বাংলাদেশ সরকার সরকারি কর্মচারীদের যাতায়াতের জন্য রেল পথকে প্রথম প্রধান্য দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত আদেশ নিম্নরুপ জারি করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অর্থ বিভাগ
নং-অম/অবি/সচিব/৯১/৫ তাং: ২২-১-৯১ইং
সরকারি সিদ্ধান্ত নিয়াছেন যে;
(১) সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত সংস্থাসমূহের পণ্য ও দ্রব্যাদি পরিবহনের ক্ষেত্রে সড়ক পথের পরিবর্তে রেলপথকে অগ্রাধিকার প্রদান করিতে হইবে।
(২)দাপ্তরিক কাজে সদ দফতর হইতে ভ্রমণ করিতে হইলে সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তা/কর্মচারীগণকে যথাসম্ভব সড়ক পথ পরিহার করত: রেল পথে যাতায়াত করিবে।
উপরোক্ত সিদ্ধান্তসমূহ অবিলম্বে কার্যকর করার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হইল।
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: যে ক্ষেত্রে রেলপথে যাতায়াতের ব্যবস্থা রয়েছে সে ক্ষেত্রে কি বাসে যাতায়াত করা যাবে না?
- প্রশ্ন: যাবে। রেলপথকে প্রধান্য দেয়া হয়েছে।