এসিআর । সার্ভিস বুক । স্মারকলিপি

ACR- এসিআর । ২০২২ সনের গোপনীয় অনুবেদনে ‘স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন’ হতে অব্যাহতি প্রদান।

স্বাস্থ্য ঝুকি বিবেচনায় বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রেরণ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে – ACR submission is mandatory every year – ACR- এসিআর

বার্ষিক গোপনীয় প্রতিবেদন – বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এ. সি. আর) হ‌চ্ছে কো‌নো সরকারি কর্মচারীর কর্মদক্ষতা মূল্যায়ন ক‌রে তার অব্যবহিত ঊর্ধ্বতন কর্মকর্তার প্রদত্ত প্রতিবেদন। শুধু কর্মদক্ষতা মূল্যায়নই নয়, এতে তার আচরণ, চ‌রিত্র এবং সততা সম্পর্কেও সুনির্দিষ্ট পর্যবেক্ষণ উ‌ল্লেখ করা হয়।

বর্তমানে দেশে কোভিড-১৯ সংক্রমণ ও ডেঙ্গু এবং চোখের সংক্রামক ব্যাধির প্রকোপ চলমান রয়েছে। বিদ্যমান এ পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে গােপনীয় অনুবেদনে নির্ধারিত হাসপাতাল হতে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণ ঝুঁকিপূর্ণ। ACR এ খারাপ বা বিরুপ মন্তব্য দিলে কি হয়।

সামগ্রিক বিষয়টি বিবেচনাপূর্বক ২০২২ সনের বার্ষিক/আংশিক গােপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। এটি মূলত স্বাস্থ্য এড়াতে করা হয়েছে, সরকার প্রয়োজন ও অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়।

ACR- এসিআর । ২০২২ সনের গোপনীয় অনুবেদনে ‘স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন’ হতে অব্যাহতি প্রদান।

বার্ষিক গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

ACR- এসিআর । ২০২২ সনের গোপনীয় অনুবেদনে 'স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন' হতে অব্যাহতি প্রদান।

Caption: ACR Submission is relief

ACR Forwarding Rules ।  এসিআর অগ্রায়নের নিয়ম ২০২২

  • (ক) অনুবেনাধীন কর্মকর্তা অনুবেদন ফরম যথাসময়ে পূরণ করে একটি অগ্রগামী পত্রের মাধ্যমে অনুবেদকের নিকট উপস্থাপন করবেন এবং অগ্রগামী পত্রের একটি অনুলিপি ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের নিকট সরাসরি প্রেরণ করবেন।
  • (খ) অনুবেদনকারী তাহার জন্য অনুবেদনের নির্ধারিত অংশগুলি যথাসময়ে পূরণ করে অনুরূপ অগ্রগামী পত্র দ্বারা প্রতিস্বাক্ষরকারীর নিকট প্রেরণ করবেন এবং ইহার একটি অনুলিপি ডোসিয়ার হেফাজতকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন।
  • (গ) অতঃপর প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা তাঁর মন্তব্যসহ অনতিবিলম্বে অনুবেদনাধীনের অনুবেদন ডোসিয়ার হেফাজতকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন।
    কিন্তু দেখা যাচ্ছে এখনো কিছু কিছু কর্মকর্তা উক্ত পদ্ধতি অনুসরণ করছেন না বিধায় কাহার নিকট এসিআর বকেয়া পড়ে আছে তা বুঝা যাচ্ছে না এবং সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা যাচ্ছে না।

এসিআর খারাপ দিলে কি হয়?

সরকারি চাকুরীজিবীর বার্ষিক গোপনীয় প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অসৎ আচরণ বা চাকুরীর বিধিমালা লঙ্গন করিলে এসিআর খারাপ দেয়া হয়। ACR দাতা বা অনুবেদনকারী বিরুপ মন্তব্য বা এসিআর খারাপ দিলে চাকুরি স্থায়ীকরণ হয় না। সিলেকশন গ্রেড প্রদান বন্ধ থাকে। পদোন্নতি স্থগিত থাকে। পদায়ন বন্ধ থাকে। বৈদেশিক নিয়োগ বাধাগ্রস্থ হইবে।

ACR- এসিআর । ২০২২ সনের গোপনীয় অনুবেদনে ‘স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন’ হতে অব্যাহতি প্রদান PDF Download

এসিআর লেখার নিয়ম।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *