Govt Employee Two Days Week End । যে গেজেট বলে ২ দিন সাপ্তাহিক ছুটি ভোগ করে থাকেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে গেজেট বলে বলে শুক্র ও শনিবার আমরা সাপ্তাহিক ছুটি ভোগ করে থাকি। সরকার সকল সরকারী, আধা-সরকারী অফিস, স্বায়ত্বশাসিত ও আধা স্বায়ত্বশাসিত সংস্থার জন্য ২ দিন সাপ্তাহিক ছুটিসহ অফিস সময় সূচি পুন:নির্ধারণ করেছেন।
সারসংক্ষেপ:
- রবিবার হতে বৃহস্পতি বার: সকাল ৯.০০ হতে বিকাল ৫.০০ পর্যন্ত।
- বেলা ১ হতে ১.৩০ মিনিট পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি।
- শুক্র ও শনিবার: সাপ্তাহিক ছুটি।
সংস্থাপন মন্ত্রণালয়ের ১৯ সেপ্টেম্বর ২০০৫ সালের গেজেটের মাধ্যমে সম(বিধি-৪)-ছুটি-১১/২০০০-১৪৯ নং বিজ্ঞপ্তি মোতাবেক সরকার সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থার জন্য ২ (দুই) দিন সাপ্তাহিক ছুটিসহ অফিস সময়সূচী নিম্নরূপভাবে পুন:নির্ধারণ করেছেন:
(১) রবিবার হ’তে বৃহস্পতিবার : সকাল ৯.০০ মি: হতে বিকাল ৫.০০ মি: পর্যন্ত (বেলা ১.০০ মি: হতে ১.৩০ মি: পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি)।
(২) শুক্রবার ও শনিবার: সাপ্তাহিক ছুটি
যে সকল অফিস ও প্রতিষ্ঠান “ডিউটি রোস্টার” অনুযায়ী কার্য সম্পাদন করা হয়ে থাকে সে সকল অফিস ও প্রতিষ্ঠানের কাজের সময়সূচী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবেন।
২। উপরোক্ত ২ (দুই) দিন সাপ্তাহিক ছুটি এবং অফিস সময়সূচী কার্যকর করার সময় নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর ২০০৫ হতে।
৩। বাংলাদেশ ব্যাংক সরকারী অফিসের সময়সূচীর সাথে সংগতি রেখে ব্যাংকসমূহ জন্য সময় নির্ধারণ করবে।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ভোগের গেজেটের কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ
অর্থমন্ত্রণালয়ের সায়ত্তশাসিত সংস্থা
২০০০ সন হতে কাজ করে আসছে
কিন্তু এখানে সাপ্তাহিক ছুটি ১ দিন শুক্রবার
শনিবার সাপ্তাহিক ছুটি নেই
নাম গোপন রাখবেন
আপনাকে সর্বোচ্চ ৪০ ঘন্টা সপ্তাহে কাজ করাতে পারবেন। যদি এর বেশি করেন তবে অধিকাল পাবেন বা ক্ষতিপূরণ ছুটি পাবেন। ছয় দিন ৬.৫ ঘন্টা করে কাজ করাতে পারবে।
স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ
অর্থমন্ত্রণালয়ের সায়ত্তশাসিত সংস্থা
অথচ সাপ্তাহিক ছুটি ১ দিন শুক্রবার
শনিবার সাপ্তাহিক ছুটি নেই
নাম গোপন রাখবেন
কিন্তু সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ২দিন ছুটি কার্যকর। এটি অন্যায়
প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ প্রধান কার্যালয় ২ দিন ছুটি কাটান তবে সাইট অফিসে দেড় দিন দেয়া হয়। কোন প্রকার অধিকাল ভাতা ও ক্ষতিপুরণ ছুটি বাদে। এমন কি এখানে ঈদের দিন ও পারলে সাইট খোলা রাখতে চান জোর পুর্বক কিছু কতৃপক্ষ। মুসলিম এই ঈদের ছুটি কি তারা জরুরী সেবা না হওয়ার পরও কর্মচারীদের এই ছুটি বন্ধ করতে পারেন কিনা?
পারে না। বিধি বর্হিভূত। তবে আপনি চাইলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী পেশ করতে পারেন অথবা লিখিত নির্দেশ চাইতে পারেন।