বেতন ভাতা বা আনুষাঙ্গিক ব্যয়ের বিল যিনি আহরণ (Draw) করেন তিনিই অতি ব্যয়ের জন্য দায়ী হইবেন। পূর্ব নিরীক্ষা না করিয়াই বিল পরিশোধ করিলে ট্রেজারি অফিসার গাণিতিক গণনায় ভুলের জন্য দায়ী হইবেন।
অতএব, প্রাথমিকভাবে অতি ব্যয়ের জন্য আয়ন অফিসার দায়ী হইবেন এবং তাহার নিকট উক্ত অর্থ আদায় করা সম্ভব না হইলে ট্রেজারি অফিসার অথবা বিলে প্রতি-স্বাক্ষরকারী অফিসার উভয়ের যে কোন একজনের নিকট হইতে কর্তব্য অবহেলার জন্য অতি ব্যয়ের অর্থ আদায় করিতে হইবে।
পুরাতন পোস্ট
ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের নিম্নেবর্ণিত ক্যাটাগরীকে হ্রাস করণ।
০১। মাসিক ৪০,০০০ টাকা পর্যন্ত ০% ।
০২। ৪০,০০১ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ১০%।
০৩। ১,০০,০০১ টাকা থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত ১৫%।
০৪। ২,০০,০০১ টাকা হতে তদুর্ধ্ব ২০% পর্যন্ত ২০%।
০৫। উপ-ব্যবস্থাপনা পরিচালক ২৫% ।
০৬। ব্যবস্থাপনা পরিচালক ৮,০০,০০০ টাকা অপরিবর্তিত থাকতে হবে।
এছাড়াও ইনক্রিমেন্ট ও ইনসেনটিভ এবং বোনাস ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বন্ধ থাকবে। কোন প্রকার সেমিনার বা সভায় কোন সম্মানী গ্রহণ করতে পারবেন না। বিশেষ প্রয়োজন ছাড়া সকল প্রকার নিয়োগ বন্ধ থাকবে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকুচিত করা হয়েছে।
বিস্তারিত আল আরাফাহ ইসলামী ব্যাংক লি: এর পরিচালনা পর্ষদের একটি প্রস্তাবনা দেখে নিতে পারেন: ডাউনলোড