হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের আওতাধীন যে কোন হিসাবরক্ষণ অফিস (পেনশনার যে সিএএফও/ডিসিএ/ডিএএফও/ইউএওতে physically উপস্থিত হবেন) থেকে সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে-Pensioner’s Live Verification 2024
অনলাইনে লাইফ ভেরিফিকেশন করার নিয়ম কি? এখন থেকে বাসায় বসেই অনলাইনে লাইফ ভেরিফিকেশন করতে হয়। প্রথমে আপনার হাতে থাকা এনড্রয়েড ফোন থেকে গুগুল প্লে-স্টোর থেকে Pensioner Verification Trial এপস্ টি ইনস্টল করুন। ইনস্টল করার পর এপস টি ওপেন করার পর পেজটি আসবে । উক্ত পেজ এ আপনার এনআইডি ১০/১৭ ডিজিট লিখুন। লগইন ধাপ ১ মোবাইল ক্যামেরা দিয়ে এনআইডি স্ক্যান করুন অথবা ১০ ডিজিটের এনআইডি ১৭ ডিজিটের এনআইডি আপনার ফোনে আসা মেসেজ / পিপিও বহি থেকে ১০ ডিজিটের ইপিপিও নাম্বার দিন। স্কিনের লাইফ ভেরিফিকেশন এ ক্লিক করুন। লগইন ধাপ ২ ১০ ডিজিটের ইপিপিও নম্বর লিখুন।
ধাপ অনুসরণ করুন। আলো প্রতিফলিত হয় এমন বস্তু যেমন – মনিটর, টিভি স্ক্রিন, আয়না ইত্যাদি এড়িয়ে ছবি তুলুন। পর্যাপ্ত আলোতে ছবি তুলুন। পর পর দুইটি ছবি তুলুন। চশমা অথবা মাস্ক পরা থাকলে খুলে ফেলুন। পরবর্তী ধাপ ⇒ পেনশনার এর ২বার ছবি তুলুন। লাইফ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে লেখা আসবে। আপনার লাইফ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করতে ভেরিফিকেশন হিস্ট্রি ক্লিক করুন। পরবর্তী লাইক ভেরিফিকেশন ভেরিফিকেশন, ভেরিফিকেশন হিসাবর তারিখ, পদ্ধতি ভেরিফিকেশন হিস্ট্রি থেকে আপনার বিগত তিন বছরের ভেরিফিকেশনের হিস্ট্রি দেখতে পারবেন
বিঃদ্রঃ যদি লাইফ ভেরিফিকেশন এপস দিয়ে কাজটি সম্পন্ন করতে না পারেন তাহলে আপনার নিকটস্থ যে কোন হিসাব রক্ষন অফিসে যোগাযোগ করুন। আপনি সারা বাংলাদেশের যেকোন হিসাব রক্ষন অফিসে আপনার লাইফ ভেরিফিকেশন কাজটি সম্পন্ন করতে পারবেন। তাছাড়া কিভাবে লাইফ ভেরিফিকেশন কাজটি করতে হবে সে সম্পর্কে ভিডিও টিওটেরিয়াল দেখতে অ্যাপস এর ব্যবহারের নির্দেশাবলি অপশন এ ক্লিক করুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
www.cga.gov.bd
নং-০৭.০৩.০০০০.০০৩.১৪.৪০৮.১৬.২৮; তারিখ: ৩১/০১/২০২১
অফিস আদেশ
বর্তমানে বেসামরিক পেনশনারগণের সিজিএ কার্যালয়ের আওতাধীন যে কোন হিসাবরক্ষণ অফিসে প্রতি ১১তম মাসে উপস্থিত হয়ে জীবিত থাকার বিষয়টি (লাইফ ভেরিফিকেশন) আইবাস++ সিস্টেমে নিশ্চিতকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সকল পেনশনারগণের শারীরিক ও আর্থিক কষ্ট লাঘবের জন্য প্রতিরক্ষা ও রেল বিভাগের পেনশনারগণের জীবিত থাকার বিষয়টি (লাইভ ভেরিফিকেশন) এ কার্যালয়ের আওতাধীন যে কোন হিসাবরক্ষণ অফিস (পেনশনার যে সিএএফও/ডিসিএ/ডিএএফও/ইউএওতে physically উপস্থিত হবেন) থেকে সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(জোহরা তারা বেগম)
অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি) (অতি: দায়িত্ব)
ফোন: ৮৩৯১০৯৫
যে কোন হিসাবরক্ষণ অফিসে Physically লাইফ ভেরিফিকেশনের নির্দেশনা: ডাউনলোড