এস,আর,ও নং-৩৫ আইন/২০২১।-সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৫৯(১), ধারা ১০ এর সহিত পঠিতব্য, এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিল।
১। শিরোনাম ও প্রবর্তন।
২। সংজ্ঞা।
৩। বৈদেশিক বা বেসরকারি চাকরির প্রার্থিতা নিয়ন্ত্রণ, ইত্যাদি।
৪। লিয়েন অর্জন ও বিলুপ্ত।
৫। শূন্য পদের তথ্য প্রদান।
৬। চাকরি সম্পর্কিত তথ্য প্রচার।
৭। আবেদনপত্র আহবান, মনোনয়ন ও নিয়ন্ত্রণ।
৮। আবেদনপত্র দাখিল, ইত্যাদি।
৯। চূড়ান্তভাবে নির্বাচনের পর অনুসরণীয় পদ্ধতি।
১০। সিদ্ধান্ত প্রদান।
১১। লিয়েন মঞ্জুরের শর্ত।
১২। অনুমতি পত্র, অঙ্গীকার নামা, ইত্যাদি।
১৩। লিয়েন হইতে প্রত্যাবর্তন।
১৪। ডাটাবেজ সংরক্ষণ।
১৫। অসুবিধা দূরীকরণ।
১৬। রহিতকরণ ও হেফাজত।
সরকারি কর্মচারী লিয়েন বিধিমালা ২০২১: ডাউনলোড