নিয়োগকারী কর্তৃপক্ষ বা Appointing Authority বলতে যা বুঝায়।

কোন পদে নিয়োগদানের ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষই নিয়োগকারী কর্তৃপক্ষ। কোন পদের নিয়োগকারী কর্তৃপক্ষ কে, তাহা সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে সন্নিবেশিত থাকে।

উল্লেখ্য বিসিএস নিয়োগ বিধিমালায় নিয়োগকারী কর্তৃপক্ষের কোন উল্লেখ নাই। তবে Rules of Business, 1996 অনুযায়ী ক্যাডারে প্রারম্ভিব নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির। অর্থাৎ ক্যাডার পদের নিয়োগকারী কর্তৃপক্ষ রাষ্ট্রপতি।

নিয়োগকারী কর্তৃপক্ষের ক্ষমতাসমূহের মধ্যে উল্লেখযোগ্য ক্ষমতাসমূহ হইতেছে, 

(ক) নিয়োগের ক্ষমতা,

(খ) পদত্যাগপত্র গ্রহণের ক্ষমতা,

(গ) যে কোন প্রকার দন্ড প্রদানের ক্ষমতা,

(ঘ) বিএসআর পার্ট-১ এর ৩৪ বিধি অনুযায়ী চাকরির অবসান ঘটানোর ক্ষমতা,

(ঙ) চাকরির পঁচিশ বৎসর মেয়াদ পূর্তিতে স্বেচ্ছায় অবসরের আবেদন গ্রহণের ক্ষমতা, ইত্যাদি।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *