সরকারি কর্মচারীদের আর্থিক প্রয়োজন মেটানোর একমাত্র অবলম্বন সাধারণ ভবিষ্য তহবিল হইতে অগ্রিম গ্রহণ। এজন্য ফরম পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হয়।
মূল হিসাবের এজি অফিস কপি যুক্ত করতে হবে। ফেরৎযোগ্য অগ্রিমের পরিমাণ উল্লেখ করতে হয়। পূর্বে ঋণ নিয়ে থাকলে বিস্তরিত উল্লেখ করতে হয়। জিপিএফ নম্বর সঠিক ভাবে লিখতে হয়। স্বাক্ষর যুক্ত করে যথাযথ কর্তৃপক্ষের নিকট মঞ্জুরীর জন্য প্রেরণ করতে হয়।
একাধিক অগ্রিম গ্রহণ করে থাকলে প্রতিটি অগ্রিমের বিস্তারিত বিবরণ দিতে হবে। যেমন, অগ্রিম নেয়ার তারিখ, পরিশোধিত কিস্তির পরিমাণ, অবশিষ্ট ইত্যাদি।
- অর্জিত ছুটি ভোগের নিয়ম ২০২৫ । গড় বেতনে অর্জিত ছুটি ব্যক্তিগত বা পারিবারিক কারণে সর্বোচ্চ ০৪ মাস নেয়া যাবে
- চিকিৎসালয় ছুটির বিধি বিধান ২০২৫ । প্রতি ৩ বৎসর সময়কালের জন্য ৩ মাসের অধিক হবে না
- Govt. Earn Leave Accumulated by Duty 2025 । যে সকল ছুটিতে থাকাকালীন ছুটি অর্জিত হইবে না
- সরকারি চাকরি নিয়ে ৬টি গুরুত্বপূর্ণ বিধি ২০২৫ । যোগদানকাল কি ৩০ দিন পর্যন্ত বৃদ্ধি করা যাবে?
- সরকারি বহিঃবাংলাদেশ ছুটির আবেদন নমুনা ২০২৫ । বিদেশে চিকিৎসার জন্য ছুটির আবেদন নমুনা সংগ্রহ করুন [Word File]
- ফরমটি নিয়ে নিন: ডাউনলোড
- একাধিক অগ্রিম গ্রহণ করে থাকলে এই ফরম টি নিন: ডাউনলোড Word Format