বিদেশে কর্মরত ও বিদেশ হতে প্রত্যাগত দক্ষ কর্মী, আনুষ্ঠানিক, উপানুষ্ঠানিক, অনানুষ্ঠানিকভাবে অর্জিত দক্ষতাসম্পন্ন কর্মী ও শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের যোগ্যতার ভিত্তিতে পেশাগত দক্ষতামান অনুযায়ী যোগ্যতারস্তর যাচাই করে পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি প্রদান পূর্বক সনদায়নের লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৬ (১) (ঘ) এর বিধান অনুযায়ী “পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি (আরপিএল) গাইড লাইন” জারি করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয়
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ
প্রজ্ঞাপন
তারিখ: ১৯ জুলাই ২০২১
নং-০৩.১৪.২৬৯২.৮৭৮.২২.০৮৯.২১.২৭২-বিশ্বায়নের প্রেক্ষাপটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বপ্রশিক্ষিত অনলাইনে প্রশিক্ষিত, শিল্প প্রতিষ্ঠানে অনানুষ্ঠানিকভাবে প্রশিক্ষিত, বিদেশে কর্মরত ও বিদেশ হতে প্রত্যাগত দক্ষ কর্মী, আনুষ্ঠানিক, উপানুষ্ঠানিক, অনানুষ্ঠানিকভাবে অর্জিত দক্ষতাসম্পন্ন কর্মী ও শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের যোগ্যতার ভিত্তিতে পেশাগত দক্ষতামান অনুযায়ী যোগ্যতারস্তর যাচাই করে পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি প্রদান পূর্বক সনদায়নের লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৬ (১) (ঘ) এর বিধান অনুযায়ী “পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি (আরপিএল) গাইড লাইন” জারি করা হলো।
০২। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই গাইডলাইন জারি করা হলো। এই গাইডলাইন অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
দুলাল কৃষ্ণ সাহা
নির্বাহী চেয়ারম্যান (সচিব)
পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি (আরপিএল) গাইডলাইন: ডাউনলোড