আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি কর্পোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলাপ্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে;
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা-১২১২
নম্বর: ৩৫.০৩.০০০০.০০৩.৯৯.০০১.১৯.৩২৮; তারিখ: ০৯ জুন ২০২১
সকল গণপরিবহন বন্ধ বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি
বিষয়: ১১ আগস্ট ২০২১ তারিখ হতে গণপরিবহন চলাচল সংক্রান্ত।
করোনা ভাইরাসজনিত (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ জুলাই ২০২১ তারিখের ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.২২৮ ও ৮ আগস্ট ২০২১ তারিখের ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.২৭৬ নং পত্রের অনুবৃত্তিক্রমে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৩ জুলাই ২০২১ তারিখের ৩৫.০০.০০০০.০০৮.১৮.০০৪.১৫.৭৬২ পত্রের ধারাবাহিকতায় ৮ আগস্ট ২০২১ তারিখের ৩৫.০০.০০০০.০০৮.১৮.০০৪.১৫.৭৬৬ ও ৯ আগস্ট ২০২১ তারিখের ৩৫.০০.০০০০.০২০.২৬.০০৫.১৬-২৪৩ নং পত্রের নির্দেশনা মোতাবেক আগামী ১১ আগস্ট ২০২১ তারিখ হতে নিম্নোক্ত শর্তাদি প্রতিপালন সাপেক্ষে গণপরিবহণ চলাচল করতে পারবে:
ক) আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি কর্পোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলাপ্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে;
খ) পূর্বের ভাড়ায় (৬০% বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না) গণ পরিবহণ চলবে। পূর্বের ভাড়ার অতিরিক্ত ভাড়া কোনোভাবেই আদায় করা যাবে না;
গ) গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেল্পার কাম ক্লিনার এবং টিকেট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণের মাস্ক পরিধান/ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ডস্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে;
ঘ) যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিস্কার পরিচ্ছন্নসহ জীবানুনাশক দিয়ে জীবানুমুক্ত করতে হবে। এছাড়াও যানবাহনের মালিকগণকে যাত্রীগণের হাতব্যাগ, মালপত্র জীবানুনাশক ছিটিয়ে জীবানুমুক্ত করার ব্যবস্থা করতে হবে; এবং
ঙ) গণপরিবহনে স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়টি মেনে চলতে হবে। অন্যথায়, সংশ্লিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
শীতাংশু শেখর বিশ্বাস
পরিচালক (ইঞ্জিনিয়ারিং)
ফোন: ০২.-৫৫০৪০৭১৬
স্বাক্ষরিত
শীতাংশু শেখর বিশ্বাস
পরিচালক (ইঞ্জিনিয়ারিং)
ফোন: ০২-৫৫০৪০৭১৬
১১ আগস্ট ২০২১ হতে গণপরিবহন চলাচল সংক্রান্ত: ডাউনলোড