অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর ২০১৭ সালের প্রজ্ঞাপন মোতাবেক ব্যাংকে জমাকৃত টাকা ও এয়ার টিকিট এর উপর অবগারি শুল্ক ধার্য করা হয়েছে।
হাইলাইটস:
- ১,০০,০০০ টাকার উপরে জমা থাকলেই ১৫০ টাকা অবগারি শুল্ক প্রদান করতে হবে।
- ৫,০০,০০০ টাকা উপরে জমা থাকলেই ৫০০ টাকা অবগারি শুল্প প্রদান করতে হবে।
- ডোমেস্টিক এয়ার ভ্রমনের ক্ষেত্রে ৫০০ টাকা অবগারি শুল্ক দিতে হবে।
প্রজ্ঞাপনটির সারমর্ম নিম্নরুপ:
এস. আর. ও নং ২৩১-আইন/২০১৭/৩১৮-আবগারি। Excise and salt Act. 1944 (Act No. 1 of 1944) এর Section 12A (1) এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকার অত্র বিভাগের ১৮ জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ মোতাবেক ০১ জুন, ২০১৭ খ্রি: তারিখের প্রজ্ঞাপন এস. আর. ও নং ১৬৮-আইন/২০১৭/৩১৭ আবগারি রহিতক্রমে, নিম্নে বিধৃত-টেবিলের কলাম (১) এ উল্লিখিত Service code ও উহার বিপরীতে কলাম (2) তে বর্ণিত সার্ভিসসমূহের উপর, উক্ত Act এর অধীন আরোপনীয় আবগারি শুল্কের মধ্যে যে পরিমান আবগাড়ি শুল্ক উহার বিপরীতে কলাম (3) এ উল্লিখিত হারের অতিরিক্ত হয়, সেই পরিমাণ আবগারি শুল্ক এতদ্বারা মওকুফ করিল, যথা:-
আবগারি সেবা
- ক্রেডিট বা ডেবিট লিমিট ১,০০,০০০ টাকার নিচে হলে আবগারি শুল্ক দিতে হবে না।
- ক্রেডিট বা ডেবিট লিমিট ১,০০,০০০ টাকার উপরে কিন্তু ৫ লক্ষ টাকার নিচে হলে ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হবে।
- ক্রেডিট বা ডেবিট লিমিট ১০ লক্ষ টাকার নিচে হলে ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে।
- ১০ লাখের উপরে কিন্তু ১ কোনটি টাকার নিচে আমানত থাকলে ২৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে।
ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক হারের প্রজ্ঞাপনটির JPG কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
আরও দেখুন:
- জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ পানির বিলে উৎসে মূসক কর্তন করতে হবে না।
- অনলাইনে বিজ্ঞাপন প্রচারে ১৫% VAT গুনতে হবে।
- প্রশ্নোত্তরে জানবো আয়কর, ভ্যাট কর্তন, জমা কোড সরাসরি ক্রয়সীমা।
- উৎসে কর কর্তনের হার ০.২৫ শতাংশ।
- হিসাব রক্ষণ অফিস কর্তৃক প্রদত্ত আয়কর প্রত্যয়ন পত্র।
- সরকারি চাকুরিজীবির লাম্পগ্রান্ট, পেনশন ও আনুতোষিক আয়কর মুক্ত।
- সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়।
- সকল খাতের নতুন অর্থনৈতিক কোডসমূহ একসাথে দেওয়া হলো।
- আয়কর রিটার্ণ কি? আয়কর রিটার্ণ কারা দাখিল করবেন?
- আয়কর রিটার্ণ সংশোধন যোগ্য ফরম বাংলায়।
- কোন ব্যক্তির জন্য সরকার আয়কর দেওয়া বাধ্যতামূলক করেছে?
- একজন সরকারি চাকরীজীবীর আয়কর নির্ধারণ টিউটোরিয়াল দেখে নিন।
- সরকারি কর্মকর্তা/কর্মচারীদের যে সকল ভাতা করমুক্ত থাকবে।
- কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন একবার ২০১৯-২০
- আয়কর আইন বিধি-৫০ বেতন (Salaries) সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব।
- টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম।
- উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা, ২০১৯
- চাকুরিজীবীর পূরণকৃত আয়কর দাখিলের নমুনা ফরম।
- আয়কর রিটার্ন ফরম doc ফরম্যাট। (MS Word) Nikosh Font
- রিটার্ন জমা না দিলে কি হবে? জরিমানা না শাস্তি।
- মিটিং ও প্রশিক্ষণ বাবদ প্রাপ্ত সম্মানী এর উপর আয়কর ১০%।
- রেভিনিউ স্ট্যাম্প কি? রেভিনিউ স্ট্যাম্প এর ব্যবহার।
- বার্ষিক সর্বনিম্ন কত টাকা আয় করলে আয়কর দিতে হয় ।
- অতিরিক্ত গৃহীত অর্থ যে কোডে চালানের মাধ্যমে জমা দিবেন।
- ব্যাংক আমানত ১,০০,০০০ টাকার উপরে হলেই ১৫০ টাকা অবগারি শুল্ক ।