সরকার জাতীয় বেতনস্কেল এর আওতাভূক্ত, সকল সামরিক/বেসামরিক কর্মচারীদের জন্য ” বাংলা নববর্ষ ভাতা” প্রবর্তনের লক্ষ্যে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে:
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারঅর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগপ্রবিধি অনুবিভাগ, প্রবিধি-৩, অধিশাখানং-০৭.০০.০০০০.১৭৩.৪৪.০১৮.১৪-৭৮,তারিখ: ২৯/০৬/১৪২২ ব: /১৪/১০/২০১৫ খ্রি:প্রজ্ঞাপন
সরকার জাতীয় বেতনস্কেল এর আওতাভূক্ত, সকল সামরিক/বেসামরিক কর্মচারীদের জন্য ” বাংলা নববর্ষ ভাতা” প্রবর্তনের লক্ষ্যে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে:
- আগামী ১৪২৩ বঙ্গাব্দ হতে ‘বাংলা নববর্ষ ভাতা’ প্রবর্তিত হবে;
- জাতীয় বেতনস্কেলের আওতাভূক্ত সকল সরকারী কর্মচারী (সামরিক/বেসামরিক) প্রতিবছর মার্চ মাসে আহরিত মূল বেতনের ২০% হারে ‘বাংলা নববর্ষ ভাতা’ প্রাপ্য হবেন;
- মাসিক নীট পেনশন গ্রহণকারীগণ এবং আজীবন পারিবারিক পেনশন ভোগীগণ তাদেঁর মাসিক নীট পেনশনের ২০% হারে এ ভাতা প্রাপ্য হবেন; এবং
- ১০০% পেনশন সমর্পণকারীগণের ক্ষেত্রে এ ভাতা প্রযোজ্য হবে না।
এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে।রাষ্ট্রপতির আদেশক্রমে(ড. মোহাম্মদ আলী খান),অতিরিক্ত সচিব
পরবর্তীতে ১০০% সমপর্ণকারীগণ পেনশনের আওতায় আসায় তারও নীট পেনশনের ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হইবেন: ডাউনলোড
বাংলা নববর্ষ ভাতা কি? বাংলা নববর্ষ ভাতা হলো সরকারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বাংলা নববর্ষের উৎসব উদযাপন উপলক্ষে প্রদত্ত একটি আর্থিক অনুদান। সাধারণত, এটি মূল বেতনের ২০% হারে প্রদান করা হয়। বাংলা নববর্ষের উৎসবকে আরও আনন্দমুখর করে তোলার জন্য এই ভাতা দেওয়া হয়। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের কর্মচারী, এমনকি পেনশনভোগী ব্যক্তিরাও এই ভাতার জন্য যোগ্য হতে পারেন। সাধারণত, ভাতার পরিমাণ মূল বেতনের ২০% হয়ে থাকে এবং বাংলা নববর্ষের আগে, সাধারণত মার্চ মাসে এই ভাতা প্রদান করা হয়। অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের কর্মীদের এই ভাতা প্রদান করে।