রেশন [ rēśana ] বি. নিয়ন্ত্রিত মূল্যে সরকার কর্তৃক জন-প্রতি নির্দিষ্ট পরিমাণে খাদ্যাদি সরবরাহ (রেশনের চাল)। বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনীসহ ফায়ার সার্ভিসে রেশন ব্যবস্থা চালু রয়েছে- Ration for Police 2025
যে সকল পুলিশ সদস্য অবসরে যাবেন তাদের পরিবারের মোট ০২ (দুই) সদস্যের আজীবন রেশন প্রদানের বিষয়ে অধিকতর পর্যালোচনার নিমিত্ত জননিরাপত্তা বিভাগে কিছু তথ্য চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। দেশ নেত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত ঘোষণা দেওয়ার পর এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি অধিশাখা-৪
www.mof.gov.bd
নং-০৭.০০.০০০০.১৭৪.৩০.০০২.১৫.০৪; তারিখ: ১৩/০১/২০২০ খ্রি:
বিষয়: পুলিশ সদস্যদের আজীবন রেশন সুবিধা প্রসঙ্গে।
সূত্র: জননিরাপত্তা বিভাগ এর পত্র নং-৪৪.০০.০০০০.০৯৭.০৮.০৯৫.১৫.৬৩৯; তারিখ: ২৬/১২/২০১৯ খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে, যে সকল পুলিশ সদস্য অবসরে যাবেন তাদের পরিবারের মোট ০২ (দুই) সদস্যের আজীবন রেশন প্রদানের বিষয়ে অধিকতর পর্যালোচনার নিমিত্ত জননিরাপত্তা বিভাগে নিম্নোক্ত তথ্যাদি প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(ক) বর্তমানে পুলিশ সদ্যদের রেশনে কোন কোন আইটেম ও কি পরিমাণে প্রদান করা হয় (তথ্য ছকসহ)? রেশন সংক্রান্ত প্রচলিত নীতিমালার ফটোকপি।
(খ) আইটেম ওয়ারী রেশন মূল্য ও ভর্তুকীর পরিমাণ কত (তথ্য ছকসহ)?
(গ) যারা অবসরে যাবেন তাদের পরিবারের ০২ (দুই) সদস্যকে আজীবন কি হারে রেশন প্রদান করা হবে (তথ্য ছকসহ)?
(ঘ) আজীবন রেশন প্রদান করা হলে এ খাতে বার্ষিক সর্বমোট কত টাকা ভর্তুকী হবে? উক্ত ভর্তুকী কোন খাত হতে কিভাবে মিটানো হবে?
(আশরাফ উদ্দীন আহাম্মদ খান)
যুগ্ন সচিব (প্রবিধি-৪)
ফোন: ৯৫৪০১৮৩
ash.ad6009@yahoo.com
সিনিয়র সচিব
জননিরাপত্তা বিভাগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
অবিবাহিত কন্যা, প্রতিবন্ধী, পঙ্গু ও বিকলঙ্গ সন্তানও আজীবন রেশন সুবিধা পাবেন: ডাউনলোড
পুলিশ সদস্যদের আজীবন রেশন সুবিধা সংক্রান্ত আদেশ সংগ্রহে রাখুন: ডাউনলোড
পুলিশের রেশন কি কি?
পুলিশ সদস্যদের জন্য সরকার ভর্তুকি মূল্যে রেশনের ব্যবস্থা করেছে। পুলিশের রেশন সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আটা, তেল এবং ডাল। এই রেশন ব্যবস্থার মূল লক্ষ্য হল পুলিশ সদস্যদের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশের রেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো- প্রত্যেক পুলিশ সদস্যের পরিবারের দুজন সদস্য ভর্তুকিতে রেশন সুবিধা পাবেন। প্রত্যেক অবসরপ্রাপ্ত পুলিশের দুই সদস্যবিশিষ্ট পরিবার মাসে ২০ কেজি চাল, ২০ কেজি আটা, সাড়ে চার কেজি ভোজ্যতেল ও দুই কেজি ডাল রেশন হিসেবে পাবেন। পরিবারের সদস্য সংখ্যা একজন হলে এর অর্ধেক হারে রেশন সুবিধা দেয়া হবে।
রেশনের মূল্য বা টাকা দেয়া হয় কি? সরকার রেশনের চাল ১ টাকা ৫০ পয়সা ও গম ১ টাকা ২০ পয়সা কেজি দরে বিক্রি করে আসছিল। ২০২৪ সালের জুলাই মাস থেকে চাল ১১ টাকা এবং গম ১০ টাকা কেজি দরে বিক্রি হবে। পুলিশ সদস্যদের আজীবন রেশন সুবিধা দেওয়ার জন্য সরকার সম্মতি জানিয়েছে। ফলে, পুলিশ সদস্যরা অবসরের পরেও রেশন সুবিধা নিতে পারবেন। এটি একটি সাধারণ চিত্র, এবং রেশন নীতি সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পেনশন ও গ্র্যাচুইটির হিসাব । কর্পোরেশন, সংস্থা ও বোর্ডের চাকরির সুবিধাদি