পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামাে সংশোধন ২০২২ । এমপিও নীতিমালা ২৬(গ) অনুচ্ছেদ সংশোধন

নতুন কোনাে শিক্ষা প্রতিষ্ঠান/স্তর এমপিও কোড পাওয়ার পর প্রতিষ্ঠানের পাঠদান, একাডেমিক স্বীকৃতি, এমপিও কোড ও অন্যান্য কাগজপত্র এবং ব্যক্তি এমপিও’র ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের সকল পরীক্ষার সনদ/মার্কশীট এনটিআরসিএ’র নিবন্ধন (প্রযােজ্য ক্ষেত্রে) এনটিআরসিএ’র সুপারিশ (প্রযােজ্য ক্ষেত্রে) ও নিয়ােগ সংক্রান্ত কাগজপত্রের মূল কপিসহ নিম্নবর্ণিত উপজেলা/থানা/জেলা কমিটি প্রতিষ্ঠানটি সরেজমিনে যাচাই করবেন। যাচাই শেষে সঠিকতা থাকলে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে আবেদন করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

বেসরকারি মাধ্যমিক-৩

বাংলাদেশ সচিবালয়, ঢাকা

www.shed.gov.bd

স্মারক নং ৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০৫.২০২১-৩৬৬ ৩০ অক্টোবর ২০২২

পরিপত্র

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামাে ও এমপিও নীতিমালা-২০২১ এর ২৬(গ) অনুচ্ছেদের ক্ষমতাবলে সরকার কর্তৃক নীতিমালা ১৭.২ নং অনুচ্ছেদের নিম্নরূপ সংশােধন করা হলাে:

১৭.২ নতুন কোনাে শিক্ষা প্রতিষ্ঠান/স্তর এমপিও কোড পাওয়ার পর প্রতিষ্ঠানের পাঠদান, একাডেমিক স্বীকৃতি, এমপিও কোড ও অন্যান্য কাগজপত্র এবং ব্যক্তি এমপিও’র ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের সকল পরীক্ষার সনদ/মার্কশীট এনটিআরসিএ’র নিবন্ধন (প্রযােজ্য ক্ষেত্রে) এনটিআরসিএ’র সুপারিশ (প্রযােজ্য ক্ষেত্রে) ও নিয়ােগ সংক্রান্ত কাগজপত্রের মূল কপিসহ নিম্নবর্ণিত উপজেলা/থানা/জেলা কমিটি প্রতিষ্ঠানটি সরেজমিনে যাচাই করবেন। যাচাই শেষে সঠিকতা থাকলে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে আবেদন করবেন। জেলা/অঞ্চল পর্যায়ের কমিটি অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ সংশ্লিষ্ট স্তর যাচাই করবেন।

(ক) উপজেলা/থানা পর্যায়ের কমিটি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজের মাধ্যমিক অংশ):

(১) উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট উপজেলা/থানা) (২) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রতিনিধি (সংশ্লিষ্ট উপজেলা/থানা)-০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত)। (৩) এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- (সংশ্লিষ্ট উপজেলা/থানা)-০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত)। (খ) জেলা পর্যায়ের কমিটি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজের মাধ্যমিক অংশ):

(১) জেলা শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট জেলা) (২) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রতিনিধি ০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত)। (৩) জেলা সদরের এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- ০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত)।

উভয়ক্ষেত্রে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রতিনিধি মনােনয়নের ক্ষেত্রে উপজেলার প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং জেলার প্রতিষ্ঠানের মধ্যে সীমিত রাখতে হবে।

(গ) অঞ্চল পর্যায়ের কমিটি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল এন্ড কলেজের মাধ্যমিক অংশ):

(১) উপ পরিচালক (সংশ্লিষ্ট অঞ্চল)। (২) অঞ্চলে অবস্থিত জেলা শহরের/বিভাগীয় শহরের সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক ০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা

অধিদপ্তর কর্তৃক মনােনীত)। (৩) অঞ্চলে অবস্থিত জেলা শহরের/বিভাগীয় শহরের এমপিওভুক্ত হাই স্কুলের প্রধান শিক্ষক ০১জন (মাধ্যমিক ও উচ্চ

শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত)।

(ঘ) জেলা পর্যায়ের কমিটি স্কুল এন্ড কলেজের কলেজ অংশ, উচ্চ মাধ্যমিক কলেজের এবং স্নাতক (পাস) কলেজ]:

(1) জেলা শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট জেলা) (২) সরকারি কলেজের অধ্যক্ষ/প্রতিনিধি (সংশ্লিষ্ট জেলা)-০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত) (৩) এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ-(সংশ্লিষ্ট জেলা)-০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত)

কলেজের জন্য উপজেলা/জেলা পর্যায়ে কোনাে কমিটি না থাকায় জেলা পর্যায়ে কলেজের জন্য এ কমিটি গঠন করা

হয়েছে। কমিটি আবেদনসমূহ যাচাই করে অঞ্চল পর্যায়ের কমিটির নিকট সুপারিশ প্রেরণ করবেন। (ঘ) অঞ্চল পর্যায়ের কমিটি স্কুল এন্ড কলেজের কলেজ অংশ, উচ্চ মাধ্যমিক কলেজের এবং স্নাতক (পাস) কলেজ]:

(১) পরিচালক (সংশ্লিষ্ট অঞ্চল): (২) জেলা শহরের/বিভাগীয় শহরের সরকারি কলেজের অধ্যক্ষ ০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত) (৩) জেলা শহরের/বিভাগীয় শহরের এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ ০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত)।

০২। ব্যক্তি এমপিওভুক্তির ক্ষেত্রে দাখিলযােগ্য আবশ্যকীয় সনদ ও রেকর্ডপত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামাে ও এমপিও নীতিমালা-২০২১ এর পরিশিষ্ট ‘ঙ’ অনুসরণ করতে হবে।

০৩। জনস্বার্থে এ আদেশ জারি করা হলাে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

(মােঃ আবু বকর ছিদ্দীক)

সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

শিক্ষা মন্ত্রণালয়।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামাে সংশোধন ২০২২ । এমপিও নীতিমালা ২৬(গ) অনুচ্ছেদ সংশোধন PDF : Download

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

6 thoughts on “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামাে সংশোধন ২০২২ । এমপিও নীতিমালা ২৬(গ) অনুচ্ছেদ সংশোধন

  • বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজের প্রভাষক গনের ৫০ শতাংশ সহকারী অধ্যাপক হবেন নাকি জৈষ্ঠ্য প্রভাষক থাকবেন?
    বিষয়টি নিশ্চিত করার আনূরোধ করছি।

  • সহকারী অধ্যাপক পদে।

  • একটি নতুন স্থাপিত কলেজে শিক্ষক নিয়োগ দেয়া হলো। তাদের শিক্ষাগত যোগ্যতা সঠিক কিন্তু কেউ-ই নিবন্ধিত নন। তাঁদেরকে নিবন্ধন পাশ করতে হব?

  • অনিবন্ধিত নিয়োগ হলে পরবর্তীতে নিবন্ধিত হওয়ার বাধ্যবাধকতা নেই।

  • স্কুল এন্ড কলেজের কলেজ শিক্ষার শিক্ষকদের স্কুল শাখার সর্বোচ্চ কতগুলো ক্লাস বাধ্যতামূলক এ বিষয়ে কোনো নীতি থাকলে জানাবেন।

  • এ ব্যাপারে কোন নীতিমালা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *