সরকারি কর্মচারীদের আর্থিক প্রয়োজন মেটানোর একমাত্র অবলম্বন সাধারণ ভবিষ্য তহবিল হইতে অগ্রিম গ্রহণ। এজন্য ফরম পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হয়।
মূল হিসাবের এজি অফিস কপি যুক্ত করতে হবে। ফেরৎযোগ্য অগ্রিমের পরিমাণ উল্লেখ করতে হয়। পূর্বে ঋণ নিয়ে থাকলে বিস্তরিত উল্লেখ করতে হয়। জিপিএফ নম্বর সঠিক ভাবে লিখতে হয়। স্বাক্ষর যুক্ত করে যথাযথ কর্তৃপক্ষের নিকট মঞ্জুরীর জন্য প্রেরণ করতে হয়।
একাধিক অগ্রিম গ্রহণ করে থাকলে প্রতিটি অগ্রিমের বিস্তারিত বিবরণ দিতে হবে। যেমন, অগ্রিম নেয়ার তারিখ, পরিশোধিত কিস্তির পরিমাণ, অবশিষ্ট ইত্যাদি।
- ফুলবাড়িয়া হাসপাতাল সেবা প্রাপ্তি ২০২৪ । কর্মচারী হাসপাতালের ডাক্তার ভিজিট, ঔষুধ প্রাপ্তি ও ভীড় কম?
- সরকারি কর্মচারী হাসপাতাল কার্ড ২০২৪ । বিনামূল্যে চিকিৎসা সেবার কার্ড পেতে তথ্য ফর্ম নিজে জমা দিতে হবে?
- Return Submission Last Date 2024 । ২০২৪-২৫ কর বছরের আয়কর রিটার্ণ সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে
- সরকারি চাকুরিকাল কি? । পদোন্নতির জন্য চাকুরিকাল গণনায় বিবেচ্য বিষয়গুলি কি কি?
- সরকারি ছুটির তালিকা ২০২৫ । অফিস বন্ধের তালিকা কোথায় পাওয়া যাবে?
- ফরমটি নিয়ে নিন: ডাউনলোড
- একাধিক অগ্রিম গ্রহণ করে থাকলে এই ফরম টি নিন: ডাউনলোড Word Format