যে যে কারণে স্বামী পেনশন / আনুতোষিক প্রাপ্তিতে বঞ্চিত হইতে পারেন তা নিম্নে বর্ণিত হলো:
(ক) স্মারক নং ২৫৬৬(৪০)-এফ, তারিখ: ১৬ এপ্রিল, ১৯৫৯ এর সেকশন-১ এর ৩নং অনুচ্ছেদ এবং সংযুক্ত ফরম “এ” ও “বি” এবং পেনশন সহজীকরণ নীতিমালা মোতাবেক চাকরিজীবী স্ত্রী স্বামীকে ব্যতীত পরিবারের অন্যান্য এক বা একাধিক সদস্যের অনুকূলে আনুতোষিক ও পেনশনের সম্পূর্ণ অংশের জন্য মনোনয়ন প্রদান করিয়া থাকলে।
(খ) স্মারক নং ২৫৬৬(৪০)-এফ, তারিখ: ১৬ এপ্রিল, ১৯৫৯ এর সেকশন-১ এর ২(১) নং অনুচ্ছেদের নোট -৩ অনুসারে স্ত্রী যদি হিসাবরক্ষণ কর্মকর্তা /অফিস প্রধানকে লিখিতভাবে এই মর্মে অবহিত করিয়া থাকেন যে, তাঁহার স্বামী আনুতোষিক ও পেনশনের উদ্দেশ্যে পরিবারের সদস্য হিসাবে গণ্য হইবেন না।
(গ) পুর্নবিবাহ করিলে পেনশন প্রাপ্তিতে বঞ্চিত হইবেন।
(ঘ) স্ত্রী হত্যাকারী হিসাবে প্রমাণিত হইলে। কারণ বিদ্যমান পারস্যনাল “ল” অনুসারে হত্যাকারী নিহত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার হয় না। চাকরি সংক্রান্ত কোন বিধিতে এইরূপ বিধান না থাকিলেও পারস্যনাল ল’ এর বিধান এই ক্ষেত্রে অনুসরণীয়।