সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

Zero Return Submission 2025 । ১০ টাকার সঞ্চয়পত্র ক্রয়ে টিআইএন বা রিটার্ন জমার রশিদ লাগবে না?

Zero Return Submission- ১০ লক্ষ টাকা পর্যন্ত টিআইএন বা রিটার্ন জমার স্লিপ লাগবে না। তবে ১০ লক্ষ টাকার অধিক বিনিয়েঅগের ক্ষেত্রে শুধুমাত্র টিআইএন নম্বর হলেই সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না এক্ষেত্রে রিটার্ন জমার প্রমানক লাগবে– সঞ্চয়পত্র ক্রয়ে নতুন নিয়ম জারি ২০২৫

সঞ্চয়পত্র ক্রয়ে নতুন নিয়ম ২০২৫ – সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবসমূহে ১০ (১০) লক্ষ টাকার অধিক বিনিয়ােগের ক্ষেত্রে অর্থ আইন, ২০২২ এর ধারা ৪৮ পরিপালন গত ০৭ জুলাই ২০২২ তারিখে জারি হয়। অর্থ আইন, ২০২২ এর ধারা ৪৮ অনুযায়ী Income Tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) og fansata Section 184A, Section “184A. Proof of submission of return required in certain cases” দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। ২ জুন ২০২৫ তারিখে জারিকৃত গেজেটের মাধ্যমে এটি জানানো হয়েছে।

টিনও লাগবে না কে বলছে? ঢাকা পোস্টসূত্রে জানা যায় যে, সরকার জাতীয় সঞ্চয়পত্রে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা তুলে নিয়েছে। ২০২৪–২৫ অর্থবছরের বাজেট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এখন থেকে টিআইএন না থাকলেও, কিংবা রিটার্ন না জমা দিলেও একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন। জাতীয় সঞ্চয় অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ করবে এবং সাধারণ মানুষের জন্য সঞ্চয়কে আরও সহজলভ্য ও উৎসাহব্যঞ্জক করে তুলবে।

রিটার্ণ দাখিলের ক্ষেত্রে সঞ্চয়পত্র হতে যে আয়কর কর্তন করা হয় সেই প্রত্যয়ন পত্র সংগ্রহের জন্য ব্যাংক হতে এনআইডি দিয়ে উৎসে আয়কর কর্তনের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। ১০ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে। করমুক্ত আয়সীমা বর্তমানে তিন লাখ ৫০ হাজার টাকা। সঞ্চয়পত্র আয়কর রিটার্ন ফরম নমুনা । How to Prepare return for Sanchaypatro। Income Tax Ordinance, 1984 এর প্রতিস্থাপিত Section 184A এর Sub-Section 9 অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়ােগের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্রের পরিবর্তে TIN দাখিল করতে হবে। ০৩। বিদ্যমান Section 184A অর্থ আইন, ২০২৪ এর Section 184A দ্বারা প্রতিস্থাপিত হওয়ায় ১০ লক্ষ টাকার বেশি হলে সঞ্চয়পত্র/ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবে বিনিয়ােগের ক্ষেত্রে TIN দাখিলের বাধ্যবাধকতা রহিত হয়েছে।

আয়কর রিটার্ণ দাখিল করার ছাড়া সঞ্চয়পত্র ক্রয় করা যাবে / রিটার্ণ দাখিল মানেই আয়কর দিতে হবে এমন নয়। জিরো রিটার্ণ দাখিলও রিটার্ণ দাখিল করবেন যাদের টিন আছে কিন্তু তেমন বা করযোগ্য আয় নেই।

যদি রিটার্ণ ফরম পূরণ করা না বুঝেন তবে আয়কর রিটার্ণ এক্সেল ফরম সংগ্রহ করে পূরণ করতে পারেন আপনার কম্পিউটারেই।

Caption: সঞ্চয়পত্র ক্রয় নিয়ে সম্পূর্ণ গেজেট ২০২৫

সঞ্চয়পত্র ক্রয়ে আয়কর বিধি ১৯৮৪ এর Section 184A এর Sub-Section 2 অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক বলতে নিমােক্ত ডকুমেন্টসকে নির্দেশ করা হয়েছে

  • আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকারপত্র; অথবা, 
  • করদাতার কর সনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটেড সনদপত্র; অথবা,
  • করদাতার কর সনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত উপ-কর কমিশনারের নিকট হতে ইস্যুকৃত সনদপত্র।

সঞ্চয়পত্রধারীদের আয়কর রিটার্ণ দাখিল করার জন্য কি কাগজপত্র জরুরি?

ট্যাক্স সার্টিফিকেট ২০২৫ – সঞ্চয়পত্র মুনাফা প্রদানে ১০% উৎসে কর কেটে রাখা হয় – রিটার্ন দাখিলের স্লীপ ছাড়া কোনভাবে নতুন সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না। চলতি অর্থ বছরে ১০ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র কারও থাকলে অবশ্যই আয়কর পরিশোধের রশিদ বা প্রত্যয়নপত্র প্রয়োজন পড়বে। সঞ্চয়পত্র মুনাফা ও উৎসে আয়কর কর্তনের প্রত্যয়নপত্র ২০২৪-২৫

১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক: ডাউনলোড

পুরুষ কর্মচারীদের জন্য ১৪ পৃষ্ঠার আয়কর রিটার্ণ ফরম [Excel Format]

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *