সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

সরকারি অফিসে এসি ব্যবহার নির্দেশিকা ২০২৫ । বিদ্যুৎ সাশ্রয়ে কত তাপমাত্রা নিচে এসি চালানো যাবে না?

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের অভীষ্ট তাপমাত্রা নির্ধারণ করে দিয়েছে-সরকারি অফিসে এসি ব্যবহার নির্দেশিকা ২০২৫

সর্বনিম্ন তাপমাত্রা কত হবে? বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের অভীষ্ট তাপমাত্রা সর্বনিম্ন ২৫° সেলসিয়াসে নির্ধারণের পরামর্শ পাওয়া গেছে। এবার রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময়ে শুরু হবে। সেজন্য আসন্ন মৌসুমে বিদ্যুতের চাহিদা বহুলাংশে বৃদ্ধি পাবে। শীতাতপ থার্মোস্ট্যাট নির্ধারিত তাপমাত্রায় ব্যবহারের মাধ্যমে এ চাহিদা নিয়ন্ত্রণ করা সম্ভব।

ব্যাংকের ক্ষেত্রেও কি একই নির্দেশনা? হ্যাঁ। সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫° সেলসিয়াস বা এর উপরে নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ সংক্রান্ত সিদ্ধান্ত বিভিন্ন ব্যবসায় সংগঠনের মাধ্যমে বেসরকারি খাতকে অবহিতকরণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকে অবহিতকরণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনজিও বিষয়ক ব্যুরোকে অনুরোধ করা হয়েছে।

সরকারি বিদ্যুৎ যেভাবে সাশ্রয় করা যাবে । এসি ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশনা মানতে হবে

 

 

এসি ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়ের কিছু কার্যকর উপায় কি? ইনভার্টার এসি ব্যবহার: ইনভার্টার এসি চালু করার সময় দ্রুত কুলিং করে ঘর ঠান্ডা হয়ে গেলে কুলিং ধীর গতি হয়ে যায়, ফলে বিদ্যুৎ খরচ অনেক কম হয়। ঘরের তাপমাত্রা অনুযায়ী কমপ্রেসর নিয়ন্ত্রণ করে এই যন্ত্র, যে কারণে কমপ্রেসর বহু দিন টেকসই হতে পারে।

তাপমাত্রা নিয়ন্ত্রণ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) অভীষ্ট তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণের পরামর্শ দিয়েছে।   এসির তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন। নিয়মিত সার্ভিসিং: নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে এবং মাঝে মাঝে এসি সার্ভিসিং করাতে হবে। এসি নিয়মিত সার্ভিসিং করালে মেশিনে সমস্যা তৈরি হয়ে বেশি বিদ্যুৎ খরচ হওয়ার সম্ভাবনা কমে।

ঘরের পরিবেশ: ঘরের দরজা-জানালা বন্ধ করে এসি চালালে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং বিদ্যুৎ সাশ্রয় হয়। এসি বসানোর জন্য উপযুক্ত দেওয়াল বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। যেমন- বেলকনির উল্টো দেওয়ালে ও পশ্চিমমুখী দেওয়াল বাদে এসি বসালে ঘর দ্রুত ঠান্ডা হবে এবং বিদ্যুৎ খরচ কমতে পারে।  অন্যান্য বিষয়:
ঘরের জানালা, দরজা ও চারপাশে কোন ছিদ্র আছে কিনা তা পরীক্ষা করুন। যদি কোন ছিদ্র থাকে তা বন্ধ করতে এবং এসির ঠান্ডা বাতাসকে, বাইরে বেরিয়ে যাওয়া থেকে আটকাতে Weather stripping ব্যবহার করুন।   রাতে তাপমাত্রা কমে গেলে, এসি বন্ধ করে জানালা খুলে দিন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।