সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৪ । বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য অনলাইনে আবেদন দাখিল করা যাবে?

সরকারি কাজে দক্ষ ও জনবান্ধব উদ্ভাবনের জন্য এ পুরস্কার বা পদক দেয়া হয় – ব্যক্তিগত অবদানের জন্য ২ লক্ষ টাকা পুরস্কার – বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক কি? – রাষ্ট্রের সার্বিক কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে জনপ্রশাসনের কর্মচারীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জনপ্রশাসন বলতে জনগণকে সেবা দানে নিযুক্ত সকলকেই বোঝায়। জনপ্রশাসনের সকল কর্মবিভাগে নিযুক্ত কর্মচারীদের সৃজনশীলতা, উদ্ভাবনী প্রয়াস, সেবা সহজীকরণ ও গঠনমূলক কার্যক্রমকে উৎসাহিত করার মাধ্যমে কর্মস্পৃহা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও সেবাপরায়ণ মনোভাব তৈরি ও সরকারের উন্নয়ন অগ্রগতি ত্বরান্বিতকরণে জনপ্রশাসনকে গণমুখী ও গতিশীল করার লক্ষ্যে ব্যক্তি, দল ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনন্য কর্মের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করা হচ্ছে।

জনপ্রশাসনের ব্যাপ্তি ও কর্মপরিধি বিবেচনায় জনপ্রশাসনে সম্পৃক্ত সকলকে এ পদকের আওতাভুক্ত করার লক্ষ্যে বিদ্যমান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিবর্ধন করে পরিমার্জিতরূপে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা, ২০২২’ প্রণয়ন করা হয়েছে।

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে / দন্ড বা শাস্তি প্রাপ্ত কোন কর্মচারী আবেদন করতে পারবে না

রাষ্ট্রবিরোধী কার্যকলাপে/নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কোনো পদকপ্রাপ্ত কর্মকর্তা যদি এক বৎসর বা তার অধিক মেয়াদে চূড়ান্তভাবে কারাদণ্ডে দণ্ডিত হন, তবে সরকার কর্তৃক তাঁর পদক প্রত্যাহার করা যেতে পারে।

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ 

পুরস্কার ২০২৩ । পদকের সংখ্যা ও প্রদেয় বিষয়াদি কি কি

  • একটি স্বর্ণপদক (২১ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের);
  • রাষ্ট্রীয় মনোগ্রাম-সংবলিত সম্মাননাপত্র ;
  • ব্যক্তিগত অবদানের জন্য ২,০০,০০০.০০ (দুই লক্ষ) টাকা (ক্রস চেকের মাধ্যমে প্রদেয়); দলগত অবদানের জন্য ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা (ক্রস চেকের মাধ্যমে প্রদেয়) দেওয়া হবে। দলগত অবদানের ক্ষেত্রে দলের সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে পাঁচ জন।
  • দলের প্রত্যেক সদস্যকে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে এবং নগদ পুরস্কারের ৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) টাকা সদস্যগণের মধ্যে সমভাবে বণ্টন করা হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বর্ণপদক, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
  • বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকপ্রাপ্ত ব্যক্তিগণের ডোসিয়ারে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক অন্তর্ভুক্ত থাকবে।
  • সরকার নির্বাহী আদেশের মাধ্যমে পুরস্কারের অর্থের পরিমাণ হ্রাস-বৃদ্ধি করতে পারবে।

ব্যক্তিগত অবদানের জন্য কি পুরস্কার দেয়া হয়?

হ্যাঁ। ব্যক্তিগত অবদানের জন্য ২,০০,০০০.০০ (দুই লক্ষ) টাকা (ক্রস চেকের মাধ্যমে প্রদেয়); দলগত অবদানের জন্য ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা (ক্রস চেকের মাধ্যমে প্রদেয়) দেওয়া হবে। দলগত অবদানের ক্ষেত্রে দলের সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে পাঁচ জন।

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা ২০২৩ (সংশোধিত) । ব্যক্তিগত অবদানের জন্য ২ লক্ষ টাকা পুরস্কার পাওয়া যাবে?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *