সরকারি আবাসন পরিদপ্তরের ব্যবস্থাপনাধীন ঢাকা শহরের বর্ণিত ৮৬ (ছিয়াশি) টি নব নির্মিত ই শ্রেণীর বাসা খালিসাপেক্ষে বরাদ্দযোগ্য। উল্লিখিত বাসাসমূহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বরাদ্দ প্রদান করা হবে।
স্বাধীনতাপূর্ব বাংলাদেশে সরকারি বাসা/বাড়ি বরাদ্দ ও ভাড়া আদায় সংক্রান্ত ৪ টি প্রতিষ্ঠান ছিলঃ (১) কেন্দ্রীয় এস্টেট অফিস, ঢাকা (২) প্রাদেশিক এস্টেট অফিস, ঢাকা (৩) আঞ্চলিক এস্টেট অফিস, চট্টগ্রাম ও (৪) বিশ্রামাগার প্রতিষ্ঠান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ ০৪ টি অফিস একীভূত করে সরকারি বাসস্থান পরিদপ্তর এবং পরবর্তীতে ০৯-১১-১৯৮৩ সালে সরকারি আবাসন পরিদপ্তর হিসেবে নামকরণ করা হয়। এ দপ্তরের আওতাধীন সকল বাসার তথ্য নিয়ে একটি ডাইনামিক ডাটাবেজ এবং বাসা বরাদ্দের জন্য চালু করা হয়েছে ওয়েববেজড সফটওয়্যার www.bashaonline.com। যা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বাসা বরাদ্দ প্রদান করা হয়।
আবেদনকারী www.bashaonline.com ঠিকানায় ব্রাউজ করে তার উপযোগী বাসা/বাড়ির বিপরীতে আবেদন করলে ব্যক্তিগত তথ্য এবং চাকুরী সংক্রান্ত তথ্যাদি সংবলিত একটি স্থায়ী ডাইনামিক প্রোফাইল তৈরি হয়ে যাবে যা ব্যবহার করে পরবর্তীতে সহজেই বাসা বরাদ্দের আবেদন করা যাবে। বরাদ্দ প্রক্রিয়ায় বিদ্যমান Bangladesh Allocation Rules, 1982-এর Rule – 7 অনুসরণ করে ডিজিটাল পদ্ধতিতে বাসা বরাদ্দ প্রদান করা হয়। উল্লেখ্য, বরাদ্দ প্রদানে ফলগণনা সম্পূর্ন স্বয়ংক্রিয়ভাবে সম্পণ্ন হয়। আধুনিক এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য সফল করার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে সরকারি আবাসন পরিদপ্তর।
আবেদন প্রক্রিয়া কি? সরকারি বাসা বরাদ্দপ্রাপ্তির জন্য নিম্নোক্ত উপায়ে আবেদন করা যাবে। যে কোনো Browser (Mozilla Firefox, Google Chrome, Edge, Opera, Safari ইত্যাদি) ব্যবহার করে www.doga.gov.bd ঠিকানায় প্রবেশ করে মেন্যু বার-এর “স্বয়ংক্রিয় বাসা বরাদ্দ” থেকে “বরাদ্দের আবেদন করুন” সাব-মেন্যু হতে বাসার ক্যাটাগরি অনুসারে বরাদ্দের নোটিশে ক্লিক করে বাসা বরাদ্দের আবেদন অংশে প্রবেশ করা যাবে। অথবা স্বয়ংক্রিয় বাসা বরাদ্দ সংক্রান্ত বিশেষায়িত সফটওয়্যারের ওয়েব ঠিকানা (www.bashaonline.com ) ব্যবহার করেও বাসা বরাদ্দের আবেদন অংশে প্রবেশ করা যাবে।
বাসা বরাদ্দে বিজ্ঞপ্তি ২০২২
সম্পূর্ণ বাসা বরাদ্দ বিজ্ঞপ্তি PDF সংগ্রহ করুন: ডাউনলোড
অ্যাপের মাধ্যমে আবেদনের সুবিধাদি ২০২২ । হার্ড কপি প্রেরণ করতে হবে না?
- খালী বাসার তথ্য স্বয়ংক্রিয় প্রদর্শন
- অনলাইন আবেদন এবং স্থায়ী প্রোফাইল তৈরি
- প্রোফাইল হালনাগাদ সুবিধা
- আবেদন ফিল্টারিং/ব্লকিং (একই এনআইডি ব্যবহার করে একই বাসার বিপরীতে আবেদন করতে না পারা)
- আবেদনের বিষয়ে এবং প্রোফাইলের বিষয়ে এসএমএস এবং ইমেইল কনফার্মেশন/ভেরিফিকেশন
- নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটিপূর্ণ আবেদন সংশোধন সুবিধা
- আবেদন যাচাই এবং আবেদন অনুমোদন/বাতিল ব্যবস্থা
- বাসা বরাদ্দের ক্ষেত্রে স্বয়ংক্রিয় জ্যেষ্ঠতাক্রম নির্ধারণ (Bangladesh Allocation Rules, 1982-এর Rule 7 অনুসারে)
- জ্যেষ্ঠতাক্রম স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটে প্রকাশ (আপডেট করা হয়েছে)
আবেদনের শর্তাবলি কি?
- ক) ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত
- খ) Ineligible Office-এর তালিকাভুক্ত নন (বিধি ৩ অনুসারে অফিসসমূহের তালিকা)
- গ) নির্ধারিত শ্রেণির বাসার প্রাধিকারভুক্ত কর্মচারী (Bangladesh Allocation Rules, 1982-এর Rule 4)
- ঘ) অস্থায়ী বাসার প্রাধিকারভুক্ত কর্মচারী (অস্থায়ী বাসার বরাদ্দ প্রাপ্তির ক্ষেত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৯/১২/২০১৮ তারিখে জারীকৃত ২৫.০০.০০০০.০১৪.২২.০০৩.০৪.৫৫৩ স্মারকে জারীকৃত পত্র)
- ঙ) কোনো আবেদনের ৩০ দিনের মধ্যে একসাথে ০৩টির বেশি আবেদন করা যাবে না
- চ) তারকাচিহ্নিত (লাল রংয়ের) ঘরগুলো আবশ্যিকভাবে পূরণ করতে হবে
- ছ) সংযুক্তিসমূহঃ ১) ছবি; ২) এনআইডি; ৩) পদোন্নতি আদেশ/পিডিএস/পেফিক্সেশন ৪) সর্বশেষ বেতন বিবরণী; ৫) প্রাধিকারভুক্ত গ্রেডপ্রাপ্তির প্রমাণক (অফিস আদেশ/হিসাবরক্ষণ অফিসের প্রত্যয়ন); ৬) বদলী আদেশের স্ক্যান কপি (প্রযোজ্য ক্ষেত্রে); ৭) স্বাক্ষর
- সংযুক্তিসমূহ আপলোডের ক্ষেত্রে – সংযুক্তির সাইজ : ৫ মেগাবাইটের কম, রেজ্যুলেশন : ২০০০*২০০০, ফরমেট : jpg/jpeg/pdf, প্রোফাইল।
আবেদন শেষে কি আবেদনের অবস্থা অনলাইনে জানা যাবে?
হ্যা। যাবে। সফলভাবে আবেদন প্রক্রিয়া সম্পণ্ন হলে আবেদনকারীর একটি স্থায়ী প্রোফাইল তৈরি হবে এবং ভেরিফিকেশন ইমেইল ও নিশ্চিতকরণ এস,এম,এস, প্রেরিত হবে। ভেরিফিকেশন ইমেইলে প্রেরিত লিংক থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা যাবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে খুব সহজে এবং দ্রুততার সাথে আবেদন করা যাবে। প্রয়োজনে প্রোফাইলে প্রদত্ত তথ্যাদি সংশোধন করা যাবে। প্রোফাইল ব্যবহার করে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। যেমন – আবেদন বাতিল করা, পুনঃদাখিল করা, চাহিত বাসা/বাসাসমূহের পছন্দক্রম নির্ধারণ/পরিবর্তন ইত্যাদি। উল্লেখ্য, একই মোবাইল নম্বর এবং এন,আই,ডি, ব্যবহার করে একাধিক আবেদন করা যাবে না এবং একমাসে ০৩ (তিন) টির বেশি আবেদন গৃহীত হবে না।
গুগল অ্যাপের মাধ্যমে সরকারি বাসার জন্য আবেদন দাখিল নির্দেশনা ২০২২