হারিয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে আপনার জন্ম নিবন্ধন সনদ। কি করবেন তখন? কোন কাগজ যদি হারিয়ে যায় তবে থানায় জিডি করতে হয় কিন্তু এক্ষেত্রে জন্ম নিবন্ধনের জন্য থানায় জিডি করতে হবে না।
তাহলে কি করতে হবে? ঘরে বসেই আপনার মোবাইল দিয়েও আপনি জন্ম সনদ পুনরায় প্রাপ্তির আবেদন করতে পারেন।
জন্ম নিবন্ধন কোথায় পাবো?
১। আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন এর একটি ফটোকপি। (স্ক্যান কপি বা ছবি তোলা আছে কিনা মোবাইলে সেটি দেখুন।
২। যদি ফটোকপি না থাকে তবে জন্ম নিবন্ধন নম্বর হলেও চলবে।
৩। তাও না থাকে আপনি কিন্তু জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করেছেন এমন ডকুমেন্ট হতে সংগ্রহ করতে পারেন।
অনলাইনে জন্ম সনদ পুন:মুদ্রনের আবেদন করা যায়?
জি, অনলাইনেই জন্ম সনদ পুন মুদ্রনের আবেদন করা যায়। এটি হারিয়ে গেলে কোন প্রকার আইনি ব্যবস্থা নেয়ার দরকার নেই। আপনি অনলাইনে জন্ম সনদের নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে নিচের মত করে আবেদন করতে পারেন।
অনলাইনে যেভাবে জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করবেন
১। প্রথমেই আপনাকে https://bdris.gov.bd/br/application এই ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা আপনি “জন্ম নিবন্ধন” লিখে গুগল করলে সার্চ রিজালট হতে প্রথম ওয়েব রেজাল্টে ভিজিট করুন।
২। মোবাইল থেকে আবেদন করতে থ্রি ড্যাস মেন্যুতে ক্লিক করুন। কম্পিউটার থেকে আবেদন করতে জন্ম নিবন্ধনে মাউস রেখে জন্ম নিবন্ধন সনদ পুন:মুদ্রন এই লিংকে ক্লিক করলেই জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ চাইবে।
৩। জন্ম নিবন্ধন নম্বর এবং তারিখ সরবরাহ করে খুজুন বা সার্চ এ ক্লিক করলেই দেখবেন আপনার জন্ম নিবন্ধন আইডি, জন্ম তারিখ এবং আপনার নাম, পিতার মাতার নাম দেখাচ্ছে। অতপর আপনি নির্বাচন করুন সিলেক্ট বা ক্লিক করবেন।
৪। প্রশ্ন করা হবে আপনি কি নিশ্চিত? কনফার্ম এ ক্লিক করুন।
৫। দেশ *, বাংলাদেশ, বিভাগ *, ঢাকা বিভাগ, জেলা *, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট / উপজেলা *, পৌরসভা / ইউনিয়ন *, অফিস * করটিয়া ইউনিয়ন পরিষদ ইত্যাদি তথ্য সিলেক্ট করবেন।
৬। আবেদনকারীর তথ্য কলামে নিজে আবেদন করলে নিজ সিলেক্ট করবেন অন্যথায় সম্পর্ক সিলেক্ট করবেন।
৭। সর্বশেষ মোবাইল নম্বর সরবরাহ করে সাবমিট করবেন। সাবমিট করলেই সাত সংখ্যার 5148283 এ রকম একটি ট্রাকিং নম্বর পাওয়া যাবে। আপনি চাইলে এটি প্রিন্ট করে রাখতে পারেন। অথবা যে কোন কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন আইডি নম্বর এবং জন্ম তারিখ দিলেই আবেদন প্রিন্ট করে দিবে।
৮। আবেদনের কপিতে স্বাক্ষর করে ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় জমা দিলেই নিবন্ধক এটি স্বাক্ষর করে জন্ম সনদ প্রিন্টের ব্যবস্থা করে দিবে।
সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে জন্ম সনদ পেয়ে যাবেন। বিনা ফিসে এ সনদ সরবরাহ করা হবে। কোন প্রকার ফি প্রদান করতে হবে না।
Gaurav dighat karo Bata
H