বৈশ্বিক পরিস্থতি বিবেচনায় সরকার নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা প্রদান করবে না মর্মে ইতোমধ্যে পরিস্কার করেছে – বেতন নয় ভাতা বৃদ্ধির প্রস্তাব ২০২৩
মহার্ঘ ভাতা কি? – জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির ফলে ( দ্রব্য + নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম + যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যায় বৃদ্ধি) শ্রমিক বা কর্মচারীদের সাময়ীক ভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই “মহার্ঘ ভাতা” বলে পরিচিত। মহার্ঘ ভাতা হল একটি অতিরিক্ত ভাতা। এটিকে ইংরেজীতে বলা হয় Dearness Allowance । হিসাবে বিজ্ঞানের ভাষায় মহার্ঘ ভাতা হচ্ছে কর্তৃপক্ষ অর্থাৎ মালিক বা প্রতিষ্ঠানের নিকট একটি ব্যয় অন্যদিকে শ্রমিক বা কর্মীদের নিকট এটি একটি আয়। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির ফলে ( দ্রব্য + নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম + যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি) শ্রমিক বা কর্মচারীদের সাময়িক ভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই “মহার্ঘ ভাতা” বলে পরিচিত। মহার্ঘ ভাতা ২০২৩ । এটি পে স্কেল অন্তবর্তীকালীন সময়ে প্রদান করা হয়
পে স্কেল কি? জাতীয় বেতন স্কেল বা পে স্কেল হল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যে হারে বেতন ভাতাদি প্রদান করা হয়। বেতন ভাতাদি আদেশ ২০১৫ জারির পর আর কোন পে স্কেল জারি হয়নি। পূর্বে পে স্কেল ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে, বাংলাদেশে প্রতি ৫০ বছর অন্তর অন্তর পে স্কেল জারি হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে পে স্কেল ২০১৫ এর পর শুধুমাত্র ৫% ইনক্রিমেন্ট কোন ভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি বা মূল্যস্ফিতির সাথে পেরে উঠছে না। তাই এ সময় পুন: পে স্কেল জারি বা মহার্ঘ ভাতা প্রদান অতীব জরুরি হয়ে পড়েছে। নবম পে স্কেলের সর্বশেষ খবর । কবে দিবে পে স্কেল?
বেতন বৃদ্ধি পাবে না? সরকারের অর্থমন্ত্রী পে স্কেল এবং মহার্ঘ ভাতার দেওয়ার চিন্তা সরকারের নেই সে বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তবে নতুন পে-স্কেল বা মহার্ঘ ভাতা নয়। বাড়তে পারে কিছু ভাতা যেমন-শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা এবং টিফিন ভাতা যা বর্তমান বাজারের সাথে সঙ্গতি পূর্ণ নয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নিউজ২৪ কে এ বিষয়ে সাক্ষাৎকার প্রদান করে বিষয়টি নিয়ে স্পষ্টতা এনেছে। ৯ম পে স্কেল কেন জরুরি? । সরকারি নিম্ন গ্রেডের কর্মচারীগণ কিভাবে দিনাতিপাত করছে
নতুন পে-স্কেল বা মহার্ঘ ভাতা নয় / টিফিন ভাতা, শিক্ষা ভাতা ও চিকিৎসা ভাতা বাড়তে পারে
ভাতা বৃদ্ধির ক্ষেত্রে গ্রেড অনুযায়ী ভাতা বৃদ্ধি পাবে। চিকিৎসা ভাতা বৃদ্ধির ক্ষেত্রে সবারই ১৫০০ টাকা হতে ২৫০০ টাকা হবে ব্যাপারটি এমন নয়। বেবিচক এর ১১-২০ গ্রেডের কর্মচারীদের দৈনিক ১৫০ টাকা লাঞ্চ ভাতা।
Caption: Source of information
সরকারি কর্মচারীদের ভাতাদি । যে সকল ভাতাদি কর্মচারীগণ পেয়ে থাকেন
- বাড়ি ভাড়া ভাতা
- চিকিৎসা ভাতা
- শিক্ষা ভাতা
- টিফিন ভাতা
- ভ্রমণ ভাতা
- ধোলাই বা অন্যান্য ভাতা
- পাহাড়ি ভাতা
- পোষাক ভাতা
- শ্রান্তি ও বিনোদন ভাতা
- উৎসব ভাতা
- বৈশাখী বা বাংলা নববর্ষ ভাতা
- ঝুঁকি ভাতা
কোন কোন ভাতা বাড়তে পারে?
সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা গ্রেড অনুযায়ী ১৫০০ টাকা হতে বৃদ্ধি পেয়ে ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে। শিক্ষা ভাতা এক সন্তানদের জন্য ৫০০ টাকা এবং দু’সন্তানের জন্য ১০০০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। টিফিন ভাতা গ্রেড অনুসারে ২০০ টাকা হতে বৃদ্ধি পেয়ে ২০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। ভাতা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিগুণ নীতি অনুসরণ করা হতে পারে।
চিকিৎসা ভাতা ১৫০০থেকে বাড়িয়ে ৪০০০টাকা
শিক্ষাভাতা ১০০০ থেকে ৩৫০০টাকা
টিফিনভাতা ২০০ থেকে ৩০০০টাকা
দোলাই ভাতা ১৫০থেকে ১০০০টাকা
বাড়িয়েদিল নিম্ন শ্রেনীদের কর্মচারিরা যেমন নিরাপত্তা প্রহরী ও পরিছন্নতা মোটামুটি সুবিধা হবে।
Ki dorkar
কিছু কমু না
চিকিৎসা ভাতা ৩৫০০ টাকা
শিক্ষা ভাতা, দুই সন্তানের জন্য ৩০০০ টাকা
টিফিন ভাতা, দৈনিক ৩০০ টাকা ন্যুনতম।
এই হারে বাড়া উচিৎ।
সহমত
অবশ্যই চাই।১১তম গ্রেড নিয়ে বসে আছি।১৯বছর চাকরীর বয়স,প্রধান শিক্ষক হতে পারলাম না।
আমাদেরকে সরকার জিম্মি করে নিয়েছে,এ সুবিধা দিয়ে সরকার সরকারি চাকুরি জীবিদের সানতনা দিচ্ছি,ক্ষমতায় টিকে থাকার জন্য।এরচেয়ে বেশিকিছু নাহ