বর্তমানে যদিও ব্যাংক হতে সঞ্চয়পত্র কেনা হয়। পূর্বে যারা সঞ্চয়পত্র কিনেছেন তাদের ক্ষেত্রে এবং বর্তমানে যারা জেলা সঞ্চয় অফিস থেকে সঞ্চয়পত্র কিনেছেন। তাদের মধ্যে কারও মৃত্যু ঘটতে নমিনি কর্তৃক মৃতদাবী পেশ করতে হয় যত দ্রুত সম্ভব। সঞ্চয়পত্র ক্রয়কারীর মৃত্যুতে নমিনি দ্রুত আর্থিকপ প্রতিষ্ঠানগুলোকে অবহিত করতে হয়। মৃত্যুদাবী পরিশোধ করতে ব্যাংক অবশ্য তাদের নীতিমালা অনুসরণ করে।
সঞ্চয়পত্রের ক্ষেত্রে (নমিনী থাকিলে) যে সকল কাগজপত্র প্রয়োজন পড়বে
১। নমিনীর স্বাক্ষরিত আবেদন মােবাইল নম্বর সহ (২সেট)।
২। নমিনীর তিন কপি রঙ্গিন ছবি
৩। আমানতকারীর মৃত্যুর সনদ (বিধি-১২, জন্ম ও মৃত্যু নিবন্ধন (ইউনিয়ন পরিষদ) বিধিমালা, ২০০৬
৪। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের ফটোকপি।
৫। সঞ্চয়পত্র+সনাক্তকরন রশিদের ফটোকপি।
৬। সঞ্চয়পত্র বিক্রয় সিডিউলের ফটোকপি।
৭। সঞ্চয়পত্রের সর্বশেষ মুনাফা পরিশােধ সংক্রান্ত প্রত্যয়নপত্র।
৮। সঞ্চয়পত্রের বিক্রয়কৃত টাকা সঠিকভাবে হিসাবভুক্ত করা হয়েছিল মর্মে ‘ সহকারী পােস্টমাস্টার কর্তৃক প্রত্যয়ন।
৯। সঞ্চয়পত্র অদ্যবধি ভাঙ্গানাে হয়নি এবং অন্যত্র বদলী করা হয়নি মর্মে উপজেলা পােস্টমাস্টার কর্তৃক প্রত্যয়ন।
১০। এসসি-১ ফরমের কপি।
১১। এসসি-১৬ ফরম (ইউপিএম ফরমের ১-৪ নং অনুচ্ছেদ এবং১২ নং অনুচ্ছেদ পূরন করে দিবেন)
সঞ্চয়পত্রের ক্ষেত্রে (নমিনী না থাকিলে) যে সকল কাগজপত্র অতিরিক্ত জমা দিতে হবে
১। কোর্ট কর্তৃক প্রদত্ত সাকসেশন সনদের মূল কপি।
২। নিকট আত্নীয় সনদপত্র।
৩। উত্তরাধিকারীগনের সম্মতিপত্র।
৪। আমানকারীর পিতা-মাতা মারা গেলে মৃত্যুর সনদপত্র।
৫। পুনঃবিবাহ না করার সনদপত্র (মহিলাদের ক্ষেত্রে)।
মৃত দাবী পরিশোধের ক্ষেত্রে কাগজপত্র জমা সংক্রান্ত সূত্র: ডাউনলোড
সঞ্চয়পত্র ক্রয়ের সময় ফরম পূরণকালে নমিনি দিয়ে থাকলে অবশ্যই নমিনির স্বাক্ষর গ্রহণ করুন। নমিনির স্বাক্ষরে গরমিল দেখা দিলে পারিবারিক বা উত্তরাধিকার ভিত্তিতে নমিনি দাবী পরিশোধ করা হয়। তাই নমিনি’র স্বাক্ষর অন্য কোন ভাবে না দিয়ে, অবশ্যই নমিনিকে দিয়ে স্বাক্ষর করাবেন।