শাস্তি । সাময়িক বরখাস্ত । অপসারণ

সরকারি চাকরি থেকে বরখাস্ত নিয়ম ২০২৫ । বরখাস্ত কালীন সময়ে অর্ধগড় বেতনসহ বাড়ি ভাড়াও প্রাপ্যতা

সাময়িক বরখাস্ত হচ্ছে চাকুরি হতে দূরে রাখা বা দায়িত্ব হতে সরিয়ে রাখা। বরখাস্ত মানে চূড়ান্ত ভাবে চাকরি হতে অপসারণ নয়। সাধারণত তাকে তার কাজ থেকে জনস্বার্থে বিরত রাখা হয়। আবার কোন কোন ক্ষেত্রে সরকারের কোন ক্ষতির সম্ভাবনা না থাকলে কর্তব্যে বহালও রাখা হয়-সরকারি চাকরি থেকে বরখাস্ত নিয়ম ২০২৫ 

সাময়িক বরখাস্ত বা বরখাস্ত কেন করা হয়?

সাধারণত গুরুদন্ড হিসাব সাময়িক বরখাস্ত করা হয়। সরকারি শৃঙ্খলা ও আপীল বিধিমালা-২০১৮ লঙ্গনীয় কোন আচরণ করলে সাধারণ সাময়িক বরখাস্ত করা যায়। তবে গুরু দন্ড হলেও সাময়িক বরাস্ত করা হয়। তবে কোন ব্যক্তির বিরুদ্ধে ফোজদারী মামলা হলে এক বৎসরের অধিক সময়ের জন্য কারাদন্ড হলেও সাময়িক বরখাস্ত করা হয়। 

সাময়িক বরখাস্ত করলে কি বেতন পাওয়া যায়?

হ্যাঁ, সাময়িক বরখাস্ত কালীন সময়ে কারাগারে থাকলেও বেতন পাওয়া যায়। সাময়িক বরাখাস্ত হলে বিভাগীয় মামলা বা ফোজদারি মামলা নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত অর্ধগড় হারে মূল বেতন ও পূর্ণ হারে বাড়ি ভাড়া পাওয়া যায়। এক্ষেত্রে চিকিৎসা ভাতাও বহাল থাকে। 

সাময়িক বরখাস্তকালীন সময়ে কি উৎসব ভাতা পাওয়া যায়?

হ্যাঁ, সাময়িক বরখাস্তকালীন সময়ে উৎসব ভাতা পাওয়া যায়, এটি পূর্ণ হারেই পাওয়া যায়। 

সাময়িক বরখাস্ত থাকাকালীন কি ইনক্রিমেন্ট সুবিধা বহাল থাকে?

না, সাময়িক বরখাস্ত থাকলে ইনক্রিমেন্ট সুবিধা বহাল থাকে না। এক্ষেত্রে মামলা নিষ্পত্তি হলে ইনক্রিমেন্ট যোগ হয়ে বকেয়া হিসাবে সমস্ত মূল বেতন ও বাড়ি ভাড়ার এরিয়ার পাওয়া যায়। 

মামলা নিষ্পত্তি হলে কি পূর্ণ হারে সকল সুবিধা পাওয়া যাবে?

হ্যাঁ, মামলা নিষ্পত্তি হলে সকল সুবিধা পূর্ণহারে বকেয়া হিসাবে একসাথে গ্রহণ করা যাবে। মূল বেতন, বাড়িভাড়া, শ্রান্তি বিনোদনভাতা ও অন্যান্য সুবিধা চাকরি থাকাকালীন যেমন পেত ঠিক তেমনি গ্রহণ করা যাবে। 

সাময়িক বরখাস্ত হলে কি কি সুবিধা পাওয়া যায় না?

জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং ED (Reg.IV)-202/83-39 তারিখ: ১০ মে, ১৯৮৩ অনুযায়ী সাময়িক বরখাস্ত কালীন নিম্নোক্ত সুবিধা পাইবেন না।

  1. ভ্রমণ ভাতা
  2. যাতায়াত ভাতা
  3. বাসায় টেলিফোন সুবিধা
  4. বাসায় অর্ডারলির সুবিধা
  5. বাসায় পত্রিকার সুবিধা
  6. অপ্যায়ন ভাতা বা আপ্যায়ন খরচ

সাময়িক বরখাস্তকালীন সময়ে যে সকল সুবিধা সংক্রান্ত আদেশটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

সাময়িক বরখাস্ত করে বদলি করা হলেও বদলিকৃত কর্মস্থলের হারে নয় বরং বরখাস্ত হওয়ার পূর্বে যে হারে বাড়ি ভাড়া পেতে ঠিক সেই হারেই বাড়ি ভাড়া প্রাপ্য হইবেন।

সরকারি চাকরি থেকে বরখাস্ত নিয়ম ২০২৫

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

16 thoughts on “সরকারি চাকরি থেকে বরখাস্ত নিয়ম ২০২৫ । বরখাস্ত কালীন সময়ে অর্ধগড় বেতনসহ বাড়ি ভাড়াও প্রাপ্যতা

  • সাময়িক বরখাস্ত হলে পাহাড়ী ভাতা, শিক্ষা ভাতা, নববর্ষ ভাতা পাওয়া যাবে কিনা?

  • পাওয়া যাবে।

  • ভাতাগুলি কী পূর্ণহারে

  • অবশ্যই। শুধু মুল বেতন অর্ধেক।

  • সাময়িক বরখাস্ত থাকাকালে ইনক্রিমেন্ট পাবে কি।
    না পাইলে।
    তার বিধি নং জানা থাকলে একটু জানাবেন

  • আমি চার বছর ফৌজদারি মামলাজনিত কারনে সাময়িক বরখাস্থ ছিলাম। ফৌজদারি মামলা বেকসুর খালাস হওয়ার পর, সাময়িক বরখাস্থ হতে অব্যাহতির আবেদন করি। সে মতে আমার আবেদন আমলে নিয়ে, আমাকে সাময়িকভাবে সাময়িক বরখাস্থ হতে অব্যাহতি প্রদান করে অফিস আদেশ করা হয়। কিন্তু একই কারনে আমার বিভাগীয় মামলা চলমান।

    ★আমার জিজ্ঞাসা হলো সাময়িক বরখাস্থ কালীন আমার কর্তনকৃত বেতন-ভাতা র বিষয়ে আইনগত অধিকার কি কি?

    দয়াকরে জানাবেন।

  • সাময়িক বরখাস্ত কালীন সময়ে বকেয়া ভ্রমণ বিল দাবী করা যায় কিনা ?

  • বকেয়া দাবী করতে পারবেন। অবশ্যই। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং ED (Reg.IV)-202/83-39 তারিখ: ১০ মে, ১৯৮৩ অনুযায়ী সাময়িক বরখাস্ত কালীন নিম্নোক্ত সুবিধা পাইবেন না।

    ভ্রমণ ভাতা
    যাতায়াত ভাতা
    বাসায় টেলিফোন সুবিধা
    বাসায় অর্ডারলির সুবিধা
    বাসায় পত্রিকার সুবিধা
    অপ্যায়ন ভাতা বা আপ্যায়ন খরচ

  • সাময়িক বরখাস্ত হলে হাজিরা খাতায় স্বার করা যাবে কি?

  • হ্যাঁ। হাজিরা থাকতে হবে।

  • সাময়িক বরখাস্তকালীন সময়ে বেতন বিল হতে জিপিএফ এর টাকা কর্তন করা যাবে কি ?

  • কেন যাবে না। এমন কোন বিধান আজও পাইনি।

  • বেসামরিক বাহিনী থেকে যদি চাকুরী চুত্করা হয় তাহলে তাহলে কি কোন প্রকার সুযোগ সুবিধা আছে কি??

  • সংশ্লিষ্ট বাহিনীর বিধি বিধান প্রযোজ্য। আমার জানামতে মোটামুটি একই নিয়ম প্রযোজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *