সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

সঞ্চয়পত্রে মুনাফার হার ব্যাংকের চেয়ে কেন এত বেশি!

জাতীয় সঞ্চয় অধিদপ্তর অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একটি সংযুক্তি দপ্তর (Attached Department)। এ দপ্তরের প্রধান কাজ জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা এবং জনগণের ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরণ করে সরকারের বাজেট ঘাটতিতে অর্থায়ণ করা। তাছাড়া মুদ্রাস্ফীতি রোধ এবং বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসও এ অধিদপ্তর সহাযক ভূমিকা পালন করে থাকে।

ব্রিটিশ শাসনামলের শেষ দিকে ১৯৪৪ সালে এ উপমহাদেশে সর্বপ্রথম “জাতীয় সঞ্চয় সংস্থা” প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় সঞ্চয় স্কিম চালু করা হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর জাতীয় সঞ্চয় দপ্তর পাকিস্তান সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হতো। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতীয় সঞ্চয় পরিদপ্তর হিসেবে পুন:প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রান্তিক , ক্ষুদ্র ও বিশেষ জনগোষ্ঠির মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধি এবং তাদেরকে আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সঞ্চয়পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করা হয।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উদ্দেশ্য:

  • জনগণ বিশেষত: প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে সঞ্চয় প্রবণতা উৎসাহিত করার মাধ্যমে জাতীয় সঞ্চয় বৃদ্ধি;
  • দেশের বিশেষ জনগোষ্ঠী যেমন-মহিলা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, বয়োজ্যেষ্ঠ নাগরিক, প্রবাসি বাংলাদেশী, শারীরিক প্রতিবন্ধী ও সমাজের অনগ্রসর জনগোষ্ঠী ইত্যাদিকে আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আনয়ন;
  • জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে সংগৃহীত অর্থ সরকারের বাজেট ঘাটতি অর্থায়নে ব্যবহার;
  • বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং মুদ্রাস্ফিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন ইত্যাদি।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কার্যক্রমসমূহ:

  • জাতীয় সঞ্চয় ব্যুরো কর্তৃক সঞ্চয়পত্রের লেনদেন কার্যক্রম পরিচালনা এবং এতসংক্রান্ত যাবতীয় কার্যক্রম গ্রহণ;
  • জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধকরণের নিমিত্তে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ;
  • সঞ্চয়পত্র, সঞ্চয় বন্ডসমূহের স্ক্রীপ, ফরম, সংশ্ল্টি রেজিস্টার, বিক্রয় বিবরণী, নগদায়ন বিবরণী, মুনাফা কুপন প্যাড ইত্যাদি মুদ্রণ, সংরক্ষণ এবং ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় ব্যুরোর মধ্যে বিতরণ;
  • সঞ্চয় স্কিমের আইন/বিধিমালা/নীতিমালা, প্রণয়নে মন্ত্রণালয়কে সার্বিক ও তথ্যগত সহায়তা প্রদান;
  • বিদ্যমান বিধিমালা/নীতিমালার আলোকে উদ্ভূত সমস্যার সমাধান;
  • কর্মকর্তা সম্মেলন ও প্রশিক্সণ কার্যক্রম পরিচালনা;
  • জাতীয় সঞ্চয় স্কিমের লেনদেনের হিসাব সংরক্ষণ ও হিসাবের সমন্বয় সাধন (Reconciliation);
  • ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় ব্যুরোর সাথে সমন্বয় সাধন এবং সঞ্চয় স্কিমের বিধি-বিধান সম্পর্কিত সহায়তা প্রদান;
  • জাতীয় সঞ্চয় স্কিমের লেনদেন সম্পর্কিত সকল কার্যক্রম মনিটরিং করা ইত্যাদি।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *