সরকারি নৈমিত্তিক ছুটি নিয়ে বিদেশ যাওয়া যায় না- কোন স্থান দর্শন বা চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে আপনাকে অবশ্যই অর্জিত ছুটি নিতে হবে- চাইলে বিনা বেতনে ছুটিও নিতে পারেন – সরকারি ছুটি নিয়ে বিদেশ যাওয়ার নিয়ম
বহিঃ বাংলাদেশ ছুটি কি? – বহিঃ বাংলাদেশ মানে বাংলাদেশের বাইরে অর্থাৎ বিদেশে যাওয়ার ছুটি। বেড়াতে বা অসুস্থতাজনিত কারণে চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষার জন্য সরকারি কর্মচারীদের বিদেশ যেতে হয় এক্ষেত্রে এমন ছুটি নিতে হয়। এ ছুটি অর্জিত ছুটি হতে বিয়োগ হয় এবং নৈমিত্তিক বা ক্যাজুয়াল ছুটি নিয়ে বিদেশ যাওয়া যায় না। শুধু অর্জিত ছুটি নিলেও বিদেশ যাওয়া যায় না। এক্ষেত্রে অর্জিত ছুটিকে বহি: বাংলাদেশ ছুটিতে মঞ্জুরী নিলেই কেবল বিদেশ যাওয়া যাবে।
নৈমিত্তিক ছুটি কি? সামান্য শারীরিক অসুস্থতা বা কোন ব্যক্তিগত প্রয়োজনে একটি পঞ্জিকা বর্ষে ২০ দিন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কোন সরকারী কর্মচারী/কর্মকর্তা যে ছুটি ভোগ করেন তাকে Cl/সি এল বা ক্যাজুয়াল বা নৈমিত্তিক ছুটি বলে। নৈমিত্তিক ছুটি মূলত ছুটি হিসেবে গণ্য হয় না, অর্থাৎ কোন জমাকৃত ছুটির হিসাব হতে বাদ যায় না। নৈমিত্তিক ছুটি ১৮ প্রকার ছুটির এক প্রকার ছুটি হলেও এটিতে থাকাকালীন যে কোন সময় বাতিল করা যায়।
শ্রান্তি বিনোদন ছুটি কি বিদেশ কাটানো যাবে? হ্যাঁ। একই নিয়মে শ্রান্তি বিনোদন ছুটিকে বহি: বাংলাদেশ ছুটিতে রূপান্তরের জন্য আবেদন করতে হবে। প্রথমে অফিস কর্তৃপক্ষ শ্রান্তি বিনোদন ছুটির আদেশ জারি করবে। সেই কপি সহ নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর বহি: বাংলাদশ ছুটির আদেশ বা জিও জারির জন্য আবেদন করতে হবে। সরকারি কর্মচারী প্রতি ০৩ (তিন) বছর অন্তর অন্তর শ্রান্তি ও বিনোদন ছুটি হিসাবে ১৫ দিন ছুটি ভোগ করতে পারে। এ ছুটি কাটাতে তাকে ঐ সময়ের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান সহ ১৫ দিনের ছুটি মঞ্জুর করা হয়।
বহিঃ বাংলাদেশ ছুটি বিধিমালা বা নিয়ম । বহিঃ বাংলাদেশ ছুটির মেয়াদ কত দিন?
ছুটি হইতে প্রত্যাবর্তনের পর যোগদানপত্র দাখিলের মাধ্যমে প্রত্যাবর্তনের বিষয়টি রিপোর্ট করিতে হইবে। এই বিধি অনুরূপ বিধান এফ আর (এস আর) ২৪০ তে সন্নিবেশিত আছে। (৩৩) দুই মাসের অধিককাল ছুটি ভোগের পর গেজেটেড কর্মকর্তা তাহার পদায়নের আদেশ গ্রহণ করিবেন। অনধিক দুই মাসের ছুটি ভোগের পর অন্যকোন আদেশ না দেওয়া হইলে পূর্ব পদেই যোগদান করিবেন। বিধি-(৩৪) অন্য কোন বিশেষ আদেশ না থাকিলে ছুটি মঞ্জুরের তারিখের ৩৫ দিনের মধ্যে ছুটি আরম্ভ হইবে।
Caption: Download Word File
বহি: বাংলাদেশ ছুটি । বিদেশ যেতে সরকারি কর্মচারীদের কোন ছুটি নিতে হয়?
- অর্জিত ছুটি দেশের বাইরে কাটানো।
- বিদেশে যাওয়ার পূর্বেই অনুমোদন লাগবে।
- যোগদানের তারিখ লাগবে।
- বিদেশে অবস্থানকালে CL নেয়া যায় না।
বহিঃ বাংলাদেশ ছুটি মঞ্জুরের কত দিনের মধ্যে ছুটি কাটাতে হয়?
ছুটি হইতে প্রত্যাবর্তনের পর যোগদানপত্র দাখিলের মাধ্যমে প্রত্যাবর্তনের বিষয়টি রিপোর্ট করিতে হইবে। এই বিধি অনুরূপ বিধান এফ আর (এস আর) ২৪০ তে সন্নিবেশিত আছে। (৩৩) দুই মাসের অধিককাল ছুটি ভোগের পর গেজেটেড কর্মকর্তা তাহার পদায়নের আদেশ গ্রহণ করিবেন। অনধিক দুই মাসের ছুটি ভোগের পর অন্যকোন আদেশ না দেওয়া হইলে পূর্ব পদেই যোগদান করিবেন। বিধি-(৩৪) অন্য কোন বিশেষ আদেশ না থাকিলে ছুটি মঞ্জুরের তারিখের ৩৫ দিনের মধ্যে ছুটি আরম্ভ হইবে। তবে প্রকৃত যাত্রার তারিখ হতে ছুটি গণনা হইবে কথাটি উল্লেখ থাকলে পরবর্তী যে কোন সময়ে যাওয়া যায়।
বহিঃ বাংলাদেশ ছুটির আবেদন নমুনা । বিদেশে চিকিৎসার জন্য ছুটির আবেদন Word File