আর্থিক ক্ষমতা অর্পন নীতিমালা ২০২০ এর কলাম ৭১ এর (গ) অনুসারে সরাসরি ক্রয় পদ্ধতি অর্থাৎ Direct Cash Purchase পদ্ধতিতে সর্বোচ্চ ২৫,০০০/- টাকার পন্য বা সেবা ক্রয় করা যাবে।
(গ) সরাসরি নগদ ক্রয় (Cash Purchase): একক ক্ষেত্রে ২৫,০০০/- টাকা। তবে বছরে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। ক থেকে ঘ শ্রেণী পর্যন্ত এ ক্ষমতা দেয়া হয়েছে। ক বলতে বিভাগ ও আঞ্চলিক পর্যায়ের অফিস এবং ঘ শ্রেণী বলতে উপজেলা পর্যায়ের অফিস প্রধানকে বোঝানো হয়েছে।
সরাসরি ক্রয়ের ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ১০ লক্ষ টাকার পন্য বা সেবা ক্রয় করা যাবে।
আর্থিক ক্ষমতা অর্পণ নীতিমালা ২০২০ : ডাউনলোড
তাই পন্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে RFQ এর বিকল্প নেই। বাজেট ব্যয়ে নিলাম পদ্ধতি অনুসরণই হতে পারে বিধিসম্মত।