আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

ব্যাংক আমানত ১,০০,০০০ টাকার উপরে হলেই ১৫০ টাকা অবগারি শুল্ক ।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর ২০১৭ সালের প্রজ্ঞাপন মোতাবেক ব্যাংকে জমাকৃত টাকা ও এয়ার টিকিট এর উপর অবগারি শুল্ক ধার্য করা হয়েছে।

হাইলাইটস:

  • ১,০০,০০০ টাকার উপরে জমা থাকলেই ১৫০ টাকা অবগারি শুল্ক প্রদান করতে হবে।
  • ৫,০০,০০০ টাকা উপরে জমা থাকলেই ৫০০ টাকা অবগারি শুল্প প্রদান করতে হবে।
  • ডোমেস্টিক এয়ার ভ্রমনের ক্ষেত্রে ৫০০ টাকা অবগারি শুল্ক দিতে হবে।

প্রজ্ঞাপনটির সারমর্ম নিম্নরুপ:

এস. আর. ও নং ২৩১-আইন/২০১৭/৩১৮-আবগারি। Excise and salt Act. 1944 (Act No. 1 of 1944) এর Section 12A (1) এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকার অত্র বিভাগের ১৮ জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ মোতাবেক ০১ জুন, ২০১৭ খ্রি: তারিখের প্রজ্ঞাপন এস. আর. ও নং ১৬৮-আইন/২০১৭/৩১৭ আবগারি রহিতক্রমে, নিম্নে বিধৃত-টেবিলের কলাম (১) এ উল্লিখিত Service code ও উহার বিপরীতে কলাম (2) তে বর্ণিত সার্ভিসসমূহের উপর, উক্ত Act এর অধীন আরোপনীয় আবগারি শুল্কের মধ্যে যে পরিমান আবগাড়ি শুল্ক উহার বিপরীতে কলাম (3)  এ উল্লিখিত হারের অতিরিক্ত হয়, সেই পরিমাণ আবগারি শুল্ক এতদ্বারা মওকুফ করিল, যথা:-

আবগারি সেবা

  • ক্রেডিট বা ডেবিট লিমিট ১,০০,০০০ টাকার নিচে হলে আবগারি শুল্ক দিতে হবে না।
  • ক্রেডিট বা ডেবিট লিমিট ১,০০,০০০ টাকার উপরে কিন্তু ৫ লক্ষ টাকার নিচে হলে ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হবে।
  • ক্রেডিট বা ডেবিট লিমিট ১০ লক্ষ টাকার নিচে হলে ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে।
  • ১০ লাখের উপরে কিন্তু ১ কোনটি টাকার নিচে আমানত থাকলে ২৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে।

ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক হারের প্রজ্ঞাপনটির JPG কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

আরও দেখুন:

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *