আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে পড়লে আপনি পিপিআর-২০০৮ এবং পিপিএ ২০০৬ সম্পর্কে বলতে পারবেন এবং ক্রয়ের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।  বিভিন্ন প্রকার ক্রয়ের জন্য আদর্শ দরপত্র দলিল চিহ্নিত করতে পারবেন এবং দরপত্র দলিল তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবেন। পিপিআর এর উদ্দ্যেশ্য বিশ্লেষণ সহ বিস্তারিত আলোচনা করা হল।

সূচীপত্র

পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (২০০৬ সনের ২৪ নং আইন) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর আলোকে স্বল্প মূল্যের ক্রয় বাস্তবায়ন।

পিপিআর ২০০৮

পিপিআর মোতাবেক ক্রয়ের ধরণ ২০২২

  • পণ্য ক্রয়
  • কার্য ক্রয়
  • সেবা ক্রয়

পণ্য(Goods): পণ্য অর্থ কাঁচামাল, উৎপাদিত পণ্যদ্রব্য ও যন্ত্রপাতি এবং কঠিন, তরল বা বায়বীয় আকারে পণ্যদ্রব্য, বিদ্যুৎ, প্রস্তুতকৃত কম্পিউটার সফটওয়্যার (off-the-shelf) ও অন্যান্য তথ্য প্রযুক্তিজাত অথবা সমজাতীয় সফটওয়্যার এবং পণ্য সংশ্লিষ্ট সেবা, যদি উহার মূল্য পণ্যের মূল্য অপেক্ষা অধিক না হয়। [বিধি ২ এর উপ-বিধি (ক)(৩০)]

কার্য(Works): কার্য অর্থ রেলপথ, রাস্তা, সড়ক, মহাসড়ক বা কোনো ভবন, অবকাঠামো বা কাঠামো বা স্থাপনা নির্মাণ, পুনঃনির্মাণ, সাইট প্রস্তুতকরণ, অপসারণ, মেরামত, রক্ষণাবেক্ষণ বা নবরূপদান সংক্রান্ত সকল কাজ, অথবা খননকার্য, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সংস্থাপন, ডেকোরেশনসহ যে কোনো প্রকারের নির্মাণকাজ, এবং উহার সহিত সংশ্লিষ্ট ভৌত সেবা যদি উহার মূল্য কার্যের মূল্য অপেক্ষা অধিক না হয়। [বিধি ২ এর উপ-বিধি (ক)(১২)]

সেবা(Services): সেবা অর্থ পণ্য সংশ্লিষ্ট সেবা, ভৌত সেবা, বা বুদ্ধিভিত্তিক ও পেশাগত সেবা। [বিধি ২ এর উপ-বিধি (ক)(৫৮)]

ভৌত সেবা(Physical Services): ভৌত সেবা অর্থ নিম্নবর্ণিত পরিমাপনীয় সেবা-

(ক) পণ্য সরবরাহ বা কার্য সম্পাদনের সহিত সম্পর্কিত সুযোগ-সুবিধা প্রদানকারী উপকরণাদি বা কোনো প্রতিষ্ঠানের ভবন ও সরঞ্জাম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, জরিপ, অনুসন্ধানমূলক খননকার্য; বা

(খ) নিরাপত্তা সেবা, পরিবেশন সেবা, ভূ-তত্ত্ব বিষয়ক সেবা বা তৃতীয় পক্ষ প্রদত্ত সেবা সংক্রান্ত একক সেবাদানমূলক চুক্তিভ [বিধি ২ এর উপ-বিধি (ক)(৪৩)]

ক্রয় সংক্রান্ত বিভিন্ন কর্তৃপক্ষ ২০২২

অনুমোদনকারী কর্তৃপক্ষ(Approving Authority): অনুমোদনকারী কর্তৃপক্ষ অর্থ আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ মোতাবেক পণ্য, কার্য বা সেবা ক্রয়ের জন্য চুক্তি সম্পাদনের অনুমোদন প্রদানকারী কর্তৃপক্ষ। [বিধি ২ এর উপ-বিধি (১)]

ক্রয়কারী (Procuring Entity(PE)): ক্রয়কারী অর্থ সরকারি তহবিলের অর্থ দ্বারা পণ্য, কার্য, বা সেবা ক্রয়ের জন্য প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসম্পন্ন কোনো ক্রয়কারী[বিধি ২ এর উপ-বিধি (১৪)]

ক্রয়কারী কার্যালয় প্রধান (Head of Prouring Entity(PE)): ক্রয়কারী কার্যালয় প্রধান অর্থ কোনো মন্ত্রণালয় বা বিভাগের সচিব, সরকারি অধিদপ্তর বা পরিদপ্তরের প্রধান, বা ক্ষেত্রমত বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, জেলা জজ বা পদনাম নির্বিশেষে কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানবা কর্পোরেশন অথবা কোম্পানী আইনের অধীন নিগমিত কোনো সংস্থার প্রধান নির্বাহী। [বিধি ২ এর উপ-বিধি (১৫)]

Procurement Method

Open Tendering method

Open Tendering Method (OTM)

Rule- 61: Aspects of OTM:

  • Eligible Tenderers through public- advertisement
  • Allowing the minimum time for submission as
    specified
  • Urgent National need GoB may reduce time
  • Issuance of TD to Pre- qualified applicants- only in case of Pre-Qualification

Application for other tendering

Direct Cash Purchase Method

Procurement Method (International)

OTM International: Rule- 83-Terms and conditions

  • Sufficient time for the submission of Tenders, invitation to reach all potential Tenderers
  • Specifications based upon international-standards
  • Acceptable Tender currencies
  • Currency of Performance securities
  • Currency of the contract price

table of content PPR

ক্রয়ের বিভিন্ন ধাপ (ধারাবাহিক)

  • Preparatory Works (Needs Analysis, Budgeting, APP, Specification, Official Cost Estimate)
  • Document Preparation – Rule 4
  • Advertisement- Rule 90
  • Tender Preparation By Tenderer
  • Dropping and Opening – Rule 97,118
  • Evaluation and Recommendation Rule 20,98,119,120
  • Approval of ER – Rule 36,11

ক্রয়ের বিভিন্ন ধাপ (ধারাবাহিক)

  • NOA (Notification of Award) – Rule 37
  • Contract Agreement- Rule 38,39,40,41
  • Completion – Rule-102,126,39(31)
  • Site/ supply acceptance –Rule 39(33)
  • Final Payment- Rule- 39(13,14,15,16,20,23,29)
  • Return of PS/RM – Rule 22-28

অভ্যন্তরীণ ক্রয়: কোটেশন প্রদানের জন্য অনুরোধ জ্ঞাপন (আরএফকিউ) পদ্ধতি ( Rule- 69)

বাজারে বিদ্যমান প্রমিত মানের স্বল্প মূল্যের সহজলভ্য পণ্য ও সংশিষ্ট সেবা, এবং স্বল্পমূল্যের সাধারণ কার্য ও ভৌত সেবা ক্রয়ের ক্ষেত্রে তফসিল-২ এ উন্নয়ন এবং রাজস্ব বাজেটের জন্য পৃথকভাবে নির্দিষ্টকৃত মুল্যসীমা অতিক্রম না করা সাপেক্ষে। [বিধি ৬৯ (১)]

অপপ্রয়ােগ রােধ নিশ্চিতকল্পে, ক্রয়কারী কার্যালয় প্রধান কোটেশন প্রদানের অনুরােধ জ্ঞাপন পদ্ধতির প্রয়ােগ কঠোরভাবে নিয়ন্ত্রণ করিবেন এবং এই বিধিতে উলিখিত আইটেমসমুহের মধ্যেই যেন ক্রয় সীমিত থাকে তাহার নিশ্চয়তা বিধান করিবেন। [বিধি ৬৯(২)]।

অনুমােদিত ক্রয় পরিকল্পনায় সংশিষ্ট ক্রয়ের জন্য কোটেশন পদ্ধতি নির্ধারিত না থাকিলে, কোটেশন প্রদানের অনুরােধ জ্ঞাপন পদ্ধতি প্রয়ােগের ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার লিখিত অনুমােদন আবশ্যক হইবে। [বিধি ৬৯(৩)]

কোটেশন প্রদানের জন্য অনুরোধ জ্ঞাপন (আরএফকিউ) পদ্ধতি (চলমান) Rule- 70

আবশ্যক তথ্য, দলিলাদি, ইত্যাদি

  • বৈধ ট্রেড লাইসেন্স (হালনাগাদ নবায়নকৃত);
  • আয়কর সনাক্তকরণ নম্বর (TIN);
  • ভ্যাট নিবন্ধন সংক্রান্ত দালিলিক প্রমাণাদি;
  • আর্থিক স্বচচ্ছলতার সমর্থনে ব্যাংক প্রদত্ত সনদপত্র।
  • এ সংক্রান্ত আদর্শ দরপত্র দলিল ব্যবহার করিতে হইবে।
  • দরপত্র জামানতের প্রয়ােজন হইবে না।

কোটেশন আহ্বানের ক্ষেত্রে অনুসরণীয় কার্যপ্রণালী Rule- 71

  • পত্র, ফ্যাক্স বা ই-মেইলের মাধ্যমে কোটেশন আহ্বান, সর্বশেষ সময়সীমা উল্লেখ থাকবে।
  • পত্রিকায় প্রকাশের প্রয়ােজন নেই, তবে ক্রয়কারীর নােটিশ বাের্ড এবং ওয়েবসাইটে (যদি থাকে)
    প্রকাশ করিতে হইবে।
  • কোটেশন দলিলের জন্য কোনাে মূল্য আদায় করা যাইবে না।
  • সময়সীমা যথাসম্ভব কম বা যুক্তিসংগত হইবে। সর্বোচ্চ ১০ দিন।
  • দরপত্রদাতাগল্পে সুনাম এবং যােগ্যতা বিবেচনাপুর্বক সতর্কতার সঙ্গে দরপত্রদাতা নির্বাচন। করিয়া কোটেশন দাখিলের আহ্বান জানাইবে।
  • ক্রয়কারী যথাসম্ভব সর্বোচ্চ সংখ্যক দরদাতার নিকট হইতে কোটেশন আহ্বান করিবে। এবং দরপত্রদাতাগণ কর্তৃক উদ্ধৃত দরের প্রতিযােগিতামূলক ভিত্তি নিশ্চিত করিবার লক্ষ্যে কমপক্ষে ৩(তিন)টি রেসপনসিভ কোটেশন আবশ্যক হইবে ।

কোটেশন দাখিল পদ্ধতি Rule-72

  • সীলগালাকৃত খামে অথবা, ফ্যাক্স বা ই-মেইলের মাধ্যমে কোটেশন দাখিল করা যাইবে ।
  • কোটেশন গ্রহণের সময় উল্লেখপূর্বক সীলমােহর প্রদান করিয়া গ্রহণ করিতে হইবে । এবং প্রাপ্ত কোটেশনসমূহ উন্মুক্ত না করিয়া নির্ধারিত তারিখে উহা দরপত্র মূল্যায়ন কমিটির নিকট প্রেরণ
    করিবে ।
  • নির্ধারিত সময়ের মধ্যে কমপক্ষে ৩টি গ্রহণযােগ্য কোটেশন পাওয়া না গেলে অন্যান্য দরপত্রদাতা (যাহাদের কোটেশন প্রদান করা হয়েছিল। গল্পে সাথে যােগাযােগ করিয়া কোটেশন গ্রহণ করা যাইবে ।।
  • অতি জরুরী না হইলে, বা ইতােমধ্যে কমপক্ষে ৩ টি গ্রহণযােগ্য কোটেশন না পাইলে কোটেশন দাখিলের জন্য সময় বৃদ্ধি করা যাইবে ।

কোটেশন মূল্যায়ন Rule-73

সর্বশেষ সময়সীমার পর ঐ তারিখেই মূল্যায়ন।

  • অনুরােধ জ্ঞাপনপত্রে উল্লেখিত শর্তাদি পূরণ হয়েছে কি না যাচাই পূর্বক সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ প্রদানের জন্য নির্বাচিত করা হইবে।
  • পণ্যের ক্ষেত্রে ক্রয়াদেশ এবং কার্য ও ভৌত সেবার ক্ষেত্রে চুক্তিপত্র স্বাক্ষরের জন্য আমন্ত্রণ জানাইতে হইবে।
  • কমপক্ষে ৩ টি গ্রহণযােগ্য কোটেশন পাওয়া না গেলে ক্রয়কারী কোটেশনসমূহ বাতিল করতে পারেন বা অন্য কোনাে পদ্ধতিতে ক্রয় সম্পন্ন করার জন্য ক্রয় পরিকল্পনা সংশােধনের জন্য ক্রয়কারী কার্যালয় প্রধানের নিকট প্রস্তাব করতে পারেন।
  • মূল্যায়ন প্রতিবেদনে সকল দরদাতার মুল্যসহ নামের তালিকা থাকতে হইবে।

ক্রয় সীমা

পিপিআর-২০০৮ এবং পিপিএ ২০০৬ মোতাবেক ক্রয়ের বিভিন্ন পদ্ধতি ২০২২ : ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2976 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *