রোগ ব্যাধি । চিকিৎসা। প্রতিকার

শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার পত্র।

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর সংক্রমণ রোধের এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সূত্রে উল্লিখিত প্রজ্ঞাপনে সরকারি দপ্তরসমূহ সীমিত আকারে খোলা রাখার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। এর অনুবৃত্তিক্রমে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অফিস শুধুমাত্র প্রশাসনিক ও রক্ষণাবেক্ষনের প্রয়োজনে (যথা ছাত্র ভর্তি, বিজ্ঞানাগার/ পাঠাগার/ যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

(প্রশাসন ও সংস্থাপন শাখা)

www.shed.gov.bd

নং-৩৭.০০.০০০০.০৬১.৯৯.১২৫; তারিখ: ০১ জুন ২০২০ খ্রি:

বিষয়: প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখা প্রসঙ্গে।

সূত্র: (১)মন্ত্রিপরিষদ বিভাগের ২৮ মে ২০২০ তারিখের স্মারক নং ০৪.০০.০০০০.৫১৪.০৬.০০২.২০.১০৯

(২) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ মে ২০২০ তারিখের স্মারক নম্বর ০৫.০০.০০০০.১৭৩.০৮.০১৪.০৭.১৩৮

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর সংক্রমণ রোধের এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সূত্রে উল্লিখিত প্রজ্ঞাপনে সরকারি দপ্তরসমূহ সীমিত আকারে খোলা রাখার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। এর অনুবৃত্তিক্রমে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অফিস শুধুমাত্র প্রশাসনিক ও রক্ষণাবেক্ষনের প্রয়োজনে (যথা ছাত্র ভর্তি, বিজ্ঞানাগার/ পাঠাগার/ যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে।

২। ঝুকিঁপূর্ণ ব্যক্তি, অসুস্থ্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং সন্তান সম্ভাবা নারীগণ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।

৩। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা কর্মচারীগণকে সর্বাবস্থায় মাস্ক পরিধান এবং সূত্রোক্ত স্মারকের সকল নির্দেশনাসহ স্বাস্থ্য সেবা বিভাগ/ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্য বিধি ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

(মো: আব্দুল্লাহ আল মামুন)

উপসচিব

ফোন: ৯৫৪৫৯৭৪

শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার পত্র: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *