২০১৯ এর পূর্বে গঠিত ০৬টি অডিট অধিদপ্তরের পূর্ব নাম বহাল এবং ২০১৯ সনে সৃজিত ০৭ অডিট অধিদপ্তরের মধ্যে ০১টি নাম অপরিবর্তিত রেখে অবশিষ্ট ০৬টি অধিদপ্তরের নাম পরিবর্তন নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্দেশক্রমে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রনালয়
অর্থ বিভাগ
প্রশাসন-১ অধিশাখা
www.mof.gov.bd
স্মারক নম্বর: ০৭.০০.০০০০.০৮২.১৫.০০৮.২০.১০; তারিখ: ০৭ জানুয়ারি, ২০২১
বিষয়: সিএজি কার্যালয়ের অধীনস্ত অডিট অধিদপ্তর সমূহের নাম পরিবর্তন প্রসঙ্গে।
সূত্র: সিএজি কার্যালয়ের পত্র নং-৮২.০০.০০০০.০৩৮.২৮.০০১.২০.১৫৫১; তারিখ: ২৬/১১/২০২০
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে ২০১৯ এর পূর্বে গঠিত ০৬টি অডিট অধিদপ্তরের পূর্ব নাম বহাল এবং ২০১৯ সনে সৃজিত ০৭ অডিট অধিদপ্তরের মধ্যে ০১টি নাম অপরিবর্তিত রেখে অবশিষ্ট ০৬টি অধিদপ্তরের নাম পরিবর্তন নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্দেশক্রমে সম্মতি জ্ঞাপন করা হলো: ডানে পরিবর্তিত নাম।
১। শিল্প বানিজ্য ও আর্থিক প্রতিষ্ঠান অডিট অধিদপ্তর-বানিজ্য অডিট অধিদপ্তর।
২। গৃহায়ন ও ভৌত অবকাঠামো অডিট অধিদপ্তর-পূর্ত অডিট অধিদপ্তর।
৩। পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ অডিট অধিদপ্তর-মিশন অডিট অধিদপ্তর।
৪। বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক অডিট অধিদপ্তর-ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তি অডিট অধিদপ্তর।
৫। আইটি অডিট অধিদপ্তর-আইটি ও জনসেবা অডিট অধিদপ্তর।
৬। আর্থিক ও উপযোজন হিসাব অডিট অধিদপ্তর-সিভিল অডিট অধিদপ্তর।
৭। শিক্ষা, সাংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তর-শিক্ষা অডিট অধিদপ্তর।
৮। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অডিট অধিদপ্তর-স্বাস্থ্য অডিট অধিদপ্তর।
৯। পার্বত্য চট্টগ্রাম, পল্লী উন্নয়ন ও স্থানীয় প্রতিষ্ঠান অডিট অধিদপ্তর-স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অডিট অধিদপ্তর।
১০। জনপ্রশাসন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান অডিট অধিদপ্তর-সাংবিধানিক প্রতিষ্ঠান অডিট অধিদপ্তর
১১। সামাজিক নিরাপত্তা ও কল্য্যাণ অডিট অধিদপ্তর-সামাজিক নিরাপত্তা অডিট অধিদপ্তর।
১২। বিদ্যুৎ, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ অডিট অধিদপ্তর-বিদ্যুৎ ও জ্বালানী অডিট অধিদপ্তর।
আদেশ জারির তারিখ হতে পরিবির্তত নামসমূহ কার্যকর হবে।
সিএজি কার্যালয়ের অধীনস্ত অডিট অধিদপ্তর সমূহের নাম পরিবর্তন: ডাউনলোড