শাস্তি । সাময়িক বরখাস্ত । অপসারণ

Govt Staff Suspend Facilities Not Due । সাময়িক বরখাস্ত থাকার সময়ে যে সুযোগ সুবিধা পাইবেন না।

সাময়িক বরখাস্ত হলে উচ্চতর গ্রেড, পদোন্নতি বা অন্য কোন আর্থিক সুবিধা প্রাপ্য হইবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং Ed(Reg. IV)-202/83-39 তারিখ: ১০ মে, ১৯৮৩ মোতাবেক সাময়িক বরখাস্ত থাকার সময়ে নিম্নোক্ত সুযোগ সুবিধাদি পাইবেন না-

(১) ভ্রমণ ভাতা;

(২) যাতায়াত ভাতা;

(৩) বাসায় টেলিফোন সুবিধা;

(৪) বাসায় অর্ডারলির সুবিধা;

(৫) বাসায় পত্রিকা সুবিধা;

(৬) আপ্যায়ন ভাতা বা আপ্যায়ন খরচ।

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: সরকারি বাসায় বসাবাস করা যাবে কি?
  • উত্তর: হ্যাঁ যাবে।
  • প্রশ্ন: অফিস আসতে হবে কি প্রতিদিন?
  • উত্তর: হ্যাঁ , আসতে হবে।
  • প্রশ্ন: বেতন কি পাওয়া যাবে?
  • উত্তর: হ্যাঁ যাবে। মূল বেতনের অর্ধেক।

 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

12 thoughts on “Govt Staff Suspend Facilities Not Due । সাময়িক বরখাস্ত থাকার সময়ে যে সুযোগ সুবিধা পাইবেন না।

  • সাময়িক বরখাস্তকালীন বদলী করা যাবে কি?

  • হ্যাঁ। কর্তৃপক্ষ করতেই পারে।

  • সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় উপস্থিতি স্বাক্ষর করতেহবে কী?

  • জি। করতে হবে।

  • সাময়িক বরখাস্ত হলে কি পদন্নোতি পাবেন ?

  • সাময়িক বরখাস্ত থাকলে কি জিপিএফ এর টাকা কর্তন বন্ধ থাকে? এপ্রিল/২৩ মাসের বেতন বিলে তো তাই দেখছি। একটু জানাবেন প্লিজ…

  • স্থগিত রাখা হলে বন্ধ থাকবে। অন্যথায় বন্ধ থাকার কথা নয়।

  • মাদক মামলায় গ্রেফতার ও জামিন লাভের আড়াই মাস পরে কতৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছন।এ অবস্থায় করনীয় কি?

  • বিভাগে যোগাযোগ করুন। মামলা নিষ্পত্তি হলে সাময়িক বরখাস্ত স্থগিত হয়ে বহাল আদেশ জারি হবে।

  • সাময়িক বরখাস্ত কালীন কি জিপিএফ হিসাব হতে ঋণ/টাকা উত্তোলন করা যাবে এবং জিপিএফ এর সমস্ত কর্তন কি স্থগিত রাখা যাবে? প্লীজ জানাবেন

  • জমা কর্তন কমানো বা স্থগিত রাখা যাবে। কোন অর্থ উত্তোলন করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *