Loan or Advance from GPF । সাধারণ ভবিষ্য তহবিল হইতে অগ্রিম গ্রহণের জন্য আবেদনের ফরম
সরকারি কর্মচারীদের আর্থিক প্রয়োজন মেটানোর একমাত্র অবলম্বন সাধারণ ভবিষ্য তহবিল হইতে অগ্রিম গ্রহণ। এজন্য ফরম পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হয়।
মূল হিসাবের এজি অফিস কপি যুক্ত করতে হবে। ফেরৎযোগ্য অগ্রিমের পরিমাণ উল্লেখ করতে হয়। পূর্বে ঋণ নিয়ে থাকলে বিস্তরিত উল্লেখ করতে হয়। জিপিএফ নম্বর সঠিক ভাবে লিখতে হয়। স্বাক্ষর যুক্ত করে যথাযথ কর্তৃপক্ষের নিকট মঞ্জুরীর জন্য প্রেরণ করতে হয়।
একাধিক অগ্রিম গ্রহণ করে থাকলে প্রতিটি অগ্রিমের বিস্তারিত বিবরণ দিতে হবে। যেমন, অগ্রিম নেয়ার তারিখ, পরিশোধিত কিস্তির পরিমাণ, অবশিষ্ট ইত্যাদি।
- সরকারি কর্মচারীদের মতবিনিময় সভা ২০২৫ । সভা শেষে পে স্কেল নাকি ৫০% মহার্ঘ ভাতার দাবী?
- সরকারি বাজেটের কতিপয় ব্যয় স্থগিত/হ্রাসকরণ ২০২৫ । এ বছরও কি বিদ্যুৎ-জ্বালানি ২০-২৫% ব্যয় সাশ্রয় করতে হবে?
- বিশেষ সুবিধা প্রজ্ঞাপন ২০২৫ । একজন কর্মচারীর মোট বেতন বাড়বে ৫০০-২০০০ টাকা?
- আয়কর ছাড় ও রিটার্ন দাখিল ২০২৫ । অনলাইনে ই রিটার্ন সাবমিট নিয়ে বিস্তারিত জেনে নিন
- কোন পদ কোন গ্রেড ২০২৫ । সরকারি চাকরিতে কোন পদবী গ্রেডে কারা আছেন জেনে নিন
- ফরমটি নিয়ে নিন: ডাউনলোড
- একাধিক অগ্রিম গ্রহণ করে থাকলে এই ফরম টি নিন: ডাউনলোড Word Format