সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

সরকারি অফিসের বিদ্যমান পুরানো পদনাম পরিবর্তন।

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও এর অধিনস্থ অধিদপ্তর/ দপ্তর, রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের কিছু পদবি/ পদনাম অনেক পুরানো দিনের হওয়ায় পদনামগুলো সময়োপযোগী করার জন্য সরকার পদনাম পরিবর্তন করেছে। এ সংক্রান্ত পরিপত্র নিম্নে উপস্থাপন করা হলো। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

সওব্য-২ শাখা

www.mopa.gov.bd

নং ০৫.০০.০০০০.১৫১.১৬.০৩৬.১২.৫০ তারিখ: ০৪ ফেব্রুয়ারি ২০১৪ খ্রি:

পরিপত্র

বিষয় সরকারি অফিসে বিদ্যামন পুরানো পদনাম পরিবর্তন।

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও এর অধিনস্থ অধিদপ্তর/ দপ্তর, রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের কিছু পদবি/ পদনাম অনেক পুরানো দিনের হওয়ায় পদনামগুলো সময়োপযোগী করার জন্য সরকার পদনাম পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

(ক) গৃহীত সিদ্ধান্তের আলোকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীনস্থ অধিদপ্তর/ দপ্তরের বিদ্যমান পুরানো পদনাম পরিবর্তিত পদনাম নিম্নরুপ নির্ধারণ করা হলো:

০১. এমএলএসএস/দপ্তরী/পিয়ন/ডিম পরীক্ষক/শেয়ারিং এটেনডেন্ট/বুচার/টি-বার এ্যাসিসটেন্ট এর পরিবর্তিত পদ নাম অফিস সহায়ক।

০২. সুইপার/ ঝাড়ুদার/ক্লিনার /ফরাস/ পরিস্কারক পরিবর্তিত পদ নাম পরিচ্ছন্নতা কর্মী।

০৩. গার্ড/নাইট গার্ড/প্রহরী/নৈশ প্রহরী কাম দারোয়ান/চৌকিদার/গেট কিপার/নৈশ প্রহরী কাম দারোয়ান/গার্ড হাবিলদার/সিকিউরিটি গার্ড/ক্যাম্প গার্ড এর পরিবর্তিত নাম নিরাপত্তা প্রহরী।

০৪. মেসেঞ্জার/সাইকেল মেসেঞ্জার/বয় মেসেঞ্জার এর পরিবর্তিত নাম বার্তা বাহক।

০৫. কালেকটিং সরকার এর পরিবর্তিত পদনাম ক্যাশ সরকার।

০৬. স্টোর ম্যানিয়েল এর পরিবর্তিত নাম ভান্ডার কর্মী।

০৭. কুক/হোস্টেল কুক/পাচক (আই.বি) এর পরিবর্তিত নাম বাবুর্চি।

০৮. মশালচি এর পরিবর্তিত পদ নাম সহকারি বাবুর্চি।

০৯. ওয়াটার পাম্প ড্রাইভার/পাম্প ম্যান এর পরিবর্তিত পদনাম পাম্প চালক।

১০. লিডিং ফায়ারম্যান কাম ফায়ার হাইড্রেন্ট অপারেট এর পরিবর্তিন নাম ফায়ারম্যান কাম ফায়ার হাইড্রেন্ট অপারেটর।

১১. গ্রীজার কাম পাম্প ড্রাইভার এর পরিবর্তিত পদ নাম গ্রীজার কাম পাম্প চালক।

১২. এস,এস, ওয়ারম্যান/এস,এ, লাইনম্যান/এস,এস, ই:ফিটার/এস,এস,এলসি ডব্লিউম্যান এর পরিবর্তিত পদ নাম ইলেকট্রিশিয়ান (ওয়ারিং/ওভারহেড/ইলেকট্রিক্যাল/ফিটিং/ওভারহেড এন্ড ওয়্যারিং)

১৩. টাইপ ডিস্ট্রিবিউটর এর পরিবর্তিত পদ নাম বাইন্ডিং সহকারি।

১৪. বেবী টেক্সী ড্রাইভার এর পরিবর্তিত পদ নাম ড্রাইভার।

১৫. গাড়ী সহকারী এর পরিবর্তিত পদ নাম হেলপার।

১৬. জি অপারেটর/গেস্টেটনার অপারেটর/ব্লু প্রিন্টার/ডুপ্লিকেটিং মেশিন অপারেটর/সাইক্লোস্টাইল মেশিন অপারেটর এর পরিবর্তিত পদ নাম ফটোকপি অপারেটর।

১৭. নিরাপত্তা প্রহরী অধিনায়ক এর পরিবর্তিত পদ নাম গার্ড কমান্ডার।

১৮। ট্রাক সহকারী এর পরিবর্তিত পদ নাম ট্রাক হেলপার।

(খ) রাষ্ট্রপতির কার্যালয়ের বিদ্যমান পুরানো পদনামসমূহের পরিবর্তিত পদনাম নিম্নরূপ হবে:

০১. হেডকুক এর পরিবর্তিত পদ নাম প্রধান বাবুর্চি।

০২. কুক এর পরিবর্তিত পদ নাম বাবুর্চি।

০৩. চাপরাশি এর পরিবর্তিত পদ নাম অফিস সহায়ক।

০৪. কুকমেট এর পরিবর্তিত পদ নাম সহকারী বাবুর্চি।

০৫. মশলাচি এর পরিবর্তিত পদ নাম সহকারি বাবুর্চি সুপারিশ করা হয়েছে।

০৬. হাউজ ক্লিনার এর পরিবর্তিত পদ নাম ভবন পরিচার্যাকারী সুপারিশ করা হয়েছে।

(গ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিদ্যমান পুরানো পদনামসমূহের পরিবর্তিত পদনাম নিম্নরূপ হবে:

০১. কুক মেট এর পরিবর্তিত পদ নাম সহকারি বাবুর্চি সুপারিশ করা হয়েছে।

০২. খিদমতগার এর পরিবর্তিত পদ নাম পরিচর্যাকারী সুপারিশ করা হয়েছে।

০৩. আবদার এর পরিবর্তিত পদ নাম পরিবেশনকারী সুপারিশ করা হয়েছে।

০৪. বাবুর্চি এর পরিবর্তিত পদ নাম বাবুর্চি সুপারিশ করা হয়েছে।

০৫. ক্ষৌরকার এর পরিবর্তিত পদ নাম Hair Dresser সুপারিশ করা হয়েছে।

শর্ত:

  • বর্ণিত পদবিসমূহ পরিবর্তনের ক্ষেত্রে কার্যপরিধি, পদমর্যাদা, বেতন ভাতাদি কোন পরিবর্তন হবে না।
  • কোন আর্থিক সংশ্লেষ না থাকায় এ বিষয়ে অর্থ বিভাগের সম্মতি গ্রহনের প্রয়োজন হবে না।
  • আদেশ জারির তারিখ হতে পরিবর্তিত পদনাম কার্যকর হবে।

সাক্ষরিত/-

০৪/০২/২০১৪

(আবদুস সোবহান সিকদার)

সিনিয়র সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি অফিসের বিদ্যমান পুরানো পদনাম পরিবর্তন সংক্রান্ত পরিপত্রটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *