কোন পদে নিয়োগদানের ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষই নিয়োগকারী কর্তৃপক্ষ। কোন পদের নিয়োগকারী কর্তৃপক্ষ কে, তাহা সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে সন্নিবেশিত থাকে।
উল্লেখ্য বিসিএস নিয়োগ বিধিমালায় নিয়োগকারী কর্তৃপক্ষের কোন উল্লেখ নাই। তবে Rules of Business, 1996 অনুযায়ী ক্যাডারে প্রারম্ভিব নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির। অর্থাৎ ক্যাডার পদের নিয়োগকারী কর্তৃপক্ষ রাষ্ট্রপতি।
নিয়োগকারী কর্তৃপক্ষের ক্ষমতাসমূহের মধ্যে উল্লেখযোগ্য ক্ষমতাসমূহ হইতেছে,
(ক) নিয়োগের ক্ষমতা,
(খ) পদত্যাগপত্র গ্রহণের ক্ষমতা,(গ) যে কোন প্রকার দন্ড প্রদানের ক্ষমতা,
(ঘ) বিএসআর পার্ট-১ এর ৩৪ বিধি অনুযায়ী চাকরির অবসান ঘটানোর ক্ষমতা,(ঙ) চাকরির পঁচিশ বৎসর মেয়াদ পূর্তিতে স্বেচ্ছায় অবসরের আবেদন গ্রহণের ক্ষমতা, ইত্যাদি।
নিয়োগকারী কর্তৃপক্ষ নন এমন সরকারি কর্মকর্তা কি অপর একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে সরকারি সম্পদ চুরির অপরাধে ফৌজদারি মামলা করতে পারেন ?
পারেন এবং বিভাগীয় মামলাও হবে। এক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত গ্রেফতার করতে পারবে না।