ফেলোশীপ পিএইচডি ইত্যাদি কাজে বিদেশ ভ্রমণ করা যাবে – সরকারি অর্থ অপব্যবহারে কোন ক্রমেই অযথা ভ্রমণ করা যাবে না – বিদেশ ভ্রমন স্থগিতকরন নির্দেশনা ২০২২
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের সকল পর্যায়ের কর্মকর্তাদের সকল প্রকার বিদেশ ভ্রমণ পুনরাদেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের নিজস্ব অর্থায়নেও সকল প্রকার বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। তবে বিশেষ উদ্দেশ্যে সীমিত আকারে যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে বিদেশ ভ্রমণ করা যাবে।
সরকারি অর্থ সাশ্রয় ও কৃচ্ছ্রতা সাধনে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি
Caption: Travelling order by Finance Division
বিদেশ ভ্রমন স্থগিতকরন নির্দেশনা ২০২২ । নিচের জরুরী উদ্দেশ্য ব্যতীত ভ্রমণ করা যাবে না
- (ক) বৈদেশিক সরকার/প্রতিষ্ঠান/উন্নয়ন সহযােগী/বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়নে প্রদত্ত স্কলারশীপ/ ফেলােশীপ-এর আওতাধীন মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়ন; এবং
- (খ) বৈদেশিক সরকার/প্রতিষ্ঠান/উন্নয়ন সহযােগীর আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে আয়ােজিত বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ/সেমিনার-এ অংশগ্রহণ।
সরকারি ক্রয় কাজে কি বিদেশ ভ্রমণ করা যাবে?
না। যাবে না। বৈদেশিক সরকার/প্রতিষ্ঠান/উন্নয়ন সহযােগী/বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়নে প্রদত্ত স্কলারশীপ/ ফেলােশীপ-এর আওতাধীন মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়ন; এবং বৈদেশিক সরকার/প্রতিষ্ঠান/উন্নয়ন সহযােগীর আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে আয়ােজিত বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ/সেমিনার-এ অংশগ্রহণ ছাড়া বিদেশ ভ্রমণ করা যাবে না।
বিদেশ ভ্রমন স্থগিতকরন আদেশ সংগ্রহ করুন: ডাউনলোড