বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

সরকারি ১৩ তম গ্রেডে কার বেতন কত? । তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সম্ভাব্য বেতন ভাতাদি

বাংলাদেশের শিক্ষকদের বেতন বেশ কম এবং ১৩ তম গ্রেডে শিক্ষক ছাড়াও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পিএ, একান্ত সহকারী পদগুলো রয়েছে। এসব পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ১৩ তম গ্রেডে যোগদান সম্পন্ন হয়ে থাকে। ১৩ গ্রেডে মূল বেতন ১১,000 টাকা এবং সর্বসাকুল্যে মোট বেতন ১৯,৩০০ টাকা নির্ধারিত হয়। তবে অঞ্চল এবং ডিপার্টমেন্ট ভেদে মোট বা সাকুল্য বেতনের কিছুটা তারতম্য হয়ে থাকে।

১৩ তম গ্রেডে প্রাথমিক শিক্ষকদের বেতন কত?

সহকারী শিক্ষকদের বেতন বর্তমানে ২০২০ সাল হতে ১৩ তম গ্রেড নির্ধারিত হয়েছে। ১৫ তম গ্রেড ৯৭০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১৩ তম গ্রেড ১১০০০-২৬৫৯০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান মূল বেতন অনুসারে ফিক্সেশনের মাধ্যমে উন্নীত গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। ৯৭০০ স্কেলে মূল বেতন ৯৭০০ হলে ১১০০০, ১০১৯০ হলে ১১০০০, ১০৭০০ হলে ১১০০০, ১১২৪০ হলে ১১৫৫০, ১১৮১০ হলে ১২১৩০, ১২৪১০ হলে ১২৭৪০, ১৩০৪০ হলে ১৩৩৮০, ১৩৭০০ হলে ১৪০৫০, ১৪৩৯০ হলে ১৪৭৬০, ১৫১১০ হলে ১৫৫০০, ১৫৮৭০ হলে ১৬২৮০, ১৬৬৭০ হলে ১৭১০০, ১৭৫১০ হলে ১৭৯৬০, ১৮৩৯০ হলে ১৮৮৬০, ১৯৩১০ হলে ১৯৮১০

অন্যদিকে সিলেকশন গ্রেড বা টাইমস্কেল পেয়ে যারা ১৪ গ্রেডে আছেন তাদের বেতন ভাতা নির্ধারণের ক্ষেত্রেও ধাপ অনুসরণ করা হয়েছে। অর্থাৎ ১৪ তম গ্রেড ১০২০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১৩ তম গ্রেড ১১০০০-২৬৫৯০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হয়। ১০২০০ স্কেলে মুল বেতন ১০২০০ হলে ১১০০০, ১০৭১০ হলে ১১০০০, ১১২৫০ হলে ১১৫৫০, ১১৮২০ হলে ১২১৩০, ১২৪২০ হলে ১২৭৪০, ১৩০৫০ হলে ১৩৩৮০, ১৩৭১০ হলে ১৪০৫০, ১৪৪০০ হলে ১৪৭৬০, ১৫১২০ হলে ১৫৫০০, ১৫৮৮০ হলে ১৬২৮০, ১৬৬৮০ হলে ১৭১০০, ১৭৫২০ হলে ১৭৯৬০, ১৮৪০০ হলে ১৮৮৬০, ১৯৩২০ হলে ১৯৮১০, ২০২৯০ হলে ২০৮১০।

যারা দুইটি টাইমস্কেল সিলেকশন গ্রেড পেয়ে ১৩ তম গ্রেডে আছেন তাদের ক্ষেত্রে ১৩তম গ্রেড ১১০০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১২তম গ্রেড ১১৩০০-২৭৩০০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ করা হয়। ১১০০০ স্কেলে মুল বেতন ১১০০০ হলে ১১৩০০, ১১৫৫০ হলে ১১৮৭০, ১২১৩০ হলে ১২৪৭০, ১২৭৪০ হলে ১৩১০০, ১৩৩৮০ হলে ১৩৭৬০, ১৪০৫০ হলে ১৪৪৫০, ১৪৭৬০ হলে ১৫১৮০, ১৫৫০০ হলে ১৫৯৪০, ১৬২৮০ হলে ১৬৭৪০, ১৭১০০ হলে ১৭৫৮০, ১৭৯৬০ হলে ১৮৪৬০, ১৮৮৬০ হলে ১৯৩৯০, ১৯৮১০ হলে ২০৩৬০, ২০৮১০ হলে ২১৩৮০, ২১৮৬০ হলে ২২৪৫০, ২২৯৬০ হলে ২৩৫৮০, ২৪১১০ হলে ২৪৭৬০।

