এসিআর । সার্ভিস বুক । স্মারকলিপি

সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্য পরীক্ষা ২০২৪ । ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্তাদের নির্ধারিত হসপিটালেই করতে হবে?

প্রতিবছর এসিআর প্রেরণের সময় সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দাখিল করতে হয়- এরই ধারাবাহিকতায় এ বছরও হেলথ চেকাপের রিপোর্ট দাখিল করতে হবে – সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ২০২৪

মেডিকেল টেস্টের রিপোর্ট লাগবেই?– হ্যাঁ সকল মন্ত্রণালয়/বিভাগ এবং নিয়ন্ত্রণাধীন দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর/সংযুক্ত অফিস ও সংস্থায় (বিভাগ, জেলা এবং উপজেলাসহ) কর্মরত ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণের গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা সূত্রোক্ত স্মারকে জারিকৃত ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’ এর পরিশিষ্ট অংশে বর্ণিত তালিকা ১ ও ২ অনুযায়ী নির্ধারিত মেডিক্যাল কলেজ হাসপাতাল/স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সম্পাদন করতে হবে।

হেল্প চেকআপ রিপোর্ট কি? স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সাধারণ শারীরিক পরীক্ষা, মলমূত্র পরীক্ষা, এক্স-রে, রক্ত পরীক্ষা (এইচএসবিএসজি, হেপাটাইটিস – এ ও বি), ভিডিআরএল (যৌনরোগ/সংক্রমণ পরীক্ষা), এইচআইভি (এইডস-এর পরীক্ষা), টিউবারকিউলোসিস (যক্ষ্মার পরীক্ষা), ম্যালেরিয়া, লেপ্রোসি, মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী কি-না ইত্যাদি বিষয়ের পরীক্ষা করা হয়।

মেডিকেল টেকআপে কি কি পরীক্ষার করা হয়? মেডিকেলে যেসব রোগ থাকলে আনফিট করে দেয়া হয়। এইচআইভি,  (চর্মরোগ)খুব বেশি, (জন্ডিস ), (হার্টের সমস্যা), (শ্বাসকষ্ট), এই রোগ গুলিই চাকরি যাওয়ার জন্য যথেষ্ট। স্বাস্থ্য পরীক্ষার পর কোন রোগ ধরা পড়লে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর কর্মস্থলে যোগদান করতে হয় ফিটনেস সার্টিফিকেট প্রদর্শনপূর্বক।

এসিআর এর স্বাস্থ্য পরীক্ষা এর হাসপাতাল ও ক্লিনিকসমূহ (স্থায়ী আদেশ)/ ACR Health Check up  permanent Order

স্বাস্থ্য পরীক্ষার সরকারি আদেশ ২০২৪ ডাউনলোড

 

এসিআর এর স্বাস্থ্য পরীক্ষা এর হাসপাতাল ও ক্লিনিকসমূহ (স্থায়ী আদেশ)।

Caption: ACR Health Check up Full List Download 

সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রসমূহ ২০২৪ । কোথায় স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে?

  1. ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা ।
  2. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরই বাংলা নগর, ঢাকা।
  3. সরকারী কর্মচারী হাসপাতাল, ঢাকা
  4. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
  5. ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি এন্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশান (নিটোর), শেরে বাংলা নগর, ঢাকা ।
  6. স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড, হাসপাতাল, ঢাকা।
  7. মেডিক্যাল সেন্টার, বাংলাদেশ জাতীয় সংসদ,  ঢাকা।
  8. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার, ঢাকা ।

গাড়ি চালকদেরও কি স্বাস্থ্য পরীক্ষা করতে হয়?

হ্যাঁ। নির্ধারিত চিকিৎসক উপজেলা পর্যায়ের সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গাড়িচালক জেলা/বিভাগীয় পর্যায়ের সকল সিভিল সার্জন কর্তৃক নির্ধারিত চিকিৎসক/সংশ্লিষ্ট জেলায় গাড়িচালক অবস্থিত সরকারি মেডিক্যাল কলেজ (যদি থাকে) হাসপাতালে কর্মরত চিকিৎসক। মন্ত্রণালয়/বিভাগ/সংযুক্ত দপ্তর ও তালিকা-১ অনুযায়ী নির্ধারিত হাসপাতালে কর্মরত সংস্থায় কর্মরত সকল গাড়িচালক।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *