সরকারি এবং বেসরকারি বা ব্যক্তিগত বিভিন্ন কাজে আমাদের ভ্যাট ফরম প্রয়োজন পড়ে। VAT = Value Added Tax বা বাংলায় বলা হয় মূল্য সংযোজন কর সংক্ষেপে মূসক। মূল্য সংযোজন কর পরিশোধের জন্য মূসক ফরম দরকার হলে নিম্ন লিংক হতে আপনি তা সংগ্রহ করে নিতে পারেন। নিচে ভ্যাট আইন ১৯৯১ এবং ভ্যাট আইন ২০১২ তে উল্লিখিত মূসক ফরম শিরোনাম সহ যুক্ত করা হলো। আপনার কাংখিত শিরোনামের মূসক ফরম পেতে ক্লিক করুন এবং ডাউনলোড করুন।
Alamin Mia
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।
Share This Post:
There is any sub form. These sub form is very need to submit VAT Return 9.1
VAT 9.1 । মূল সংযোজন কর দাখিলপত্র is available