের ১০.০০.০০০০.১৩৫.৩৩.০০৫.১৮(রীট-২)/৩৫ নং স্মারকের (কপি সংযুক্ত) শেষাংশে বর্ণিত মতামত বিবেচনা করা হয়েছে। এক্ষেত্রে রীট পিটিশনারগণ বা ৩৩ জন কর্মচারী প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তরিত হননি। তারা ১৯৯৪ সাল হতে দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োগকৃত ছিলেন। পক্ষান্তরে তারা রাজস্বখাতে আত্মীকৃত হন ১৪/০৬/২০১৮ খ্রি: তারিখে। কাজেই দৈনিক মজুরী ভিত্তিতে যোগদানের তারিখে স্কেল ভিত্তিক বেতন নির্ধারণ সঠিক নয়।
এমতাবস্থায়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৪/০৬/২০১৮ খ্রি: তারিখের ২৭০ নং স্মারকে (কপি সংযুক্ত) রাজস্বখাতে আত্মীকৃত সংশ্লিষ্ট কর্মচারীর রাজস্বখাতে আত্মীকরণের তারিখে প্রারম্ভিক ধাপে বেতন প্রাপ্য মর্মে আপনার কার্যালয়ের সাথে এ কার্যালয় একমত পোষণ করে।
বিষয়টি আদিষ্ট হয়ে জানানো হলো।
(কামরুন্নেছা)
উপ হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)
ফোন: ৯৩৫৬৫০১
দৈনিক মজুরী ভিত্তিতে যোগদানের তারিখের স্কেল ভিত্তিক বেতন নির্ধারণ সঠিক নয়: ডাউনলোড