আয়কর প্রদানের সর্বনিম্ন আয়সীমা বাড়ানোর ফলে কিছু নিম্নবেতনভোগী কর্মচারী আয়কর প্রদানের হাত থেকে রেহাই পাবে। তবে নতুন নিয়মে আয়কর প্রদানের পরিমাণ বেশ কমে যাওয়ায় এই জুন মাস থেকে বেতন বিল সাবমিটের সময় আয়কর কর্তন কমাতে হবে। সামনের ২০২৩-২০২৪ আয়বর্ষে বেতন ও ভাতা হতে কার কি পরিমাণ আয়কর আসবে তার একটা সংক্ষিপ্ত হিসাব করে নেয়া যাক।
আয়কর গণনা- যদি মূলবেতন ৪৯,৯৮০/- টাকা হয় তাহলে ১২ মাসের মূল বেতন ও ২ টি উৎসবভাতার উপর করযোগ্য আয় (অন্যান্য করযোগ্য আয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি): ৪৯,৯৮০*১৪=৬,৯৯,৭২০/-
করমুক্ত আয় বাদে করযোগ্য আয়- (৬,৯৯,৭২০-৩,০০,০০০)=৩,৯৯,৭২০/- (মহিলা করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৩,৫০,০০০/- টাকা)
প্রদেয় আয়কর- ১ম ১,০০,০০ টাকার ৫% = ৫,০০০/- পরবর্তী ২,৯৯,২৭০ টাকার উপর ১০%= ২৯,৯৭২/- মোট প্রদেয় আয়কর (ক)= (৫,০০০+২৯,৯৭২)=৩৪,৯৭২/-
কর রেয়াত গণনা – করযোগ্য আয়ের ২৫% বিনিয়োগ ধরে (প্রচলিত এবং এর বেশী বিনিয়োগ সুবিধা পাওয়া যাবে না) এর ১৫% হারে। ৬,৯৯,৭২০/- এর ২৫% = ১,৭৪,৯৩০/-
- কর রেয়াত (খ) – ১,৭৪,৯৩০ এর ১৫% = ২৬,২৪০/-
- নিট প্রদেয় আয়কর (ক)-(খ): (৩৪,৯৭২-২৬,২৪০) = ৮,৭৩২/-
- প্রতি মাসের বেতন বিল হতে কর্তন= ৮,৭৩২÷১২ = ৭২৮/- টাকা
যদি আয়কর রেয়াত, প্রদেয় আয়করের বেশী হয় তাহলে ফলাফল মাইনাস হবে, সেক্ষেত্রে সর্বনিম্ন কর হিসেবে ৩০০০ টাকা অর্থাৎ মাসে ২৫০ টাকা কর্তন করলেই চলবে। ২০২২-২৩ আয়বর্ষ এবং ২০২৩ -২৪ কর বর্ষে উপরোক্ত নিয়ম মেনে কর হিসাব করতে হবে।
আয়কর পরিপত্র ২০২২-২৩ ডাউনলোড