গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল এ যারা চাকরি করেন তারা প্রায়ই জানতে আগ্রহী যে, একজন আর্মির সৈনিক বা সেনা প্রধান মাসে কত টাকা বেতন পান-Arm Forced Salary BD
কথিত আছে একজন সৈনিক বা সেনা কর্মকর্তা তার স্ত্রী বা মাকে পর্যন্ত তার বেতন ভাতা সম্পর্কে তথ্য প্রধান করে না। আজ আমরা ওয়েবে থাকা তথ্য রিসার্চ করে জানবো একন আর্মির সৈনিকের বেতন কত ? সেনাপ্রধান এর বেতন কত ? পদবীর বেতন জেনে নিন। (Army Salary/Pay scale 2019) ” সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে “ বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান দিয়ে শুরু করলাম আজকের সংক্ষিপ্ত আলোচনা-
সেনাবাহিনীকে সাধারনত ৩ ভাগে ভাগ করা হয়েছে-
- N.C.O – Non Commissioned Offer
- J.C.O- Junior Commissioned Offer
- C.O- Commissioned Offer
১) সৈনিক থেকে সার্জেন্ট এদের কে NCO বলা হয়। ২) ওয়ারেন্ট অফিসার থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার এদের কে J.C.O বলা হয় এবং ৩) অনারারী লেফটেন্যান্ট থেকে জেনারেল এদের কে C.O বলা হয়।
স্বামী স্ত্রী জনে কত টাকা রেশন পাওয়া যায়? ২০১৫ সালের আগে রেশন হিসেবে ২০ কেজি চাল, ১২ কেজি আটা, ২ কেজি চিনি ও ৫ কেজি সোয়াবিন তেল ধার্য্য ছিল। যা পরবর্তিতে পে কমিশন গঠনের পর ৪১৮ টাকা হিসেবে ধার্য করা হয়। বর্তমানে দু সদস্যের পরিবারের জন্য স্বামী ৪১৮ টাকা এবং স্ত্রী ৪১৮ টাকা অর্থাৎ দুজনে ৮৩৬ টাকা পেয়ে থাকেন যা নিয়ে বাজারে গেলে চাহিদার পূরণ করা সম্ভব হয় না।
[২০১৯ থেকে সেকেন্ড লেফটেন্যান্ট পদবীটি এখন আর ব্যবহৃত হয়না] আমাদের পর্বে আজকে সৈনিক থেকে অনারারী লেফটেন্যান্ট পদবী এর বেতন নিয়ে আলোচনা করবো। বিদ্রঃ প্রত্যেক জনের বেতনস্কেল যা হবে অনন্যা ভাতা সহ তার বেতন দ্বিগুণ হবে অর্থাৎ সৈনিক এর মূল বেতন যদি হয় ৯,০০০ টাকা সে ভাতা সহ পাবে ১৮,০০০ টাকা ], বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, টিফিন ভাতা, অন্যান্য ভাতা ছাড়াও তারা আরও কিছু বিশেষ দায়িত্ব ও দক্ষতার জন্য মূল বেতনের বাইরে, আরও অনেক ধরণের বাড়তি ভাতা সৈনিক ও অফিসারদেরকে দেয়া হয় তাদের বিশেষ দক্ষতা বা দায়িত্বের জন্য, যেগুলো অতিরিক্ত দায়িত্ব বা ঝুঁকি বহন করে।
- বিশেষ দায়িত্ব ভাতা (Special Duty Pay)
- কঠিন দায়িত্ব ভাতা (Hardship Duty Pay)
- নিয়োগ ভাতা (Appointment Pay)
- উড্ডয়ন ভাতা (Flight Pay)
- মেডিকেল ও ডেন্টাল অফিসার এবং স্বাস্থ্য সেবা কর্মীদের বিশেষ ভাতা (Special Pay for Medical and Dental Officers & Health Care Providers)
- ডাইভিং ডিউটি (Diving Duty)
NCO বেতনস্কেল-
- রিকুট সৈনিকঃ ৯০০০- ৯৫০০ (নির্ধারিত)
- সৈনিকঃ ৯৫০০ – ২১,৫০০০
- ল্যান্স কর্পোর্যালঃ ১০,২০০ – ২৪,০০০
- কর্পোর্যালঃ ১১,০০০ – ২৬,৫০০
- সার্জেন্টঃ ১৬,০০০ – ৩৮,৫০০
JCO বেতনস্কেল-
- ওয়ারেন্ট অফিসারঃ ২২,০০০ – ৪৮,০০০
- সিনিয়র ওয়ারেন্ট অফিসারঃ ২২,২৫০ – ৫০,৪৬০
- মাস্টার ওয়ারেন্ট অফিসারঃ ২২,৫০০ – ৫৩,০০০
CO বেতনস্কেল-
- অনারারী লেফটেন্যান্টঃ ৩৮,৪০০- ৮০ হাজার (নির্ধারিত)
- অনারারী ক্যাপ্টেনঃ ৪২,৮০০- ৯০ হাজার (নির্ধারিত)
সেনাবাহিনীর অফিসারস এবং সৈনিকদের বেতন কাঠামো সর্বশেষ সরকার নির্ধারিত বেতন কাঠামো ২০১৫: ডাউনলোড
সম্পূর্ন না জেনে কেন তথ্য আপলোড করেন।????? কিছু ভুল আছে তথ্যে
আমি সূত্র দিয়েছি প্রতিটি তথ্যের। আপনার নিকট সঠিক তথ্য থাকলে আপনি তথ্য দিয়ে সহায়তা করুন। এটি সকলের কাজে আসবে। ধন্যবাদ। আপনি অনুগ্রহ করে সঠিক তথ্যটি alaminmia.tangail@gmail.com এ মেইল করুন।
ভুলে ভরা তথ্য, নিশ্চিত না হয়ে দেয়া ঠিক না। এতদিন তো মনে করতাম ১০০% সঠিক তথ্য সরবরাহ করা হয়। এখন তো দ্বিধায় পড়ে গেলাম। জনসাধারণকে বিভ্রান্ত করবেন না।
অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। আমি ঠিক করে দিচ্ছি। mail me to alaminmia.tangail@gmail.com
This Gread