গ্রেড-১৯ (নূন্যতম এসএসসি/সমমান পাস) এবং গ্রেড-২০ (নূন্যতম এসএসসি/সমমান পাস) ভুক্ত পদের কর্মচারীদের পদোন্নতির লক্ষ্যে চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকায় ফিডারধারী কর্মচারীদের কম্পিউটার চালনায় দক্ষতা পরীক্ষা (বাংলা ও ইংরেজি)- এ অংশগ্রহণের নির্দেশনা জারি-মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পদোন্নতির জন্য পরীক্ষা কবে হবে? – গত ১৭/০৭/২০২৩ খ্রি. তারিখ প্রকাশিতব্য চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্বখাতে কর্মরত গ্রেড-১৯ (নূন্যতম এসএসসি/সমমান পাস, চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকার ক্রমিক ১-১৮৭ পর্যন্ত ফিডারধারী) এবং গ্রেড-২০ (নূন্যতম এসএসসি/সমমান পাস, চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকার ক্রমিক ১-৪১৫ পর্যন্ত ফিডারধারী) ভুক্ত পদের ফিডারধারী কর্মচারীদের গ্রেড-১৬ ভুক্ত {(ক) অফিস সহকারী- কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (খ) অফিস সহকারী-কাম- ডাটা এন্ট্রি অপারেটর (গ) অফিস সহকারী-কাম-হিসাব সহকারী (ঘ) অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর (ঙ) অফিস সহকারী-কাম-হিসাবরক্ষক}এ পদে পদোন্নতির লক্ষ্যে তাদের কম্পিউটার চালনায় দক্ষতা পরীক্ষা (বাংলা ও ইংরেজি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১ এর তফসিল-৩ অনুযায়ী আগামী ০৪/০৮/2023 খ্রি. ও ০৫/০৮/২০২৩ খ্রি. তারিখ এ সঙ্গে সংযুক্ত সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।
আবেদন যোগ্যতা ও কাগজপত্র কি লাগবে? কম্পিউটার চালনায় দক্ষতা পরীক্ষা (বাংলা ও ইংরেজি)- এ অংশগ্রহণের জন্য প্রার্থীদের স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত সদ্যতোলা ০১(এক) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি ও প্রত্যয়নপত্রসহ (প্রত্যয়নপত্রের নমুনা কপি সংযুক্ত) নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। প্রত্যয়নপত্রের ০১ (এক) কপি প্রতিষ্ঠান প্রধানের/দাপ্তরিক মেইল হতে promotiondshe23@gmail.com ঠিকানায় প্রেরণ করতে হবে এবং প্রত্যয়নপত্রের মূলকপি সঙ্গে নিয়ে পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
হিসাব সহকারী (গ্রেড-১৬) এবং (ক) স্টোর কিপার (খ) ক্যাশিয়ার (গ) স্টোর কিপার/ক্যাশিয়ার (ঘ) ভান্ডার রক্ষক (ঙ) ক্যাশিয়ার কাম স্টোর কিপার (গ্রেড-১৬) পদে পদোন্নতির লক্ষ্যে কম্পিউটার চালনায় দক্ষতা পরীক্ষা পৃথকভাবে অন্যদিন নেয়া হবে। এ বিষয়ে পরীক্ষার দিন ও তারিখ পরবর্তী নোটিশ/পত্রের মাধ্যমে অবহিত করা হবে।
৪র্থ শ্রেণীর পদ হতে ৩য় শ্রেণীর পদে পদোন্নতি প্রদান করা হয় / আবেদন ও কাগজপত্রাদি বাছাই করে পরীক্ষার জন্য নির্বাচিত হবে
অধিদপ্তরগুলোতে সাধারণত এমন সুযোগ থাকে। তবে নিয়োগ বিধিমালা ভিন্ন ভিন্ন হওয়ার ফলে কোন কোন দপ্তরে পদোন্নতির সুযোগ নেই।
Caption: Full Circular Download
তৃতীয় শ্রেণীর পদের শিক্ষাগত যোগ্যতা । সরাসরি নিয়োগের ক্ষেত্রে কি যোগ্যতা থাকতে হবে
- কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বা অন্য বিভাগে বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
- কম্পিউটার চালনায় দক্ষতা; এবং
- তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
হিসাব সহকারী হতে কোন পদে থাকতে হবে?
কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটার চালনায় দক্ষতা, এবং- (ক) ফটোকপি অপারেটার, ডেসপাস রাইডার, ক্যাশ সরকার, বুক সর্টার-কাম- বেয়ারার, বুক সর্টার, রেকর্ড কিপার দক্ষ বেয়ারার বা
ল্যাব এ্যাসিসটেন্ট পদে অন্যূন ৬ (ছয়) বৎসরের চাকরি অথবা উল্লিখিত যে কোনো পদসহ দফা (খ) তে বর্ণিত যে কোনো পদে
সর্বমোট ৮ (আট) বৎসরের চাকরি; অথবা (খ) বিজ্ঞানাগার সহকারী, ল্যাব পিয়ন, অফিস সহায়ক অথবা স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত বার্তা বাহক, টেবিল বয়, মালী বা নিরাপত্তা প্রহরী পদে অন্যূন ৮ (আট) বৎসরের চাকরি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১ : ডাউনলোড
বেসরকারি স্কুলের চতুর্থ শ্রেনীর সকল পদ ( অফিস সহায়ক. নিরাপত্তা কর্মী. আয়া. পরিচ্ছন্নতা কর্মী.) এদের এদের কাজ কি একই । নাকি পদ অনুযায়ী আলাদা আলাদা। আমাদের স্কুল এ দের সবাইকে একই কাজ করতে বলা হয়। প্রধান শিক্ষক বলে যে চতুর্থ শ্রেণীর সকল পদের কাজ সব একই পদ শুধু নাম মাত্র। এই কথাটা কতটুকু সত্য
এ কথাটার কোন ডকুমেন্ট নাই। এটি কিভাবে সত্যি হয়। সরকার কি ভেবেচিন্তে পোস্ট ক্রিয়েট করেনি?
আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান গত ২০১৮ সনে আউটসোর্সিং এর মাধ্যমে নিরাপত্তা প্রহরী হিসাবে নিয়োগ পাই উপজেলা ভূমি অফিস এ কিন্তু আউটসোর্সিং নিয়োগ বাতিল হওয়ার পর উক্ত অফিস আমাকে সেই দায়িত্বে বহাল রাখেন। আমি কম্পিউটার ও অনলাইন সম্পর্কে পারদর্শী। আমি ৭ বছর যাবৎ বিশ্বস্ততার সাথে অফিসের সকল দাপ্তরিক কাজে সহযোগিতা করে আসছি । আপনার কাছে জানতে চাচ্ছি আমি এই পদে স্থায়ীকরন করতে পারবো কি না? বা সহকারী কমিশনার ভূমি/জেলা প্রশাসক নিয়োগ করতে পারবেন কি না???
আউটসোর্সিং পদ কখন স্থায়ী হয়না। তবে নতুন নিয়োগ হলে সহকারী কমিশনার অথবা জেলা প্রশাসক সহযোগিতা করতে পারেন অথবা নিয়মিতকরণের জন্য চেষ্টা চালাতে পারেন।