১২তম গ্রেড ১১৩০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১১তম গ্রেড ১২৫০০-৩০২৩০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ করা হয়। ১১৩০০ স্কেলে মূল বেতন ১১৩০০হলে ১২৫০০, ১১৮৭০ হলে ১২৫০০, ১২৪৭০ হলে ১২৫০০, ১৩১০০ হলে ১৩১৩০, ১৩৭৬০ হলে ১৩৭৯০, ১৪৪৫০ হলে ১৪৪৮০, ১৫১৮০ হলে ১৫২১০, ১৫৯৪০ হলে ১৫৯৮০, ১৬৭৪০ হলে ১৬৭৮০, ১৭৫৮০ হলে ১৭৬২০, ১৮৪৬০ হলে ১৮৫১০। ১৯৩৯০ হলে ১৯৪৪০, ২০৩৬০ হলে ২০৪২০, ২১৩৮০ হলে ২১৪৫০, ২২৪৫০ হলে ২২৫৩০, ২৩৫৮০ হলে ২৩৬৬০, ২৪৭৬০ হলে ২৪৮৫০, ২৬০০০ হলে ২৬১০০, ২৭৩০০ হলে ২৭৪১০।

১১তম গ্রেড ১২৫০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১০তম গ্রেড ১৬০০০-৩৮৬৪০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ করা হয়। ১২৫০০ স্কেলে মূল বেতন ১২৫০০ হলে ১৬০০০, ১৩১৩০ হলে ১৬০০০, ১৩৭৯০ হলে ১৬০০০, ১৪৪৮০ হলে ১৬০০০, ১৫২১০ হলে ১৬০০০, ১৫৯৮০ হলে ১৬০০০, ১৬৭৮০ হলে ১৬৮০০, ১৭৬২০ হলে ১৭৬৪০, ১৮৫১০ হলে ১৮৫৩০, ১৯৪৪০ হলে ১৯৪৬০, ২০৪২০ হলে ২০৪৪০, ২১৪৫০ হলে ২১৪৭০, ২২৫৩০ হলে ২২৫৫০, ২৩৬৬০ হলে ২৩৬৮০, ২৪৮৫০ হলে ২৪৮৭০, ২৬১০০ হলে ২৬১২০, ২৭৪১০ হলে ২৭৪৩০, ২৮৭৯০ হলে ২৮৮১০, ৩০২৩০ হলে ৩০২৬০। ০৯/০২/২০২০ তারিখে উল্লেখিত হারে মূল বেতন নির্ধারণের পর ০১/০৭/২০২০ তারিখে যথারীতি প্রাপ্য ইনক্রিমেন্ট যোগ হবে।

সদ্য চাকরি হওয়া সহকারী শিক্ষকের মোট বেতন কত টাকা?

এবার আসুন যারা নতুন সহকারী শিক্ষক এই ধরুন ২/৪ বছর চাকরি করেছেন তারা কত বেতন পান তা নির্ণয় করি। ধরি ১৩তম গ্রেডে মূল বেতন যদি ১২৭৪০ টাকা হয়। তবে মূল বেতনের সাথে বাড়ি ভাড়া বাবদ উপজেলায় লেভেল এ ৪৫% হারে ৫,৭৩৩ টাাক বাড়ি ভাড়া পান। চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং টিফিন ২০০ টাকা পান। এখন যদি সর্বমোট প্রাপ্যতা হিসাব করে তবে সাকুল্য বেতন বের হয়ে আসবে। ১২৭৪০+ ৫৭৩৩+ ১৫০০+২০০ = ২০,১৭৩ টাকা। ধরে নিতে পানে বিয়ের পূর্বে একজন সহকারী শিক্ষক ২০-২২ হাজার টাকা বেতন ভাতাদি হাতে পান।

প্রাইমারি শিক্ষকদের বেতন কত ২০২৪

এবার আসুন চাকরির বয়স যদি ২০ বছরের উপরে হয় তিনি কত টাকা মাসিক বেতন ভাতাদি পান সেটি বের করি। ধরি ১১ তম গ্রেড কোন সহকারী শিক্ষকের মূল বেতন ২৪,৮৫০ টাকা। সে হিসেবে তিনি বাড়ি ভাড়া ভাতা হিসেবে মূল বেতনের ৪০% হারে ৯৯৪০ টাকা। চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং টিফিন ২০০ টাকা পান। দুটি সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা হিসেবে মাসিক ১০০০ টাকা পান। এখন যদি সর্বমোট প্রাপ্যতা হিসাব করে তবে সাকুল্য বেতন বের হয়ে আসবে।২৪৮৫০+ ৯৯৪০+ ১৫০০+২০০ +১০০০ = ৩৭,৪৯০ টাকা।  মোট বেতন হতে তিনি জিপিএফ কর্তন যদি ৩-৪ হাজার টাকা করেন তবে তার মাসিক হাতে প্রাপ্যতা কমে আসবে।

১৩ তম গ্রেড স্কেল কত?

গ্রেড-১৩ মানেই ২৬৫৯০ টাকা বেতন শুরু এমনটি নয়। মূলত ১১০০০ টাকা হতে বেতন শুরু হবে উক্ত গ্রেডে বেতন বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ ২৬,৫৯০ টাকা হতে পারবেন। সিলিং বা শেষ ধাপে পৌছার পর বছর পার হলেও কোন বেতন বৃদ্ধি পাবে না। ১৩ তম গ্রেডে স্কেল ১১০০০-২৬৫৯০ টাকা অর্থাৎ ১১০০০-১১৫৫০-১২১৩০-১২৭৪০-১৩৩৮০-১৪০৫০- ১৪৭৬০- ১৫৫০০-১৬২৮০ -১৭১০০-১৭৯৬০- ১৮৮৬০- ১৯৮১০-২০৮১০-২১৮৬০-২২৯৬০-২৪১১০-২৫৩২০- ২৬৫৯০ টাকা পর্যন্ত।

১১ তম গ্রেডে বেতন কত?

১১ তম গ্রেডে বেতন শুরু হয় ১২২৫০ টাকা হতে এবং সর্বোচ্চ বেতন হতে পারবেন ৩০২৩০ টাকা পর্যন্ত। বেতন স্কেল হচ্ছে ১২২৫০-৩০২৩০। ধাপ অনুসারে প্রতি বছর বেতন বৃদ্ধি পাবে। যেমন প্রথম যোগাদনের তারিখে ১২২৫০ টাকা মূল বেতন হলে পরবর্তী বছর বেতন বৃদ্ধি পেয়ে মূল বেতন দাড়াবে ১৩১৩০ টাকা মাত্র। এভাবে বৃদ্ধি পেতে পেতে ৩০২৩০ এরপর আর বৃদ্ধি পাবে না। ১২৫০০ -১৩১৩০-১৩৭৯০-১৪৪৮০-১৫২১০-১৫৯৮০- ১৬৭৮০-১৭৬২০ -১৮৫১০-১৯৪৪০-২০৪২০- ২১৪৫০- ২২৫৩০- ২৩৬৬০-২৪৮৫০ -২৬১০০-২৭৪১০-২৮৭৯০- ৩০২৩০।

১৩ তম গ্রেডে বেতন ফরম

১৩ তম গ্রেডে বেতন নির্ধারণের ক্ষেত্রে ম্যানুয়াল ফরম ব্যবহার করতে হয়। যদিও এখন অনলাইনে বেতন নির্ধারণ হয়। তবুও আপনি এখন থেকে বেতন ভাতাদি নির্ধারণ ফরম সংগ্রহ করতে পারেন। ডাউনলোড

১৩ তম গ্রেড কোন শ্রেণীর পদ?

বর্তমানে শ্রেণী বৈষম্য নেই। গ্রেড মোতাবেক পরিচিত হবে। তবু পূর্বের ধারাবাহিকতা অনুসারে ১৩ তম গ্রেডে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গণ্য। ১১-২০ তম গ্রেড পর্যন্ত ৪র্থ শ্রেণী। ১০ তম গ্রেড দ্বিতীয় শ্রেণীর পদ এবং ৯-১ পর্যন্ত ১ম শ্রেণীর পদ হিসেবে গণ্য।

১৩ তম গ্রেডের বকেয়া বেতন

ভূতাপেক্ষভাবে বেতন ভাতাদি প্রাপ্য হবেন। বেতন গ্রেড উন্নীত হলে ফিক্সেশন করার পর বকেয়া হিসেবে মূল বেতন ও বাড়ি ভাড়া প্রাপ্য হবেন।

কোন গ্রেডে কত বেতন ২০২৪

পদ ও গ্রেড ভিত্তিক বেতন ও শিক্ষাগত যোগ্যতা ২০২৪ দেখে নিন। প্রতি বছর বার্ষিক বেতন বৃদ্ধি পায়। ইনক্রিমেন্ট কি –সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি পূর্বে প্রতি বছর প্রথম যোগদান অনুসারে প্রদান করা হত। বর্তমানে প্রতিবছর জুলাই মাসের ১ তারিখে অর্থাৎ একই তারিখে আনা হয়। সকল কর্মকর্তা ও কর্মচারীদের একই তারিখে অর্থাৎ ১লা জুলাই মাসে বৃদ্ধি হয়। এভারেজে ১১-২০ তম গ্রেডের কর্মচারীদের তাদের মূল বেতনের ৫% বেতন বৃদ্ধি পায়। উপরের স্তরে ১-১০ গ্রেডে মূল বেতনের ৩-৪% হারে বৃদ্ধি হয়। ১ লা জুলাই ইনক্রিমেন্ট লাগছে কিনা চেক করবেন যেভাবে। ১৭ তম গ্রেডে সর্বসাকুল্যে বেতন কত? । সরকারি চাকরির বেতন ভাতাদি

পদ গ্রেড ভিত্তিক বেতন ও শিক্ষাগত যোগ্যতা ২০২৪ । কোন পদে যোগদানকালীন বেতন কত?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *