নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

সমন্বিত চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা ২০২৩ । প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাগণের ফেব্রুয়ারি, ২০০৭ হতে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত তালিকা

বাংলাদেশ সচিবালয়ের সকল মন্ত্রণালয়ের জেষ্ঠতা বা পদোন্নতির তালিকা একত্রে করা হয়েছে যে তালিকা হলে নন-ক্যাডার পদে ৯ম গ্রেডে পদোন্নতি প্রদান করা হইবে – সমন্বিত চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা ২০২৩

সচিবালয়ের সকল মন্ত্রণালয় একই সিনিয়রিটি? –সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) ফিডার পদধারী প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাগণের (ফেব্রুয়ারি, ২০০৭ হতে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত) সমন্বিত চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ। যা একটি সমন্বিত সিনিয়রিটি লিষ্ট হিসেবে পরিগণিত হবে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ সচিবালয়ে সহকারী সচিব (ক্যাডার বহিভূর্ত) এর ফিডার পদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাগণের (ফেব্রুয়ারি, ২০০৭ হতে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত) চূড়ান্তকৃত সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় কর্তৃক অনুমোদপূর্বক সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব-সাইটে নির্দেশক্রমে প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত উক্ত সমন্বিত জ্যেষ্ঠতা তালিকায় অন্তর্ভুক্ত কোন কর্মকর্তা মৃত্যুবরণ বা অবসর গমন করলে অথবা চাকরি থেকে স্বেচ্ছায় ইস্তফা প্রদান করলে স্বস্ব প্রশাসনিক মন্ত্রণালয়ের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়-কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

অফিস সহকারী হতে পদোন্নতি প্রাপ্ত সহ প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের সমন্বিত তালিকা / অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে এ তালিকা প্রস্তুত করা হয়েছে

প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাগণের এ তালিকা থেকেই সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদান করা হবে।

সমন্বিত চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ PDF Download

প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা হয়েছেন অফিস সহায়ক বা এমএলএসএস পদ হতেও । প্রথম যোগদানকৃত পদের নাম বা পদ যারা এ তালিকায় আসছে

  1. সাঁট:মুদ্রা: কাম কম্পিউটার অপারেটর
  2. সাঁট মুদ্রাক্ষরিক
  3. অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক
  4. ডাটা এন্ট্রি অপারেটর
  5. অফিস সহকারী
  6. সরাসরি প্রশাসনিক কর্মকর্তা
  7. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
  8. সরাসরি ব্যক্তিগত কর্মকর্তা
  9. নিম্ন: অধি: কর্মচারী
  10. অফিস সহায়ক
  11. কম্পিউটার অপারেটর
  12. এলডিএ
  13. এমএলএসএস
  14. বার্তা বাহক
  15. নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

সব ক্ষেত্রেও কি একইভাবে তালিকা হয়?

না। প্রতিটি দপ্তরেই আলাদা আলাদা নিয়োগ বা পদোন্নতি বিধিমালা রয়েছে। শুধুমাত্র সচিবালয় নন-ক্যাডার নিয়োগ বিধিমালা ২০১৪ অনুসারেই এমন জ্যেষ্ঠতা তালিকা প্রস্তুত করা হয়। মন্ত্রণায়েই কেবল এম.এলএসএস বা অফিস সহায়ক হতে সহকারী সচিব নন ক্যাডার পদে পদোন্নতি হয়ে থাকে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *