প্রশাসন I একাউন্টস I অডিট আপত্তি

সরাসরি ক্রয়ে বছরে সর্বোচ্চ ১০ লক্ষ টাকার পন্য বা সেবা ক্রয়!

আর্থিক ক্ষমতা অর্পন নীতিমালা ২০২০ এর কলাম ৭১ এর (গ) অনুসারে সরাসরি ক্রয় পদ্ধতি অর্থাৎ Direct Cash Purchase পদ্ধতিতে সর্বোচ্চ ২৫,০০০/- টাকার পন্য বা সেবা ক্রয় করা যাবে। 

(গ) সরাসরি নগদ ক্রয় (Cash Purchase): একক ক্ষেত্রে ২৫,০০০/- টাকা। তবে বছরে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। ক থেকে ঘ শ্রেণী পর্যন্ত এ ক্ষমতা দেয়া হয়েছে। ক বলতে বিভাগ ও আঞ্চলিক পর্যায়ের অফিস এবং ঘ শ্রেণী বলতে উপজেলা পর্যায়ের অফিস প্রধানকে বোঝানো হয়েছে।

সরাসরি ক্রয়ের ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ১০ লক্ষ টাকার পন্য বা সেবা ক্রয় করা যাবে।

আর্থিক ক্ষমতা অর্পণ নীতিমালা ২০২০ : ডাউনলোড

 

তাই পন্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে RFQ এর বিকল্প নেই। বাজেট ব্যয়ে নিলাম পদ্ধতি অনুসরণই হতে পারে বিধিসম্মত।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *