পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

ডিজিটাল একসেস্ কন্ট্রোল সিস্টেমে সচিবালয়ে প্রবেশের পাশ ও ফরম সমূহ।

জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে পুরনাে এনালগ এবং পূর্বের আরএফআইডি পাশের পরিবর্তে সিকিউরিটি ফিচারসহ সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারি, দর্শনার্থী, বিভিন্ন সভার প্রতিনিধি এবং গাড়ির স্টিকারের জন্য ডিজিটাল একসেস কন্ট্রোল সিস্টেম প্রবর্তন করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ

নিরাপত্তা অধিশাখা 

www.mhapsd.gov.bd

নং-৪৪,০০,০০০০.০৩৫.০১.০০১,২০২১ ৩৬ তারিখঃ ২৮ ডিসেম্বর ২০২১

বিষয়: ডিজিটাল একসেস্ কন্ট্রোল সিস্টেমে সচিবালয়ে প্রবেশের পাশ ও ফরম সমূহ।

উপর্ভুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানাে যাচ্ছে যে, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে পুরনাে এনালগ এবং পূর্বের আরএফআইডি পাশের পরিবর্তে সিকিউরিটি ফিচারসহ সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারি, দর্শনার্থী, বিভিন্ন সভার প্রতিনিধি এবং গাড়ির স্টিকারের জন্য ডিজিটাল একসেস কন্ট্রোল সিস্টেম প্রবর্তন করা হয়েছে।

০২। ইতোমধ্যে সীমিত পরিসরে ডিজিটাল একসেস্ কন্ট্রোল সিস্টেমে দর্শণার্থী প্রবেশের কার্যক্রম শুরু করা হয়েছে এবং সভার প্রতিনিধিগণদের প্রবেশের জন্য সিস্টেম চালু করা হচ্ছে। জননিরাপত্তা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট (www.imhap4d.gov.bd/ www.socypass.gov.bd) এবং নিরাপত্তা শাখা থেকে ফরম সংগ্রহ করা যাবে। এ সংক্রান্ত ফরমসমূহ এতদসঙ্গে প্রেরণ করা হলাে।

০৩। এমতাবস্থায়, ডিজিটাল এসে কন্ট্রোল সিস্টেম এর জন্য সকল কর্মকর্তা/কর্মচারী, সভায় অংশগ্রহণকারীগণ এবং যানবাহন প্রবেশের তথ্যাদির সফট কপি ও হার্ড কপি স্বরাষ্ট্র মgণালয়ের জননিরাপত্তা বিভাগে প্রেরণের নিমিত্ত তীর মন্ত্রণালয়/বিভাগের সংশ্লিষ্ঠগণকে নির্দেশনা প্রদানের জন্য অনুরােধ করা হলাে।

মােঃ ফিরােজ উদ্দিন খলিফা

উপসচিব

ফোন: ৯৫৭৩৮০৩ 

Security2@mhapsd.gov.bd

ডিজিটাল একসেস্ কন্ট্রোল সিস্টেমে সচিবালয়ে প্রবেশের পাশ ও ফরম সমূহ: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *