পারিবারিক পেনশন নিষ্পত্তির ক্ষেত্রে প্রথমেই এজি অফিস বরাবর একটি আবেদন পত্র যথাযথ কর্তৃপক্ষ মাধ্যমে দাখিল করতে হয়। এতে পেনশন মৃত কর্মচারীর নাম হতে তার স্ত্রী বা অন্য কোন সদস্যদের নামে পরিবর্তিত হয়ে যাবে।
যেসকল কাগজপত্র সংযুক্ত করতে হবে তার তালিকা প্রদান করা হলো।
১। পারিবারিক পেনশন ফরম : ০১ কপি।
২। আবেদন পত্র : ০১ কপি।
৩। সিটি কর্পোরেশন কর্তৃক মৃত্যু সনদপত্র : ০১ কপি।
৪। নমুনা স্বাক্ষর ও পাঁচ আঙ্গুলের ছাপ : ০১ কপি।
৫। ছবি সত্যায়িত : ০২ কপি।
৬। উত্তারাধিকার সনদপত্র ও নন-ম্যারিজ সার্টিফিকেট : ০১ কপি।
৭। অবসর ভাতা উত্তোলন করার ক্ষমতা অর্পন ও অভিভাবক মনোনয়ন এর প্রত্যয়নপত্র : ০১ কপি।
৮। পি পি বইয়ের মূল কপি : ০১ কপি।
৯। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি : ০১ কপি।
১০। মরহুম মো: দবিরুল ইসলামের পেনশন ফরমের কপি : ০১ কপি।
কর্তৃপক্ষ বরাবর আবেদন করার নমুনা পত্র:
বরাবর,
অতিরিক্ত প্রধান প্রকৌশলী
বাংলাদেশ বেতার
কবিরপুর, সাভার, ঢাকা।
বিষয়: পারিবারিক পেনশন ও অন্যান্য ভাতা প্রদান প্রসঙ্গে।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমার স্বামী মরহুম মো: ইসলাম, রেডিও টেকনিশিয়ান হিসেবে বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকায় কর্মরত ছিলেন। তিনি ১৯৯৪ সালে চাকুরী থেকে অবসর গ্রহণ করেন এবং তার জীবদ্বশায় গ্রাচুইটি ও পেনশন ভোগরত অবস্থায় ০২/০৮/২০১৮ খ্রি: তারিখে মৃত্যুবরণ করেন। আমার স্বামীর মৃত্যুর পরবর্তীতে তার ওয়ারিশ হিসেবে অদ্যবধি মাসিক পেনশন ভাতা ও অন্যান্য ভাতা গ্রহণ করা হয়নি।
প্রেক্ষিতে, আমার মৃত স্বামীর মাসিক পেনশন ভাতা ও অন্যান্য ভাতা আমাকে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
বিনীত নিবেদক,
তারিখ:
(মোছা: বেগম)
মরহুম মো: ইসলাম এর স্ত্রী
সাবেক রেডিও টেকনিশিয়ান
গ্রাম: ফকির পাড়া, পো: সদর
থানা: সদর, দিনাজপুর।
এজি আফিস বরাবর আবেদন করার নমুনা পত্র
বরাবর,
উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা
সাভার, ঢাকা।
বিষয়: পারিবারিক পেনশন/অবসর ভাতা মঞ্জুরীর জন্য আবেদনপত্র।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি মোছা: মাকসুদা বেগম, বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকার সাবেক রেডিও টেকনিশিয়ান মরহুম মো: দবিরুল ইসলাম এর বিধবা স্ত্রী এবং তার উত্তরাধিকারী প্রধান। আমার স্বামী গত ০২/০৮/২০১৮ খ্রি: তারিখে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুকালে আমাকে সহ ০৪ (চার) জন ছেলে-মেয়ে রেখে গেছেন। বর্তমানে আমি আমার ছেলে-মেয়েদের নিয়ে আর্থিক অসুবিধার মধ্যে আছি।
এমতাবস্থায়, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, বিধি মোতাবেক আমার স্বামীর পারিবারিক পেনশন/অবসর ভাতা আমার নিজ নামে মঞ্জুরী প্রদানে সদয় মর্জি হয়।
বিনীত নিবেদিকা,
তারিখ:
(মোছা: বেগম)
স্বামী: মরহুম মো: ইসলাম
সাবেক রেডিও টেকনিশিয়ান
বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকা।
প্রত্যয়ন পত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, আমার পিতা মরহুম মো: ইসলাম, সাবেক রেডিও টেকনিশিয়ান, বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকা মৃত্যুর পূর্ব পর্যন্ত দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন নাই। আমি তাঁর প্রথম সন্তান এম. আর. বাদল, পিতা: মো: দবিরুল ইসলাম, মাতা: মোসাম্মদ বেগম, জন্ম তারিখ: ১৫ মার্চ ১৯৭৭, এনআইডি নং-২৬৯৭৪০৮৯৭৯৬৬২, ঠিকানা: ১/৩১, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, চিড়িয়াখানা রোড, শাহআলী, মিরপুর-১, ঢাকা-১২১৬। আমার মা মোছা: মাকসুদা বেগম তার একমাত্র স্ত্রী হিসেবে পারিবারিক পেনশন গ্রহণ করছেন।
ভবিষ্যতে এ ব্যাপারে কোন ওজর আপত্তি বা সরকারী কোন পাওনা উত্থাপিত হলে আমি বা আমরা তাহা পরিশোধ করতে বাধ্য থাকব।
(এম. আর. )
পিতা: মরহুম ইসলাম
মোবাইল: ০১৯১-৭০২৩৮৭
তারিখ: ০৪-১১-২০১৮ খ্রি:
সম্পূর্ন কেসটির পিডিএফ ফাইল পেতে: ডাউনলোড