২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. তারিখ হতে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (e-Return) করদাতাদের জন্য উন্মুক্ত করেছে – রিটার্নের কপি ডাউনলোড ও প্রিন্ট ২০২৪
তাৎক্ষনিক পাওয়া যাবে প্রাপ্তি স্বীকারপত্র? হ্যাঁ। জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাগণ সহজে নিজের আয়কর রিটার্ন তৈরী করে অনলাইনে দাখিল করতে পারছেন। e-Return সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করদাতাগণ কর পরিশোধ করতে পারছেন এবং তাৎক্ষণিকভাবে দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারেন। এছাড়া, পূর্ববর্তী বছরের দাখিলকৃত আয়কর রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করতে পারেন।
রেজিস্ট্রেশন না হলে কোথায় কল করবেন? করদাতাগণ e-Return সংক্রান্ত যেকোন সমস্যায় অফিস সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টারের ০৯৬ ৪৩৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। অধিকন্তু www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের e Tax Service অপশন হতে করদাতাগণ e-Return সংক্রান্ত যে কোন সমস্যা লিখিতভাবে অনলাইনে জানাতে পারবেন এবং সমাধান পাবেন। ইতোমধ্যে e Return Registration প্রক্রিয়াটি অধিকতর করদাতাবান্ধব করা হয়েছে।
সিম কার নামে কিভাবে চেক করবেন? e Return এ সফলভাবে Registration করতে সম্মানিত করদাতার নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত Biometric SIM এর প্রয়োজন হয়। করদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটি নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে Biometric Registered কি না •16001# নম্বরে ডায়াল করে তা যাচাই করতে পারবেন।
সিম ও টিন নম্বর ছাড়া ই রিটার্ন রেজিষ্ট্রেশন করা যাবে না /ই রিটার্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে নিজ নামে সিম রেজিস্ট্রেশন লাগবে
ঢাকার কর দাতাদের অনলাইনে দাখিল করতে হবে? হ্যাঁ। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলসমূহের অধিক্ষেত্রভুক্ত সকল সরকারি কর্মচারীগণ, সকল তফশিলি ব্যাংক এর কর্মকর্তা/কর্মচারীগণ, সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, রাটা স্যু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, নেসলে বাংলাদেশ পিএলসি এ কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ বাধ্যতামূলকভাবে অনলাইনে রিটার্ন দাখিল করবেন।
Caption: https://etaxnbr.gov.bd
ই রিটার্ন সাবমিটের নিয়ম ২০২৪ । অনলাইনে আয়কর রিটার্ণ দাখিলের নিয়ম কি
- যে কোন ওয়েব ব্রাউজার হতে https://etaxnbr.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েবসাইট দৃশ্যমান হলে মেনুতে eReturn ক্লিক করুন।
- eReturn মেনুতে প্রবেশ করার পর Registration বাটনে ক্লিক করুন।
- ১২ ডিজিটের টিআইএন নম্বর ও মোবাইল নম্বর প্রদান করুন। এরপর নির্দিষ্ট ঘরে Captcha টাইপ করে Verify বাটনে ক্লিক করুন। মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি Verification কোড এর SMS আসবে।
- ৬ ডিজিটের Verification কোড প্রবেশ করে পছন্দমত Password প্রদান করুন (Password কমপক্ষে ৮ ডিজিটের হতে হবে এবং কমপক্ষে একটি Capital Letter, একটি Number ও একটি Special Character যেমন * @ # % থাকতে হবে। Password প্রদান সম্পন্ন হলে Submit বাটনে ক্লিক করুন। Registration সফলভাবে সম্পন্ন হলে Sign in বাটনে ক্লিক করুন।
- ১২ ডিজিটের টিআইএন নম্বর, Password এবং Captcha টাইপ করে Sign in করুন। বাম দিকে Return Submission বাটনে ক্লিক করুন।
- করদাতার প্রাথমিক তথ্যাদি দৃশ্যমান হবে। প্রযোজ্য Option সমূহে টিক চিহ্ন দিয়ে Save & Continue বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যান।
- সমগ্র আয়কর রিটার্ণ প্রস্তুত হয়ে গেলে Tax & Payment পেজ এর নিচের দিকে Pay বাটনে ক্লিক করে অনলাইনে প্রদেয় আয়কর পরিশোধ করুন।
- Sign Vew Return বাটনে ক্লিক করলে প্রস্তুতকৃত সামগ্রিক আয়কর রিটার্ণ দৃশ্যমান হবে। উক্ত রিটানের শেষ পর্যায়ে Verification এ টিক চিহ্ন দিয়ে Submit Return বাটনে ক্লিক করে সফলভাবে আয়কর রিটার্ণ দাখিল করুন।
রেজিস্ট্রেশন করতে কি লাগে?
ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন এবং আপনার নিজের নামে নিবন্ধিত (biometrically verified) মোবাইল ফোন নম্বর লাগে। মোবাইল নম্বরটি Biometric Registered কিনা যাচাই করতে *১৬০০১# ডায়াল করে যাচাই করতে পারবেন। টিআইএন খোলার সময় যে ফোন নম্বর দিয়েছিলাম তা এখন আর নেই। টিআইএন খোলার সময় যে ফোন নম্বর দিয়েছিলেন তা গুরুত্বপূর্ণ না। আপনার নিজের নামে নিবন্ধিত (biometrically verified) যে কোন মোবাইল ফোন দিয়ে রেজিস্ট্রেশন করুন।
আমি গত বছরে প্রদেয় আয়করের চাইতে বেশী আয়কর প্রদান করেছি, ব্যাংকে চাকরির কারনে এ বছর বাধ্যতামুলক অনলাইনে প্রদান করতে হবে, এখন সমস্যা হচ্ছে গত বছরের প্রদান কৃত অতিরিক্ত কর এবছরের আয়করের সাথে অনলাইনে সমন্বয় করা যাচ্ছে না।
হেল্প লাইনে কথা বলুন। For query or support 09643 71 71 71 http://www.ticket.etaxnbr.gov.bd