ঈদ বোনাস I নববর্ষ । দূর্গাপূজা

বাংলা নববর্ষ ভাতা ২০২৫ । প্রতি বছর মার্চ মাসের মূল বেতনের ২০% হারে প্রাপ্য?

সরকার জাতীয় বেতনস্কেল এর আওতাভূক্ত, সকল সামরিক/বেসামরিক কর্মচারীদের জন্য ” বাংলা নববর্ষ ভাতা” প্রবর্তনের লক্ষ্যে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে:

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারঅর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগপ্রবিধি অনুবিভাগ, প্রবিধি-৩, অধিশাখানং-০৭.০০.০০০০.১৭৩.৪৪.০১৮.১৪-৭৮,তারিখ: ২৯/০৬/১৪২২ ব: /১৪/১০/২০১৫ খ্রি:প্রজ্ঞাপন 

সরকার জাতীয় বেতনস্কেল এর আওতাভূক্ত, সকল সামরিক/বেসামরিক কর্মচারীদের জন্য ” বাংলা নববর্ষ ভাতা” প্রবর্তনের লক্ষ্যে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে:

  1.  আগামী ১৪২৩ বঙ্গাব্দ হতে ‘বাংলা নববর্ষ ভাতা’ প্রবর্তিত হবে;
  2. জাতীয় বেতনস্কেলের আওতাভূক্ত সকল সরকারী কর্মচারী (সামরিক/বেসামরিক) প্রতিবছর মার্চ মাসে আহরিত মূল বেতনের ২০% হারে ‘বাংলা নববর্ষ ভাতা’ প্রাপ্য হবেন;
  3. মাসিক নীট পেনশন গ্রহণকারীগণ এবং আজীবন পারিবারিক পেনশন ভোগীগণ তাদেঁর মাসিক নীট পেনশনের ২০% হারে এ ভাতা প্রাপ্য হবেন; এবং
  4. ১০০% পেনশন সমর্পণকারীগণের ক্ষেত্রে এ ভাতা প্রযোজ্য হবে না।

এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে।রাষ্ট্রপতির আদেশক্রমে(ড. মোহাম্মদ আলী খান),অতিরিক্ত সচিব

পরবর্তীতে ১০০% সমপর্ণকারীগণ পেনশনের আওতায় আসায় তারও নীট পেনশনের ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হইবেন: ডাউনলোড

বাংলা নববর্ষ ভাতা কি? বাংলা নববর্ষ ভাতা হলো সরকারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বাংলা নববর্ষের উৎসব উদযাপন উপলক্ষে প্রদত্ত একটি আর্থিক অনুদান। সাধারণত, এটি মূল বেতনের ২০% হারে প্রদান করা হয়। বাংলা নববর্ষের উৎসবকে আরও আনন্দমুখর করে তোলার জন্য এই ভাতা দেওয়া হয়। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের কর্মচারী, এমনকি পেনশনভোগী ব্যক্তিরাও এই ভাতার জন্য যোগ্য হতে পারেন। সাধারণত, ভাতার পরিমাণ মূল বেতনের ২০% হয়ে থাকে এবং বাংলা নববর্ষের আগে, সাধারণত মার্চ মাসে এই ভাতা প্রদান করা হয়। অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের কর্মীদের এই ভাতা প্রদান করে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *