সরকারি কর্মচারীদের আর্থিক প্রয়োজন মেটানোর একমাত্র অবলম্বন সাধারণ ভবিষ্য তহবিল হইতে অগ্রিম গ্রহণ। এজন্য ফরম পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হয়।
মূল হিসাবের এজি অফিস কপি যুক্ত করতে হবে। ফেরৎযোগ্য অগ্রিমের পরিমাণ উল্লেখ করতে হয়। পূর্বে ঋণ নিয়ে থাকলে বিস্তরিত উল্লেখ করতে হয়। জিপিএফ নম্বর সঠিক ভাবে লিখতে হয়। স্বাক্ষর যুক্ত করে যথাযথ কর্তৃপক্ষের নিকট মঞ্জুরীর জন্য প্রেরণ করতে হয়।
একাধিক অগ্রিম গ্রহণ করে থাকলে প্রতিটি অগ্রিমের বিস্তারিত বিবরণ দিতে হবে। যেমন, অগ্রিম নেয়ার তারিখ, পরিশোধিত কিস্তির পরিমাণ, অবশিষ্ট ইত্যাদি।
- Govt. Washing Allowance 2025 । ধোলাই ভাতা কখন ও কারা পাবেন?
- সরকারি অফিসে এসি ব্যবহার নির্দেশিকা ২০২৫ । বিদ্যুৎ সাশ্রয়ে কত তাপমাত্রা নিচে এসি চালানো যাবে না?
- আনসার রেশন সুবিধা ২০২৫ । বাহিনীর সদস্য দৈনিক রেশন ভাতা ১২০ টাকা পায়?
- আনসার সদস্যদের বেতন-ভাতা ২০২৫ । ১০ হাজার টাকা করে দুটি উৎসব ভাতা পায়?
- আনসার বেতন ২০২৫ । একজন ব্যাটালিয়ন আনসার এর মাসিক মূল বেতন ১৭ গ্রেডে ৯০০০ টাকা?
- ফরমটি নিয়ে নিন: ডাউনলোড
- একাধিক অগ্রিম গ্রহণ করে থাকলে এই ফরম টি নিন: ডাউনলোড Word Format