যারা পূর্বে ব্যবসায়িক কাজে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে কোন অর্থায়নবিনিয়ােগ সুবিধা গ্রহণ করেননি, তারাই কেবলমাত্র নতুন উদ্যোক্তা হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে, ঋণ আবেদন গ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট গ্রাহকের সিআইবি রিপাের্ট দেখে বিষয়টি নিশ্চিত করবে।
Sonali Bank Limited
প্রধান কার্যালয়, ঢাকা।
এসএমই(ক্ষুদ্র ও মাঝারী এন্টারপ্রাইজ) ডিভিশন
ফোন নং-৯৫৬২৯৯২, ৯৫১৫৭০৩ Email: dgmsme@sonalibank.com.bd
প্রধান কার্যালয় পরিপত্র নং-৯৬৪ এসএমই ডিভিশন পরিপত্র নং-০২; তারিখ : ২৬ অক্টোবর ১৬, ২০১৯
জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার এন্ড কোম্পানী সেক্রেটারী/চীফ ফিনান্সিয়াল অফিসার/ চীফ অডিট অফিসার/
চীফ ইনফরমেশন টেকনােলজী অফিসার ডেপুটি জেনারেল ম্যানেজার।
চীফ সিকিউরিটি অফিসার /এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার/ম্যানেজার সকল জেনারেল ম্যানেজার’স অফিসস্থানীয় কার্যালয়/রমনা কর্পোরেট শাখা/ বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা/সােনালী ইনভেষ্টমেন্ট লিমিটেড।
সকল বিভাগীয় প্রধান/সেল প্রধান, প্রধান কার্যালয়/প্রধান কার্যালয়ের সকল বিভাগ।
সকল প্রিন্সিপাল অফিস/স্টাফ কলেজ/সকল আঞ্চলিক কার্যালয়/ সকল ট্রেনিং ইনস্টিটিউট/পরিদর্শন ও নিরীক্ষা দল কর্পোরেট শাখা/সকল শাখা সোনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ।
বিষয় : কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (সিএমএসএমই) অর্থায়ন সংক্রান্ত মাস্টার সার্কুলার।
মহােদয়,
উপযুক্ত বিষয়ে এসএমই এন্ড স্পেশাল প্রােগ্রামস্ ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকার কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সংজ্ঞা ও ঋণসীমা, সিএমএসএমই অর্থায়ন, নারী উদ্যোগ ও বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কীম সংক্রান্ত নির্দেশনাসমূহের অধিকতর সংশােধন ও সময়ােপযােগী নতুন নতুন নির্দেশনা সংযোজনপূর্বক সর্বশেষ জারীকৃত এসএমইএসপিডি সার্কুলার নং-২ তারিখ-সেপ্টেম্বর ০৫, ২০১৯ এর বিষয়বস্তু সংশ্লিষ্ট সকলের অবগতি ও অনুসরণের জন্য নিম্নে উদ্ধৃত করা হল :
উদ্ধৃত:
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সংজ্ঞা ও ঋণসীমা, সিএমএসএমই অর্থায়ন, নারী উদ্যোগ ও বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কীম সংক্রান্ত বিষয়ে ইতঃপূর্বে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে বিভিন্ন নির্দেশনা জারি করা হয়েছে। উল্লিখিত বিষয়ে ইতঃপূর্বে জারিকৃত নির্দেশনাসমূহের অধিকতর সংশোধন ও সময়ােপযােগী নতুন নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের এসএসই এন্ড স্পেশাল প্রােগ্রামস ডিপার্টমেন্ট এর বিদ্যমান নির্দেশনাসমূহ একীভূত করে এই সমন্বিত মাস্টার সার্কুলারটি জারি করা হ’ল এবং এ বিভাগ হতে ইতঃপূর্বে জারিকৃত সকল সার্কুলার এবং সার্কুলার লেটার এর নির্দেশনাবলী (প্রকল্প ব্যতীত) রহিত করা হ’ল।
১। সংজ্ঞা :
১.১. উৎপাদনশীল শিল্প : পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযােজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ সংক্রান্ত সকল প্রকার কর্মকান্ডই উৎপাদনশীল (ম্যানুফ্যাকচারিং) শিল্প হিসেবে বিবেচিত হবে।
১.২. সেবা শিল্প ; যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদের উল্লেখযােগ্য ব্যবহারের মাধ্যমে যে সকল সহায়ক উপযােগ সৃষ্টিকারী কর্ম সম্পাদিত হয় সেগুলি সেবা (সার্ভিস) শিল্পের অন্তর্ভুক্ত হবে। জাতীয় শিল্পনীতি ২০১৬ এ উল্লিখিত সেবা শিল্পের তালিকাটি (সংযােজনী-১) এ সার্কুলারে সনিবেশিত হ’ল।’
১.৩. ব্যবসা উদ্যোগ ; পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জন সংক্রান্ত সকল কর্মকান্ড ব্যবসা (ট্রেডিং) উদ্যোগ হিসেবে। বিবেচিত হবে।
১.৪. নারী উদ্যোগ/উদ্যোক্তা : যদি কোন নারী ব্যক্তি মালিকানাধীন বা প্রােপ্রাইটরি প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বত্বাধিকারী বা প্রােপ্রাইটর হন কিংবা অংশিদারী প্রতিষ্ঠান’ বা ‘রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস’ এ নিবন্ধিত প্রাইভেট কোম্পানীর পরিচালক বা শেয়ার হােল্ডারগণের মধ্যে অন ৫১% (শতকরা একান্ন ভাগ) অংশের মালিক হন তাহলে তিনি বা তারা নারী উদ্যোক্তা হিসেবে পরিগণিত হবেন এবং ঐ উদ্যোগটি নারী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।
১.৫. নতুন উদ্যোক্তা; যারা পূর্বে ব্যবসায়িক কাজে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে কোন অর্থায়নবিনিয়ােগ সুবিধা গ্রহণ করেননি, তারাই কেবলমাত্র নতুন উদ্যোক্তা হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে, ঋণ আবেদন গ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট গ্রাহকের সিআইবি রিপাের্ট দেখে বিষয়টি নিশ্চিত করবে।
১.৬, অগ্রাধিকার খাত : জাতীয় শিল্পনীতি ২০১৬ তে বর্ণিত অগ্রাধিকার খাতসমূহ (সংযোজনী-২) সিএমএসএমই অর্থায়নে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচিত হবে। ২। কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) : ২.১, জাতীয় শিল্পনীতি ২০১৬ এ প্রদত্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংজ্ঞার আলােকে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগকে নিম্নরূপ সংজ্ঞায়িত করা হ’ল ;
সোনালী ব্যাংকের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) অর্থায়ন সংক্রান্ত: ডাউনলোড
আমি ঋন নিত চাই
অনুগ্রহ করে ব্যাংকে যোগাযোগ করুন।
আমি ঋন নিতে চাই কি করে তা পাব । আমার বাসা কাশিরাম থানা, কালিগঞ্জ জেলা, লালমনিরহাট
নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন।