বাসা । অফিস কক্ষ । ডরমেটরী বরাদ্দ

অননুমোদিত ভাবে বাসা দখল করলে দ্বিগুণ হারে বাসা ভাড়া কর্তন।

কোন সরকারি কর্মচারী যদি অননুমোদিত ভাবে সরকারি বাসা দখল করে ব্যবহার করে তবে দ্বিগুণ হারে বাসা ভাড়া কর্তন করা হবে।

  • ক্ষমতাশালী ব্যক্তি যদি বাসা জোর করে ব্যবহার করে তার মূল বেতন অনুসারে নির্ধারিত হারের বাসা ভাড়ার দ্বিগুণ হারে কর্তন করা হবে।
  • কর্তৃপক্ষে অনুমতি ব্যতীত বাসা দখল করে ব্যবহার করলে দ্বিগুন কর্তন।

 এ সংক্রান্ত আদেশ দেখুন:

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
প্রশাসন শাখা-২

প্রজ্ঞাপন

তারিখ, ২রা বৈশাখ, ১৪০৩/১৫ই এপ্রিল, ১৯৯৬

এস,আর,ও, নং ৫১-আইন/৯৬/শাখা-২/২এস-৯/৯৩-Fundamental Rules এর F.R. 45 এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার Bangladesh Allocation Rules, 1982 তে নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথাঃ-
উপরি-উক্ত Rules এর rule 19 এরsub-rule (2) এর পরিবর্তে নিম্নরূপ প্রতিস্থাপিত হইবে এবং ২ ডিসেম্বর ১৯৯৫ তারিখ হইতে অনুরূপ প্রতিস্থাপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে, যথাঃ-

“(2)     In case of unauthorised occupation rent shall be charged at   such rate as may be fixed, in each individual case, by the executive Engineer of Public Works Department, who is , for the time being in charge of maintenance of the accommodation concerned;

(2A)    The Executive Engineer, on being asked by the Directorate to do so, shall fix up the rate of rent under sub-rule (2) in accordance with the principles laid down in F. R. 45-B of the Fundamental rules and in doing so, for the purpose of determining the value of site of an accommodation, the plinth area of that accommodation plus a half of that area shall be deemed to be the total area of the site of that accommodation.”

বাংলায় অনুবাদ:

“(২) অননুমোদিত দখলের ক্ষেত্রে ভাড়া নির্ধারিত হার অনুসারে, প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, যিনি আপাতত সংশ্লিষ্ট আবাসনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন ;

(২ ক) নির্বাহী প্রকৌশলী, অধিদফতরের দ্বারা এটি করার জন্য বলা হওয়ার পরে, মৌলিক বিধিগুলির এফআর ৪৫-বিতে বর্ণিত নীতিমালা অনুসারে এবং উপ-বিধি (২) এর আওতায় ভাড়া নির্ধারণ করবে in সুতরাং, কোনও আবাসনের সাইটের মূল্য নির্ধারণের উদ্দেশ্যে, সেই আবাসনের পঞ্চম ক্ষেত্র এবং সেই অংশের অর্ধেক অংশটি সেই আবাসনের সাইটের মোট ক্ষেত্র হিসাবে গণ্য হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে
এম, এ, হালিম
যুগ্ম-সচিব (প্রঃ)।

অননুমোদিত ভাবে বাসা দখল করলে দ্বিগুণ হারে বাসা ভাড়া কর্তন হবে সংক্রান্ত গেজেট সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *